Connector বা Linker করার নিয়ম ও ব্যবহার
এখানে যা থাকছে---
-
Connector বলতে কি বোঝায়
- Connector বা linker এর নিয়ম
- Connectors এর ব্যবহার
- Connector করার সহজ নিয়ম
- Connector এর প্রকারভেদ
Connector কাকে বলে Connector বা Linker বলতে কি বোঝায়ঃ
ইংরেজি connect শব্দের বাংলা আভিধানিক অর্থ সংযোগ করা বা যুক্ত করা। সুতরাং যে যুক্ত করে তাকে connector বলে। সাধারণত sentence বা বাক্যে ব্যবহৃত যে সকল শব্দ বা শব্দ সমষ্টি অর্থাৎ word বা phrase তার পূর্বের বা আগের বাক্যের সাথে সেই বাক্যের সংযোগ স্থাপন করে বা connect স্থাপন করে বা link স্থাপন করে তাকে connector বা সংযোগ স্থাপনকারী শব্দ বা শব্দ সমষ্টি বলে। Connector যেহেতু সংযোগ স্থাপনকারী word বা phrase তাই Connector কে এক ধরণের linker বলা হয়ে থাকে। অন্যদিকে Connecter বা linker এক বাক্যের সাথে অন্য বাক্যের সংযোগ স্থাপন করে বলে connector মূলত এক ধরণের সংযোগ স্থাপনকারী অব্যয় বা conjunction.
Connecter কত প্রকার বা এর প্রকারভেদঃ
Connector মূলত এক ধরণের conjunction বা সংযোজক অব্যয়। ব্যবহারের উপর ভিত্তি করে, Connecter বা linker বা conjunction জাতীয় word বা phrase কে সাধারণত ৩ ভাগে ভাগ করা যেতে পারে, যথা-
- ১. Subordinating connector বা conjunction
- ২. Coordinating connector বা conjunction
- ৩. Correlative connector বা conjunction
[Conjunction সম্পর্কে বিস্তারিত জানতে 1timeschool.com এর conjunction আর্টিকেলটি পড়ুন]
কিছু Connectors বা Linkers:
At firs, firstly, at last, lastly, who, whom, whose, what, where, since, as, when, that, so that, in the first place, in the end, in the same way, in addition to, in the same manner, in conclusion, in order that, in order to, on the other hand, on the contrary, at the beginning, secondly, similarly, third, thirdly, finally, besides, to concluded, next, then, after that, after word, in lieu of, in fine, in short, in brief, instead of, inspite of, despite, for instance, for example, to conclude, to sum up, as for example, therefore, moreover, furthermore, though, although, consequently, nevertheless, such as, as a result, hence, as soon as, as well as, so---that, both---and, not only---but also, no sooner had---than, while, yet, either---or, neither---nor, otherwise, therefore, Till the end, To the last, To a close, as if, as though, as it, yet, long long ago, many day ago, once upon a time, once, in the past, in ancient time, though, although, enough to, By all means, Any how, Any way, In any cost, For, On account of, Due to, Owing to, Because, Because of, wherever, whenever, Whether--or, Whether, That, In order that, Sothat, In order to, whatever, Unfortunately, Unluckily, Unexpectedly, Whoever.
গুরুত্বপূর্ণ Connector বা linker সমূহের অর্থঃ
Connectors | বাংলা অর্থ |
---|---|
|
|
Connector এর নিয়ম বা Connector এর ব্যবহারঃ
Connector করার নিয়ম ও ব্যবহার সম্পর্কে জানতে গেলে সর্বপ্রথম প্রতিটি connector এর ব্যবহার যোগ্য অর্থ জানা আবশ্যক। আশা করি উপরের তালিকা থেকে connectors গুলোর অর্থ মোটা মুটি আয়ত্ত করতে পেরেছি। নিম্নে কিছু গুরুত্বপূর্ণ connectors এর নিয়ম ও ব্যবহার সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হল-
- Connector হিসেবে Unfortunately বা Unluckily বা Unexpectedly এর ব্যবহারঃ
Unfortunately বা Unluckily বা Unexpectedly অর্থ দুর্ভাগ্যক্রমে বা দুর্ভাগ্যবশত। সাধারণত ভালো কিছু আশা করার পরো খারাপ কিছু ঘটলে Unfortunately বা Unluckily বা Unexpectedly শব্দ গুলো connector হিসেবে ব্যবহার করা হয়।
যেমন- সে জয়লাভ করতে চেয়েছিল দুর্ভাগ্যবশত সে সফল হতে পারে নি=He wants to win, unfortunately he can not be success.
- Connector হিসেবে In order to এর ব্যবহারঃ
সাধারণত কোনো কিছু করার উদ্দেশ্যে কিছু করা অর্থে in order to ব্যবহার করা হয়।
যেমন- সে পরীক্ষায় ভালো ফল করার উদ্দেশ্যে বেশি করে পড়ে=He reads more in order to make a good result.
- Connector হিসেবে In order that বা sothat এর ব্যবহারঃ
সাধারণত complex sentence এ বাক্যের দুটি অংশের মাঝে sothat বা in order that ব্যবহার করা হয়। Sothat বা in order that অর্থ যাতে। দুটি কাজের একটি করার কারণে অন্যটি করা হয় বোঝাতে in order that বা sothat ব্যবহার করা হয়।
যেমন- সে বেশি করে পড়ে যাতে পরীক্ষায় ভালো ফল করতে পারে=He reads more sothat he can make a good result.
- Connector হিসেবে That এর ব্যবহারঃ
That অর্থ ঐটা বা সেটা বা যে বা যা বা যেটা।
যেমন- যে আমাকে বলেছিল যে সে স্কুলে গিয়েছিল=He told me that he went to school.
- Connector হিসেবে Whether বা Whether--or এর ব্যবহারঃ
হবে কি হবে না, করবো কি করবো না, যাবো কি যাবো না এমন অনিশ্চয়তা বোঝাতে Whether বা Whether--or ব্যবহার করা হয়ে থাকে।
যেমন- আমি জানি না যে সে খাবে কি খাবে না=I do not know whether he eat or do not eat.
- Connector হিসেবে Whatever এর ব্যবহারঃ
Whatever অর্থ যা কিছু। সাধারণত যা কিছু চাওয়া হোক না কেন, যা কিছু আশা করা হোক না কেন অর্থে whatever ব্যবহার করা হয়ে থাকে।
যেমন- তুমি যাকিছুই তুমি আশাকর না কেন, সে আসবে না=Whatever you hope, he will not come.
- Connector হিসেবে Whenever এর ব্যবহারঃ
Whenever অর্থ যে কোন সময় বা যখনি হোক না কেন। অনির্দিষ্ট সময় বোঝাতে whenever ব্যবহার করা হয়ে থাকে।
যেমন- যখনি তুমি আমাকে ডাকবে, আমি ফিরে আসবো=Whenever you call me, I will come back.
- Connector হিসেবে Whoever এর ব্যবহারঃ
Whoever অর্থ যে কেও হোক বা যে কেও হোক না কেন। সাধারণত অনির্দিষ্ট কোনো ব্যক্তি বোঝাতে whoever এর ব্যবহার করা হয়ে থাকে।
যেমন-সে যে কেও হোক না কেন, আমি তাকে পছন্দ করি না=Whoever he is, I do not like him.
- Connector হিসেবে Wherever এর ব্যবহারঃ
Wherever অর্থ যে কোনো যায়গায় বা যেখানেই হোক। সাধারণত সর্বস্থানে বোঝাতে wherever ব্যবহার করা হয়।
যেমন- তুমি যেখানেই যাও, আমাকে তুমি পাবে না=wherever you go, you will not get me.
- Connector হিসেবে Since বা As বা When বা For বা On account of বা Due to বা Owing to বা Because বা Because of এর ব্যবহারঃ
Since বা As বা When বা For বা On account of বা Due to বা Owing to বা Because বা Because of সাধারণত কারণে বা জন্যে বা যেহেতু বা সেহেতু অর্থে ব্যবহার করা হয়। একটি কাজের কারণে অন্য একটি কাজ সংঘটিত হয় বোঝাতে এগুলো connectors ব্যবহার করা যায়।
যেমন- তার দারিদ্রতার কারণে সে বেশি খেতে পারে না=Because of his being poor, he can not eat more.
- Connector হিসেবে By all means বা Any how বা Any way বা In any cost এর ব্যবহারঃ
By all means বা any how বা any way বা in any cost সাধারণত যে কোনো প্রকারে বা যে কোনো উপায়ে অর্থে ব্যবহার করা হয়। কোনো কাজ যে কোনো উপায়ে সার্বিক ভাবে করা অর্থে এই connectors বা linkers গুলো ব্যবহার করা হয়।
যেমন- যে কোন উপায়ে তুমি অবশ্যই কাজটি করবে=You must do the work any how.
- Connector হিসেবে Though বা Although এর ব্যবহারঃ
Though বা although অর্থ যদিও। একটি কাজ হওয়ার ফলে অন্য একটি কাজ হওয়ার কথা কিন্তু তা না হয়ে বিপরীত কিছু ঘটলে though বা although ব্যবহার করা হয়।
যেমন- যদিও সে গরীব তবুও সে সৎ=Though he is poor, he is honest.
- Connector হিসেবে In spite of বা Despite এর ব্যবহারঃ
In spite of বা Despite অর্থ 'সত্ত্বেও'। সাধারণত একটি কাজ সংঘটিত হওয়ার ফলে অন্য একটি কাজ হওয়ার কথা কিন্তু হয় নি বরং বিপরীত কিছু হয়েছে, এমন অর্থে inspite of বা despite ব্যবহার করা হয়। inspite of এর পর verb এর সাথে ing যোগ করতে হয় তবে despite এর পর যোগ করার প্রয়োজন হয় না।
যেমন- সে গরীব হওয়া সত্ত্বেও সৎ= Inspite of his being poor, he is honest.
- Connector হিসেবে As if বা As though বা As it এর ব্যবহারঃ
As if বা As though অর্থ "যেন" আর As it অর্থ "যেন ইহা"। সাধারণত অবাস্তব কল্পনা বা বাস্তব নয় এমন কল্পনার সাথে কোনো কিছুর তুলনা বোঝাতে as if/as though/as it ব্যবহার করা হয়। As if/as though এর পর যে subject বসে তার পর verb হিসেবে was/were বসে এবং subject যদি একজন ব্যক্তি বা বস্তু হয় তখন were আর বেশি হলে was বসাতে হয়। অবাস্তব কল্পনা অর্থে এমন উল্টা বসাতে হয়। অন্য দিকে as it এর বেলায় it এর পরপরি were বসাতে হয়।
যেমন- সে এমন ভাবে কথা বলছে যেন সে একজন রাজা=He speaks as if he were a king.
- Connector হিসেবে Till the end বা To the last বা To a close এর ব্যবহারঃ
কোনো কাজের সাথে কিছুকে প্রথম থেকে যুক্ত করে শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করা অর্থে till the end, to the last, to a close ব্যবহার করা হয়।
যেমন- শেষ না হওয়া পর্যন্ত সে পরীক্ষায় উপস্থিত ছিল =He was present in the exam till the end.
- Connector হিসেবে Yet এর ব্যবহারঃ
Yet অর্থ 'তখনো' বা 'এর পরেও' । সাধারণত কোনো কাজ সংঘটিত হওয়ার ফলে অন্য আরেকটি কাজ সংঘটিত হওয়া ঠিক নয় তার পরেও সংঘটিত হয়েছে এমন অর্থে yet ব্যবহার করা হয়।
যেমন- সে এক জন ছাত্র, এর পরেও সে স্কুলে যাই না=He is a student, yet he do not go to school.
- Connector হিসেবে Long long ago বা Many day ago বা Once upon a time বা Once বা In the past বা In ancient time এর ব্যবহারঃ
সাধারণত অতীতে কিছু ঘটেছিল বা বহু বছর আগে কিছু ঘটেছিল এমন ঘটনার বর্ণনা দিতে long long ago বা many day ago বা once upon a time বা once বা in the past বা in ancient time এর ব্যবহার করা হয়।
যেমন- কোনো এক সময়ে, এক গ্রামে একজন বৃদ্ধ কৃষক বাস করতো=Once upon a time, there lived a old farmer in the village.
- Connector হিসেবে Enough to এর ব্যবহারঃ
Enough to সাধারণত অসামর্থ্য বা যথেষ্ট প্রকাশ করতে ব্যবহার করা হয়।
যেমন- এটি বই গুলো বহন করার মত এত শক্ত সামর্থ নয়=It is not so strong enough to load the books.
- Connector হিসেবে Not only--but also এর ব্যবহারঃ
Not only--but also শুধু এই নয় আরো আছে অর্থে ব্যবহার করা হয়।
যেমন- শুধু রহিম নয় করিমো কাজটি পারে=Not only Rahim but also Karim can do the work.
- Connector হিসেবে Either--or এর ব্যবহারঃ
Either--or অর্থ এইটি অথবা সেইটি অর্থে either--or ব্যবহার করা হয়।
যেমন-হয় সে অথবা তুমি কাজটি করবে=Either he or you will do the work.
- Connector হিসেবে Neither --nor এর ব্যবহারঃ
এটাও নয় আবার ওটাও নয় অর্থে neither--nor ব্যবহার করা হয়।
যেমন- না তুমি না সে ভালো=Neither you nor he is good.
- Connector হিসেবে Lest এর ব্যবহারঃ
Lest সাধারণত পাছে ভয় হয় এমন অর্থে ব্যবহার করা হয়।
যেমন- দ্রুত দৌড়াও, নইলে পাছে ট্রেনটি মিস করে ফেলবে=Run first, lest you should miss the train.
- Connector হিসেবে Thus বা In this way এর ব্যবহারঃ
Thus বা In this way অর্থ এভাবে বা একই ভাবে। সাধারণত কোনো কাজ ধারাবাহিক ভাবে ঘটার পর একি ভাবে আরেকটি ঘটনা ঘটলে Thus বা In this way ব্যবহার করা হয়।
যেমন- সে একজন খারপ ছেলে, সে নিয়মিত স্কুলে যাই না, একই ভাবে সে সত্য কথা বলে না=He is a bad boy, he does not go to school. in this way he does not speak the truth.
- Connector হিসেবে Of course বা Really বা Actually বা Indeed বা In fact এর ব্যবহারঃ
Of course বা Really বা Actually বা Indeed বা In fact অর্থ প্রকৃত পক্ষে। প্রকৃত পক্ষে কিছু ঘটে বা ঘটেছে বোঝাতে এসকল শব্দ ব্যবহার করা হয়।
যেমন- সে পরীক্ষায় পাশ করে নি, প্রকৃত পক্ষে সে বেশি পড়ে না=He do not pass in the exam, actually he do not read more.
- Connector হিসেবে The other বা Another বা The latter এর ব্যবহারঃ
The other বা Another বা The latter অর্থ অন্যটি বা পরেরটি। একটার পর আরেকটা বোঝাতে The other বা Another বা The latter ব্যবহার করা যায়।
যেমন- রহিম এবং করিম উভয়ি ছাত্র। কিন্তু পরের জন একজন ভালো ক্রিকেটার=Both Rahim and Karim are students. But the latter is a good cricketer.
- Connector হিসেবে Rather--than এর ব্যবহারঃ
Rather অর্থ বরং আর than অর্থ থেকে বা চেয়ে। এটা করার চেয়ে বরং এটা করবো এমন অর্থ প্রকাশ করতে rather--than ব্যবহার করা হয়।
যেমন-আমি বরং মরবো তবু ভিক্ষা করবো না=I will reather die than begg.
- Connector হিসেবে As like as বা Alike বা Similarly বা In the same way এর ব্যবহারঃ
As like as বা Alike বা Similarly বা In the same way অর্থ একই ভাবে বা একি রকম। একটি কাজের মতো একি ভাবে অন্য আরেকটি কাজ সংঘটিত হলে এসকল Connectors ব্যবহার করা যায়।
যেমন- সে তার ভাইয়ের মতই কাজটি করেছিল=He did the work similarly his brother.
- Connector হিসেবে According to বা Accordingly বা In accordance with এর ব্যবহারঃ
According to বা accordingly বা in accordance with সাধারণত কোনো কিছু অনুযায়ী বা অনুসারে কিছু ঘটে এমন অর্থে ব্যবহার করা হয়।
যেমন- সে আমার নির্দেশ অনুযায়ী কাজটি শেষ করেছিল=He finished the work according to my order.
- Connector হিসেবে Even now বা Till now বা Still এর ব্যবহারঃ
Even now বা Till now বা Even অর্থ এখনো পর্যন্ত বা এখনো। সাধারণত কোনো কাজ শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে বোঝাতে Even now বা Till now বা Still ব্যবহার করা হয়ে থাকে।
যেমন- আমি তাকে বাড়ি আসতে বলেছিলাম, এখনো পর্যন্ত সে বাড়ি আসে নি=I told him to come home, even now he do not come.
- Connector হিসেবে Till বা Untill এর ব্যবহারঃ
Till বা Untill অর্থ যতক্ষণ পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত না। সাধারণত অপেক্ষমাণ সময় অর্থে Till বা Untill ব্যবহার করা হয়ে থাকে।
যেমন- এখানে অপেক্ষা করুন, যতক্ষণ পর্যন্ত না আমি ফিরে আসি=Wait here, Untill I come back.
- Connector হিসেবে If বা even if এর ব্যবহারঃ
If অর্থ যদি এবং even if অর্থ এমন কি যদি। সাধারণত একটি কাজ করলে অপর কাজটি হবে বা হয় এমন হ্যা বোধক শর্তযুক্ত বাক্যে if বা even if ব্যবহার করা হয়।
যেমন- যদি তুমি বেশি করে পড় তবে তুমি পরীক্ষায় পাশ করবে=If you read more, you will pass in the exam.
- Connector হিসেবে If--not বা Unless এর ব্যবহারঃ
If--not বা Unless অর্থ যদি না। একটি না করলে অপারটি হয় না এমন শর্ত যুক্ত না বোধক অর্থে If--not বা Unless ব্যবহার করা হয়।
যেমন- যদি তুমি বেশি করে না পড়ো তবে তুমি পরীক্ষায় পাশ করতে পারবে না= If you do not read more, you will not pass in the exam.
- Connector হিসেবে Surely বা of course বা no doubt বা Undoubtedly এর ব্যবহারঃ
Surely বা of course বা no doubt বা Undoubtedly সাধারণত কোনোকিছু নিশ্চিন্ত ভাবে করা হবে এমন বোঝাতে ব্যবহার করা হয়।
যেমন-অবশ্যই আমি সেখানে যাবো=Of course I will go there.
- Connector হিসেবে Above all এর ব্যবহারঃ
Above all অর্থ সর্বোপরি বা সব কিছু বিবেচনা পূর্বক। সাধারণত সবকিছু বিবেচনা করে কিছু দেখা যায় বা বোঝা যায় এমন অর্থ প্রকাশ করতে Above all ব্যবহার করা হয়।
যেমন-সর্বপরি, সে একজন ভালো ছাত্র=Above all, he is a good student.
- Connector হিসেবে All on a sudden বা Suddenly এর ব্যবহারঃ
All on a sudden বা Suddenly অর্থ হঠাৎ। কিছু হঠাৎ করে ঘটে গেলে All on a sudden বা Suddenly ব্যবহার করা যায়।
যেমন- আমরা ভাত খাচ্ছিলাম, হঠাৎ সে উঠে দাঁড়িয়েছিল=We were eating rice, suddenly he stood up.
নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।
আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon