শনিবার

বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র

বিনা বেতনে পড়ার সুযোগ চেয়ে প্রধানশিক্ষক বরাবর আবেদন পত্র


এখানে যা থাকছে---

আবেদন পত্র - বিনা বেতনে অধ্যয়নের সুযোগ চাহিয়া প্রধানশিক্ষক /মাদ্রাসা সুপার/ প্রিন্সিপাল বা অধ্যক্ষের নিকট আবেদন পত্র।

বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধানশিক্ষক বরাবর আবেদন পত্র, বিনা বেতনে পড়ার সুযোগ চেয়ে পত্র, বিনা বেতনে অধ্যয়নের জন্য সুপার ও প্রিন্সিপাল বরাবর পত্র
বিনা বেতনে অধ্যয়ন- আবেদন পত্র


প্রায়ি বিনা বেতনে অধ্যয়ন বা পড়ার সুযোগ চেয়ে প্রধানশিক্ষক বা মাদ্রাসা সুপার বা অধ্যক্ষ বা প্রিন্সিপাল বরাবর আবেদন পত্র লেখার আবেদন পত্রটি পরীক্ষায় আসতে দেখা যায়। সামান্য ধারণা থাকলে আমরা খুব সহজেই বিনা বেদনে অধ্যয়নের জন্য আবেদন পত্রটি সুন্দর ও সহজ ভাবে পরীক্ষার খাতায় লিখে আসতে পারি। সকলের তথা, ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও নবম বা দশম থেকে শুরু করে ১১, ১২ ক্লাস বা কলেজ লেভেলের ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমাদের আজকের শিখন, বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র।



  • বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র লেখার নিয়ম।

তারিখঃ ১-১-২০২২

বরাবর,

প্রধানশিক্ষক,

বীর মুক্তি যোদ্ধা মাধ্যমিক বিদ্যালয়,

ঢাকা।


বিষয়ঃ বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র।


জনাব,

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র। আমি ৭ম শ্রেণীতে কৃতিত্তপূর্ণ নম্বর পেয়ে ৮ম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি। অন্যদিকে, আমার পিতা একজন দারিদ্র্য কৃষক। আমরা তিন ভাই বোন। পরিবারের খরচ মিটিয়ে ছেলে-মেয়েদের লেখা পড়ার খরচ চালানোর মত সামর্থ্য তার নেই। এমত অবস্থায় আমার লেখাপড়া চালাতে আপনার সাহায্য ও সহযোগিতা একান্ত কাম্য।


অতএব, আপনার নিকট আমার বিনীত প্রার্থনা, আমাকে আপনার বিদ্যালয়ে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ প্রদান করে আমার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করবেন।


বিনিত নিবেদক,

আপনার একান্ত অনুগত ছাত্র,

দ্বীপ্ত

শ্রেণীঃ ৮ম

শাখাঃ ক

রোলঃ ১




  • বিনা বেতনে অধ্যয়নের জন্য মাদ্রাসা সুপারের নিকট আবেদন পত্র লেখার নিয়ম।

তারিখঃ ১-১-২০২২

বরাবর,

সুপার,

বীর মুক্তি যোদ্ধা মাদ্রাসা,

ঢাকা।


বিষয়ঃ বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র।


জনাব,

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার মাদ্রাসার একজন নিয়মিত ছাত্র। আমি ৭ম শ্রেণীতে কৃতিত্তপূর্ণ নম্বর পেয়ে ৮ম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি। অন্যদিকে, আমার পিতা একজন দারিদ্র্য কৃষক। আমরা তিন ভাই বোন। পরিবারের খরচ মিটিয়ে ছেলে-মেয়েদের লেখা পড়ার খরচ চালানোর মত সামর্থ্য তার নেই। এমত অবস্থায় আমার লেখাপড়া চালাতে আপনার সাহায্য ও সহযোগিতা একান্ত কাম্য।


অতএব, আপনার নিকট আমার বিনীত প্রার্থনা, আমাকে আপনার মাদ্রাসায় বিনা বেতনে অধ্যয়নের সুযোগ প্রদান করে আমার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করবেন।


বিনিত নিবেদক,

আপনার একান্ত অনুগত ছাত্র,

দ্বীপ্ত

শ্রেণীঃ ৮ম

শাখাঃ ক

রোলঃ ১




  • বিনা বেতনে অধ্যয়নের জন্য কলেজের অধ্যক্ষ বা প্রিন্সিপালের (Principle) নিকট আবেদন পত্র লেখার নিয়ম।

তারিখঃ ১-১-২০২২

বরাবর,

অধ্যক্ষ,

বীর মুক্তি যোদ্ধা স্কুল এণ্ড কলেজ,

ঢাকা।


বিষয়ঃ বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র।


জনাব,

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার কলেজের একজন নিয়মিত ছাত্র। আমি একাদশ শ্রেণীতে কৃতিত্তপূর্ণ নম্বর পেয়ে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি। অন্যদিকে, আমার পিতা একজন দারিদ্র্য কৃষক। আমরা তিন ভাই বোন। পরিবারের খরচ মিটিয়ে ছেলে-মেয়েদের লেখা পড়ার খরচ চালানোর মত সামর্থ্য তার নেই। এমত অবস্থায় আমার লেখাপড়া চালাতে আপনার সাহায্য ও সহযোগিতা একান্ত কাম্য।


অতএব, আপনার নিকট আমার বিনীত প্রার্থনা, আমাকে আপনার কলেজে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ প্রদান করে আমার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করবেন।


বিনিত নিবেদক,

আপনার একান্ত অনুগত ছাত্র,

দ্বীপ্ত

শ্রেণীঃ ১২

শাখাঃ ব্যবসায়

রোলঃ ১


নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।

আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon