Disclaimer বা 1timeschool যা সর্বদা অস্বীকার করেঃ
দাবি পরিত্যাগী |
বাংলা ভাষাভাষী মানুষের জ্ঞান জগৎকে সমৃদ্ধ করতেই 1timeschool সদা জাগ্রত। 1timeschool কোন জাতী বা জাতীয়তাবাদে বা কোন সম্প্রদায়ের আচার আচারন বা অরাজনৈতিক ও রাজনৈতিক বিষয়ে আঘাত হানে এমন কোন কর্মকান্ডের সাথে জড়িত নয়। যদি কোন ব্যক্তি বা ব্যক্তি বর্গ বা কোন প্রতিষ্ঠান 1timeschool এর নামে কোন অপপ্রচার করে বা 1timeschool এর কোন কন্টেন্ট ভুল ভাবে উপস্থাপন করে তবে তার জন্য কোন ক্রমেই 1timeschool দায়ি নয়। রাজ নৈতিক কোন প্রচার 1timeschool করে না। সুতারং রাজনৈতিক প্রচারণাকে 1timeschool সম্পূর্ণ রূপে অস্বীকার করে। কারো ব্যক্তিগত উদ্দেশ্য পুরনের জন্য অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান 1timeschool এর নামে কোন প্রকার প্রচার করলে তার দ্বায় নিতে 1timeschool অস্বীকার করে। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন বিষয়ের সাথে 1timeschool এর কোন কনটেন্ট মিলে গেলে তা সম্পূর্ণ কাকতালীয়।
1timeschool সর্বদা ©copyright আইন মেনে চলে। 1timeschool এ প্রকাশিত কোন কন্টেট সম্পূর্ণ রূপে বা আংশিক নকল বা অন্য কোথাও প্রকাশ copyright আইনে দণ্ডনীয়।
নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।
আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon