সোমবার

দস্তুরি কি বা কাকে বলে

দস্তুরি হিসাব কি ও এর প্রকারভেদ 


এখানে যা থাকছে---

  • দস্তুরি কি বা কাকে বলে
  • দস্তুরি কত প্রকার
  • প্রাপ্ত দস্তুরি কি
  • প্রদত্ত দস্তুরি কাকে বলে

দস্তুরি কি বা কাকে বলে, দস্তুরি কত প্রকার, প্রাপ্ত দস্তুরি কি, প্রদত্ত দস্তুরি কাকে বলে
দস্তুরি কি বা কাকে বলে

দস্তুরি বা দস্তুরী সম্পর্কে জানার আগে যা জানা প্রয়োজনঃ

  • কমিশন - কমিশন বা ইংরেজি Commission অর্থ ছাড়। কোনো কাজ করার বিনিময়ে যে পরিমাণ ছাড় পাওয়া যায় বা ছাড় দেওয়া হয় তাকে কমিশন বলে। পন্য ক্রয়ের ক্ষেত্রে ক্রয়কৃত পন্যের উপর যে পরিমাণ ছাড় পাওয়া যায় তাকে প্রাপ্ত কমিশন বলে। অপার দিকে পন্য বিক্রয়ের ক্ষেত্রে পন্যের নির্ধারিত মূল্যের চেয়ে যে পরিমাণ ছাড় দেওয়া হয় তাকে প্রদত্ত কমিশন বলে। পন্য ক্রয় বিক্রয়ের ও পদ্ধতিকে প্রাপ্ত কারবারি বাট্টা ও প্রদত্ত কারবারি বাট্টা বলা যেতে পারে। তবে কারবারি বাট্টার সাথে কমিশনের কিছুটা পার্থক্য রয়েছে। কমিশন হলো কোনো বিশেষ শর্তে পন্য ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে ছাড় পাওয়া বা ছাড় দেওয়া। কমিশনের ক্ষেত্রে শুধু ক্রেতা বা বিক্রেতার মাঝে পন্যের নির্ধারিত মূল্যের উপর ছাড় পাওয়া বা ছাড় দেওয়ার ব্যপারটি সীমাবদ্ধ থাকে না। ক্রেতা বিক্রেতার বাইরে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা দালাল অন্তর্ভুক্ত থাকতে পারে। যদি কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা দালাল ক্রেতাকে পন্য ক্রয়ে উৎসাহ প্রদান করে বিক্রেতার পন্য বিক্রয় করিয়ে দেয় এবং এর বিনিময়ে বিক্রেতা সেই ব্যক্তি, প্রতিষ্ঠান বা দালাল কে পন্যের বিক্রিত মূল্য থেকে কিছু অর্থ প্রদান করে তবে তাকে কমিশন বলে।
  • দালাল ও দালালি - ইংরেজি Broker অর্থ দালাল এবং Brokerage অর্থ দালালি। যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান দালালি করেন তাদের দালাল বা ব্রকার বলে। আমরা যদি গরু বা ছাগল বা পশু হাটের দিকে খেয়াল করি তবে দেখতে পাবো এই হাটে কিছু লোক থাকে যারা নির্দিষ্ট অর্থের বিনিময়ে ক্রেতা ও বিক্রেতাকে পন্য ক্রয় বিক্রয়ে সহায়তা করে। এদের দালাল বলে। ধরুন আপনি ৫০০০ টাকর চেয়ে বেশি মূল্যে একটি ছাগল বিক্রয় করতে চান। ছাগলটি বেশি মূল্যে বিক্রয় করার জন্য আপনি একজন লোক সেট বা ঠিক করলেন এই শর্তে যে, যদি সে ৫০০০ টাকার চেয়ে বেশি মূল্যে ছাগলটি বিক্রয় করে দিতে পারে তবে ৫০০০ টাকার উপরে যত পরিমাণ বেশি মূল্যে ছাগলটি বিক্রয় করবে তার অর্ধেক টাকা সে পাবে। লোকটি বিক্রেতাদের আপনার ছাগল সম্পর্কে নানা ভাবে আকৃষ্ট করে ছাগলটি ক্রয় করতে উৎসাহ প্রদান করলো এবং ছাগলটি অবশেষে ৭০০০ টাকায় বিক্রয় করিয়ে দিলো। শর্ত মতে ছাগলটি ৫০০০ টাকার চেয়ে ২০০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করিয়ে দেওয়ায়, বেশি মূল্যের অর্ধেক অর্থাৎ ১০০০ টাকা দালাল আয় করলো। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা দালালের এমন কর্মকাণ্ড কে দালালি বলে। বিক্রেতার মতো ক্রেতাও দালাল ধরে পশু বা যে কোনো পন্য ক্রয় করতে পারে। যেমন ঠকে যাওয়া যা লস যাতে না হয় সেই ভয়ে একজন ক্রেতা একজন দালাল ঠিক করলো। শর্ত থাকলো যে দালাল যদি দালালি করে ১০ কেজি মাংস হবে এমন ওজনের একটি ছাগল ৮০০০ টাকায় ক্রয় না করে যত কম মূল্যে ক্রয় করে দেবে সেই মূল্যের অর্ধেক সে পাবে। দালাল ১০ কেজি মাংসের একটি ছাগল বিক্রেতাকে বুঝিয়ে সুঝিয়ে বিক্রেতার নিকট থেকে ৭০০০ টাকায় ক্রয় করিয়ে দিলো। শর্ত মতে সে ১০০০ টাকা কম মূল্যে ক্রয় করে দেওয়ায় এর অর্ধেক ৫০০ টাকা আয় করলো। অর্থাৎ দালাল হলো সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান যে ক্রেতা ও বিক্রেতাকে পন্য ক্রয় করিয়ে অথবা বিক্রয় করিয়ে পন্যের উপর কমিশন গ্রহণ করে। দালালের পন্য ক্রয় বিক্রয় করাতে যে সকল কৌশল গ্রহণ করতে হয় তাকে দালালের দালালি বলে। মনে রাখতে হবে, দালালের মাধ্যমে পন্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, ক্রেতা বা বিক্রেতা সকল ক্ষেত্রে দালাল কে কমিশন প্রদান করে আর দালাল সকল ক্ষেত্রে ক্রেতা (Buyer) বা বিক্রেতার (Seller) নিকট থেকে কমিশন গ্রহণ করে।



দস্তুরি কি বা কাকে বলেঃ

ইংরেজি Discount বা Commission শব্দের বাংলা আভিধানিক অর্থ ছাড়, কমিশন বা দস্তুরি। অর্থাৎ পন্য ক্রয় বা বিক্রয় করিয়ে পন্যের উপর যে পরিমাণ ছাড় বা কমিশন পাওয়া যায় বা কমিশন দেওয়া হয় তাকে দস্তুরি বলে। অর্থাৎ আমরা যদি দালালির কাজ করে বিক্রেতার পন্য বিক্রয় করিয়ে দিই অথবা দালালি করে ক্রেতাকে তার চাহিদা মতো পন্য ক্রয় করিয়ে দিই এবং এর বিনিময়ে পন্যের উপর যে পরিমাণ ছাড়, কমিশন বা অর্থ ক্রেতা বা বিক্রেতার নিকট থেকে গ্রহণ করি তাকে কমিশন বা দস্তুরি বলে। অর্থাৎ কমিশনের অপর নাম দস্তুরি। অপর দিকে আমরা যদি ক্রেতা অথবা বিক্রেতা হই এবং সহজে পন্য ক্রয় বা বিক্রয় করতে দালাল গ্রহণ করি তবে দালাল কে যে পরিমাণ অর্থ প্রদান করি সেই পরিমাণ অর্থ কে দস্তুরি বা কমিশন বলে। মূলত আমরা যখন দালালি করে পন্য বা সেবা ক্রয় বা বিক্রয় করিয়ে দিই তখন দস্তুরি পাই এবং যখন নিজেরা পন্য বা সেবা দালালের মাধ্যমে বিক্রয় বা ক্রয় করি তখন দালাল কে দস্তুরি প্রদান করি।



দস্তুরির প্রকার ভেদঃ

দস্তুরি সাধারণত ২ প্রকার, যথা-

  • ১. প্রাপ্ত দস্তুরি বা প্রাপ্ত কমিশন
  • ২. প্রদত্ত দস্তুরি বা প্রদত্ত কমিশন


দালালি করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো পন্য বা সেবা ক্রয় বা বিক্রয় করিয়ে দিয়ে কমিশন বা ছাড় পাওয়া গেলে তাকে প্রাপ্ত কমিশন বা প্রাপ্ত দস্তুরি বলে। প্রাপ্ত দস্তুরি এক ধরনের আয়।

দস্তুরি কি বা কাকে বলে, দস্তুরি কত প্রকার, প্রাপ্ত দস্তুরি কি, প্রদত্ত দস্তুরি কাকে বলে
দস্তুরি বা কমিশন বা ছাড়

অপার দিকে, সহজে বা বেশি পরিমাণে বা দ্রুত পন্য ক্রয় বা বিক্রয় করতে গিয়ে দালাল কে যে পরিমাণ অর্থ ছাড় দেওয়া হয় তাকে প্রদত্ত কমিশন বা প্রদত্ত দস্তুরি বলে।



প্রাপ্ত দস্তুরি হিসাবের বইতে অন্তর্ভুক্তির নিয়মঃ

প্রাপ্ত দস্তুরি প্রতিষ্ঠানের এক ধরনের আয়। প্রাপ্ত দস্তুরি আয় হওয়ায় এর খতিয়ান উদৃত্ত বা ব্যালেন্স সর্বদা ক্রেডিট হয় এবং রেওয়ামিলের ক্রেডিট পাশে লিপিবদ্ধ হয়। চুড়ান্ত হিসাবে বা আর্থিক বিবরণীতে প্রাপ্ত দস্তুরি পরিচালন আয় হিসাবে আয় বিবরণীতে বা লাভ-লোকসান হিসাবে লিপিবদ্ধ হয়। সল্প মেয়াদে নির্দিষ্ট বছরে প্রাপ্ত দস্তুরি থেকে আয় সংঘটিত হয় বলে একে মুনাফা জাতীয় আয় বলে।



প্রদত্ত দস্তুরি হিসাবের বইতে অন্তর্ভুক্তির নিয়মঃ

প্রাপ্ত দস্তুরি প্রতিষ্ঠানের এক ধরনের ব্যয় বা খরচ। প্রদত্ত দস্তুরি ব্যয় বা খরচ হওয়ায় এর খতিয়ান উদৃত্ত বা ব্যালেন্স সর্বদা ডেবিট হয়ে থাকে এবং প্রদত্ত দস্তুরি হিসাব রেওয়ামিলের ডেবিট পাশে লিপিবদ্ধ হয়। চুড়ান্ত হিসাবে বা আর্থিক বিবরণীতে প্রদত্ত দস্তুরি পরিচালন ব্যয় হিসাবে আয় বিবরণীতে বা লাভ-লোকসান হিসাবে লিপিবদ্ধ হয়। সল্প মেয়াদে নির্দিষ্ট বছরে প্রদত্ত দস্তুরি থেকে ব্যয় বা খরচ সংঘটিত হয় বলে একে মুনাফা জাতীয় ব্যয় বলে।



দস্তুরি সম্পর্কিত কিছু লেনদেন ও জাবেদাঃ

  • ১. দাস্তুরি বাবদ ৫০০/- পাওয়া গেল।

নগদান হিসাব- ডেবিট -৫০০/- (সম্পদ বৃদ্ধি)

প্রাপ্ত কমিশন বা প্রাপ্ত দাস্তুরি হিসাব - ক্রেডিট -৫০০/- (আয় বৃদ্ধি)


  • ২. দাস্তুরি বাবদ ৫০০/- প্রদান করা হল।

প্রদত্ত কমিশন বা প্রদত্ত দাস্তুরি হিসাব - ডেবিট -৫০০/- (ব্যয় বৃদ্ধি)

নগদান হিসাব- ক্রেডিট -৫০০/- (সম্পদ হ্রাস)


  • ৩. দাস্তুরি বাবদ আয় ৫০০/-।

নগদান হিসাব- ডেবিট -৫০০/- (সম্পদ বৃদ্ধি)

প্রাপ্ত কমিশন বা প্রাপ্ত দাস্তুরি হিসাব - ক্রেডিট -৫০০/- (আয় বৃদ্ধি)


  • ৪. দাস্তুরি খরচ ৫০০/-।

প্রদত্ত কমিশন বা প্রদত্ত দাস্তুরি হিসাব - ডেবিট -৫০০/- (ব্যয় বৃদ্ধি)

নগদান হিসাব- ক্রেডিট -৫০০/- (সম্পদ হ্রাস)


  • ৫. দাস্তুরি বাবদ ৫০০/- এখনো প্রদান করা হয় নি।

প্রদত্ত দাস্তুরি হিসাব - ডেবিট -৫০০/- (ব্যয় বৃদ্ধি)

বকেয়া প্রদত্ত দস্তুরি হিসাব - ক্রেডিট -৫০০/- (দায় বৃদ্ধি)


  • ৬. দাস্তুরি বাবদ ৫০০/- এখনো পাওয়া যায় নি।

বকেয়া প্রাপ্ত দাস্তুরি হিসাব - ডেবিট -৫০০/- (সম্পদ বৃদ্ধি)

প্রাপ্ত দস্তুরি হিসাব - ক্রেডিট -৫০০/- (আয় বৃদ্ধি)



উপরোক্ত আলোচনা থেকে এটা প্রতিয়মান যে দস্তুরি বলতে কমিশন বোঝায়। ডেবিট দস্তুরি ব্যয় এবং ক্রেডিট দস্তুরি আয়। পন্য ক্রয় বিক্রয় থেকে দস্তুরি হিসাবের উৎপত্তি ঘটেছে। যে ব্যক্তি বা প্রতিষ্ঠান দস্তুরি গ্রহণ করে তাদের দালাল বা Broker বলে।



হিসাববিজ্ঞান সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে নিচের বক্সে কমেন্ট করুন।

নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।

আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon