Write a letter to your friend inviting him to join the picnic.
Picnic Letter |
Date:
Dhaka,
Bangladesh.
Dear friend ''Likhon',
Take my love at the beginning of the letter. I hope you are well. I am fine with your blessings. I received a letter from you yesterday. In the letter you wanted to know how I would spend my school holidays. You will be happy to know that I have decided to go on a picnic with friends during the school holidays. I hope you'll join us on the picnic. I can't enjoy without you.
I am not writing today. Give my greetings to the elders and my love to the younger ones.
Your loving friend,
Rodela
STAMP | |
---|---|
From: Rodela, Khulna, Bangladesh. | To: Likhon, Dhaka, Bangladesh. |
নিচে অনুবাদ তুলে ধরা হল-
বনভোজনের আমন্ত্রণ জানিয়ে বন্ধুর নিকট একটি পত্র লেখ।
তারিখ:
ঢাকা,
বাংলাদেশ।
প্রিয় বন্ধু 'লিখন',
পত্রের শুরুতে আমার ভালোবাসা নাও। আশা করি তুমি ভালো আছো। আমি তোমার দোয়ায় ভালো আছি। আমি গতকাল তোমার কাছ থেকে একটি চিঠি পেয়েছি। চিঠিতে তুমি জানতে চেয়েছিলে স্কুল ছুটি আমি কিভাবে কাটাবো। তুমি জেনে খুশি হবে যে আমি স্কুল ছুটির সময় বন্ধুদের সাথে পিকনিকে যাবো বলে সিদ্ধান্ত নিয়েছি। আমি আশা করি, তুমি আমাদের সাথে পিকনিকে যুক্ত হবে। তোমাকে ছাড়া আমি আনন্দ উপভোগ করতে পারবো না।
আজ আর লিখছি না। বড়দের আমার সালাম দিও এবং ছোটদের আমার ভালবাসা দিও।
তোমার প্রিয় বন্ধু,
রোদেলা
ডাকটিকিট | |
---|---|
প্রেরকঃ রোদেলা, খুলনা, বাংলাদেশ। | প্রাপকঃ লিখন, ঢাকা, বাংলাদেশ। |
নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।
আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon