Adverb কাকে বলে, চেনার উপায়, প্রকারভেদ ও ব্যবহার
এখানে যা থাকছে---
- Adverb কাকে বলে
- Adverb চেনার উপায়
- Adverb এর প্রকারভেদ
- Adverb এর অবস্থান
- Adverb কোথায় বসে
- Adverb এর ব্যবহার ও তালিকা
Adverb এর ব্যবহার ও প্রকারভেদ |
Adverb কি তা জানার আগে যা জানা প্রয়োজনঃ
Adverb কি বা কাকে বলে বা adverb এর সংজ্ঞা, ব্যবহার ও adverb চেনার উপায় সম্পর্কে জানার আগে নিচের বিষয় গুলো ভালো করে জেনে নিই-
- Modify বলতে কি বোঝায়- ইংরেজি modify শব্দের বাংলা আভিধানিক অর্থ বিশেষায়িত করা। বিশেষায়িত বলতে কাওকে আকর্ষণ করা, কারো মানের পরিবর্তন করা বা কারো অর্থের পরিবর্তন করা বা কারো পরিমাপ করা বা কাওকে অন্য রূপে রূপান্তর করা বোঝায়। অর্থাৎ একজন অন্যজন কে টান দেওয়া বা আকর্ষণ করা বা একজনের মানের পরিবর্তনের ফলে অন্য জনের মানের পরিবর্তন করা কে Modify করা বা বিশেষত্ব করা বলে।
- Modifier বলতে কি বোঝায় - যে Modify করে বা অন্যের অর্থ কে পরিবর্তন করে তাকে modifier বলে। অর্থাৎ যে শব্দ অন্য শব্দের অর্থের পরিবর্তন করে সেই শব্দ কে Modifier বলে। [Modifier এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন>>>]
- Parts-of-speech কি- ইংরেজী বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থ বোধক শব্দ কে পদ বা parts-of-speech বলে। ইংরেজিতে parts-of-speech কে Noun, Pronoun, Adjective, Verb, Adverb, Preposition, Conjunction, Interjection এই ৮ ভাগে ভাগ করা হয়। [Parts-of-speech সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন>>>]
- Noun কি- যে সকল শব্দ বা word দ্বারা কোনো কিছুর নাম বোঝায় সেই সকল শব্দ বা word কে noun বলে, যেমন- Rodela বা রোদেলা।
- Pronoun কি- যে সকল শব্দ বা word কোনো নাম বা noun এর পরিবর্তে বসে তাকে pronoun বা সর্বনাম বলে, যেমন- he বা সে।
Adverb কাকে বলে এর সংজ্ঞাঃ
বাক্যে ব্যবহৃত যে সকল শব্দ Noun ও Pronoun বাদে বাক্যে থাকা অন্য যে কোনো শব্দ বা পদ বা parts-of-speech এর অর্থের বা মানের পরিবর্তন করতে পারে অর্থাৎ modify করতে পারে সে সকল শব্দ বা word বা পদ কে Adverb বা বিশেষণের বিশেষণ বা ক্রিয়া বিশেষণ বলে।
'রোদেলা ভালো মেয়ে', বাক্যে 'ভালো' শব্দটি বিশেষণ বা adjective। এই adjective এর আগে 'খুব' শব্দ বা পদ টি বসালে বাক্যটি হবে, 'রোদেলা খুব ভালো মেয়ে'। এখানে 'ভালো' শব্দটির আগে 'খুব' শব্দটি বসানোর ফলে 'ভালো' শব্দটি কতো পরিমাণ ভালো সেটা বোঝা যাচ্ছে। অর্থাৎ 'ভালো' পদ বা শব্দটি কে 'খুব' শব্দ বা পদটি modify করেছে বা পরিবর্তন করেছে। বাক্যে 'ভালো' শব্দ টি একটি adjective বা বিশেষণ এবং একে 'খুব' শব্দটি modify করছে বলে বাক্যে 'খুব' শব্দটি একটি adverb বা বিশেষণের বিশেষণ।
Adverb এর বৈশিষ্ট্যঃ
নিম্নে adverb এর কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হলো-
- ১. Adverb, Adjective কে Modify করতে পারে।
- ২. Adverb, Verb কে Modify করতে পারে।
- ৩. Adverb, Adverb কে Modify করতে পারে।
- ৪. Adverb, Preposition ও conjunction এর সাথে মিলে বাক্যে থাকা অন্যান্য শব্দ কে modify করতে পারে।
- ৫. Adverb কখনো Noun কে Modify করে না।
- ৬. Adverb কখনো Pronoun কে Modify করে না।
- ৭. Noun ও Pronoun কখনো Adverb হতে পারে না।
Adverb এর অবস্থান বা Adverb কোথায় বসেঃ
Adverb এর বৈশিষ্ট্য থেকে এর ব্যবহার ও অবস্থান সম্পর্কে যে ধারনা পাওয়া যায় তা নিম্নরূপ -
- ১. Adverb বাক্যে থাকা Adjective এর আগে বসতে পারে।
- ২. Adverb বাক্যে থাকা Preposition এর আগে ও পরে বসতে পারে।
- ৩. Adverb বাক্যে থাকা Verb এর আগে ও পরে বসতে পারে।
- ৪. Adverb বাক্যে থাকা Adverb এর আগে ও পরে বসতে পারে।
- ৫. Adverb কখনো noun এর আগে বসে না।
- ৬. Adverb কখনো pronoun এর আগে বসে না।
- ৭. Adverb বাক্যে থাকা conjunction এর আগে ও পরে বসতে পারে।
Adverb কত প্রকার ও কি কি এর সংজ্ঞাঃ
ব্যবহারের উপর ভিত্তি করে adverb কে প্রধানত ৩ ভাগে ভাগ করা হয়ে থাকে, যথা-
- ১. Simple adverb বা সাধারণ adverb
- ২. Interrogative adverb বা প্রশ্নবোধক adverb
- ৩. Relative adverb বা সম্পর্ক যুক্ত adverb
উপরোক্ত প্রকার ভেদ ছাড়াও adverb কে আরো একটি ভাগে ভাগ করা যেতে পারে, যথা-
- ৪. Introductory adverb বা পরিচায়ক adverb
নিম্নে এসকল ভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
Simple Adverb কাকে বলে, কত প্রকার ও কি কিঃ
Simple অর্থ সাধারণ। যে সকল সাধারণ শব্দ বা word বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যে থাকা অন্যান্য শব্দ কে প্রভাবিত করে বা modify করে সে সকল শব্দ বা word কে simple adverb বা সাধারণ adverb বলে। Simple adverb কে ৮ টি ভাগে ভাগ করা যেতে পারে, যথা-
- Simlpe Adverb of manner - ইংরেজী manner অর্থ অভ্যাস বা আচারন। বাক্য বা sentence এ ক্রিয়া বা verb কি ভাবে সম্পন্ন হয় তার আচারন বোঝাতে বা নির্দেশ করতে অর্থাৎ modify করতে যে সকল শব্দ ব্যবহার করা হয় তাকে Simple adverb of manner বা Adverb of manner বলে। রোদেলা তাড়াতাড়ি দৌড়ায় বা Rodela runs quickly, এই বাক্যে Runs বা দৌড়ানো একটি verb বা ক্রিয়া। দৌড়ানোর মাত্রা কম না বেশি বোঝাতে quickly বা তাড়াতাড়ি শব্দটি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ quickly শব্দটি বাক্যে থাকা verb বা ক্রিয়া runs কে modify করছে। যেহেতু quickly শব্দটি বাক্যে থাকা ক্রিয়া বা verb কে তার আচারন গত পরিবর্তন করছে সুতারং quickly শব্দটি Simple adverb of manner. বেশিরভাগ ক্ষেত্রে adjective বা বিশেষণ এর শেষে ly যুক্ত হয়ে adverb of manner গঠিত হয়, যেমন- quick+ly=quickly, loud+ly=loudly ইত্যাদি। কিছু গুরুত্বপূর্ণ Adverb of manner যেমন, well, thus, urgently, rightly, fortunately, luckily, posdibly, quickly, carelessly, simply, soundly, softly, correctly, closely, carefully, anxiously, suddenly, slowly, widely, wrongly, naturally, probably, easily, swiftly, sadly, bravely, clearly, eagerly, ইত্যাদি।
- Simple Adverb of time - ইংরেজী time অর্থ সময়। বাক্য বা sentence এ ক্রিয়া বা verb কোন সময়ে সম্পন্ন হয় তা বোঝাতে বা নির্দেশ করতে অর্থাৎ modify করতে যে সকল শব্দ ব্যবহার করা হয় তাকে Simple adverb of time বা Adverb of time বলে। রোদেলা এখন পড়ছে বা Rodela is reading now, এই বাক্যে read বা reading বা পড়া একটি verb বা ক্রিয়া। পড়ার মাত্রা সময় বা time বোঝাতে now বা এখন শব্দটি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ now শব্দটি বাক্যে থাকা verb বা ক্রিয়া read বা reading কে modify করছে। যেহেতু now শব্দটি বাক্যে থাকা ক্রিয়া বা verb কে তার সংঘটিত হওয়ার সময় এখন না কখোন তা নির্দেশ করছে সুতারং now শব্দটি Simple adverb of time. সাধারণত now, before, after, since, then, daily, yesterday, while, already, tomorrow, yesterday, soon, often, immediately, lately, never, ago, seldom, always, daily, today, late, always, early, sometimes, presently ইত্যাদি শব্দ simple adverb of time হিসেবে বেশি ব্যবহার করা হয়।
- Simple Adverb of place - ইংরেজী place অর্থ স্থান বা জায়গা। বাক্য বা sentence এ ক্রিয়া বা verb কোন স্থানে সম্পন্ন হয় তা বোঝাতে বা নির্দেশ করতে অর্থাৎ modify করতে যে সকল শব্দ ব্যবহার করা হয় তাকে Simple adverb of time বা Adverb of time বলে। দয়াকরে এখানে বসুন বা please sit here, এই বাক্যে sit বা বসা একটি verb বা ক্রিয়া। কোথায় বসতে হবে এটা বোঝাতে here বা এখানে শব্দটি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ here শব্দটি বাক্যে থাকা verb বা ক্রিয়া sit কে modify করছে। যেহেতু here শব্দটি বাক্যে থাকা ক্রিয়া বা verb কে তার সংঘটিত হওয়ার স্থান নির্দেশ করছে সুতারং here শব্দটি Simple adverb of place. সাধারণত here, there, above, up, out, in, ahead, near, nearly, overhead, withen, anywhere, everywhere, below, inside, outside, universally locally, inland, abroad, away, nearby, hence, thence, thither, neither, far, outside ইত্যাদি শব্দ গুলো Simple adverb of place হিসেবে বেশি ব্যবহার করা হয়।
- Simlpe Adverb of degree - ইংরেজী degree অর্থ বিশেষণের তুলনা। আবার Adjective এর রূপ কে Degree বলে। বাক্য বা sentence এ বিশেষণ বা adjective কি ভাবে সম্পন্ন হয় এবং এর তারতম্য ও পরিমাপ করতে বা নির্দেশ করতে বা modify করতে যে সকল শব্দ ব্যবহার করা হয় তাকে Simple adverb of degree বা Adverb of degree বলে। রোদেলা একজন খুব ভালো বালিকা বা Rodela is a very good girl, এই বাক্যে good বা ভালো একটি adjective বা বিশেষণ। কেমন ভালো বা good? মুটা মুটি না কি খুব বেশি, এটা বোঝাতে very বা খুব শব্দটি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ very শব্দটি বাক্যে থাকা adjective বা বিশেষণ good কে modify করছে। যেহেতু very শব্দটি বাক্যে থাকা বিশেষণ বা adjective কে তার মাণ বা তুলনাগত পরিবর্তন করছে সুতারং very শব্দটি Simple adverb of degree. সাধারণত much, very, little, fully, almost, less, quite, partly, hardly, as, so, rather, enough, too, wholly, completely, strongly, totally, entirely, deeply, greatly, poorly, how ইত্যাদি শব্দ গুলো Simple advrb of degree হিসেবে বেশি ব্যবহার করা হয়।
- Simple Adverb of number - ইংরেজী number অর্থ সংখ্যা। বাক্য বা sentence এ ক্রিয়া বা verb কি কতবার সম্পন্ন হয় বা কতক্ষণে সম্পন্ন হয় তার গণনা বোঝাতে বা নির্দেশ করতে অর্থাৎ modify করতে যে সকল শব্দ ব্যবহার করা হয় তাকে Simple adverb of number বা Adverb of number বলে। রোদেলা কখনো মিথ্যা বলে না বা Rodela never tells a lie, এই বাক্যে tells বা বলা একটি verb বা ক্রিয়া। মিথ্যা বলার সংখ্যা কতবার, একবার নাকি বহুবার, নাকি কোনো সংখ্যাক বার না বোঝাতে never বা কখনো না শব্দটি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ never শব্দটি বাক্যে থাকা verb বা ক্রিয়া tells কে modify করছে। যেহেতু never শব্দটি বাক্যে থাকা ক্রিয়া বা verb কে তার সংখ্যা গত মান যাচাই করছে সুতারং never শব্দটি Simple adverb of number. সাধারণত once, again, twice, thrice, never, generally, always, usually ইত্যাদি পরিসংখ্যানিক শব্দ গুলো Simple adverb of number হিসেবে বেশি ব্যবহার করা হয়।
- Simple Adverb of cause and effect - ইংরেজী effect অর্থ প্রভাব এবং cause অর্থ কারণ। বাক্য বা sentence এ ক্রিয়া বা verb কি কারণে সম্পন্ন হচ্ছে তার প্রভাব বা ফলাফল বোঝাতে বা নির্দেশ করতে অর্থাৎ modify করতে যে সকল শব্দ ব্যবহার করা হয় তাকে Simple adverb of cause and effect বা Adverb of cause and effect বলে। রোদেলা ভালোবাসতে পারে না কারণ সে ভালোবাসতে জানে না বা Rodela can not love because she do not know about love, এই বাক্যে love বা ভালোবাসা একটি verb বা ক্রিয়া। ভালোবাসতে না পারার কারণ প্রকাশ করতে বাক্যের মাঝে because বা কারণ শব্দটি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ because শব্দটি বাক্যে থাকা verb বা ক্রিয়া love কে modify করছে। যেহেতু because শব্দটি বাক্যে থাকা ক্রিয়া বা verb কে তার কাজ সংঘটিত হওয়ার কারণ কি তা বোঝাচ্ছে সুতারং because শব্দটি Simple adverb of cause and effect. অন্য ভাবেও আমরা বাক্যে থাকা simple adverb of cause and effect চিনতে পারি, বাক্যে থাকা verb কে কি বা what এবং কেন বা why দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে simple adverb of cause and effect বলে। উদাহরণের বাক্যে verb ছিল love বা ভালোবাসা, একে যদি প্রশ্ন করা হয় যে, রোদেলা কেন ভালো বাসতে পারে না? তবে উত্তর পাওয়া যাবে, কারণ সে ভালোবাসতে জানে না, এখানে উত্তরের শুরুতে কারণ শব্দটি এসেছে এবং এর ইংরেজি because, তাই because শব্দটি simple adverb of cause and effect. সাধারণত because, so, so that, as, therefore, as, yet, hence, accordingly, become wherefore ইত্যাদি শব্দ গুলো বেশিরভাগ ক্ষেত্রে simple adverb of cause and effect হিসেবে বাক্যে ব্যবহার করা হয়।
- Simple Adverb of assertion - ইংরেজী assertion অর্থ কথা বা বিবৃতি। বাক্য বা sentence এ ক্রিয়া বা verb সম্পন্ন হওয়ার কারণ যখন হ্যা বা না অর্থাৎ yes বা no শব্দ দিয়ে পাওয়া যায় তখন তা বাক্যে থাকা verb কে নির্দেশ করে অর্থাৎ modify করে এবং এ সকল শব্দ কে Simple adverb of assertion বা Adverb of assertion বলে। হ্যা, রোদেলা এখন পড়ছে বা Yes, Rodela is reading now, এই বাক্যে read বা reading বা পড়া একটি verb বা ক্রিয়া। পড়ার কারণ yes বা হ্যা দ্বারা বোঝানো হয়েছে। অর্থাৎ yes শব্দটি বাক্যে থাকা verb বা ক্রিয়া read বা reading কে modify করছে। যেহেতু yes শব্দটি বাক্যে থাকা ক্রিয়া বা verb কে তার সংঘটিত হওয়ার কারণ হ্যা শব্দ দিয়ে প্রকাশ করা হয়েছে সুতারং yes শব্দটি Simple adverb of assertion. সাধারণত yes, no, not, never, really, truly, surely, probably, actually, at all, possibly, perhaps certainly, indeed ইত্যাদি শব্দ simple adverb of assertion হিসেবে বেশি ব্যবহার করা হয়।
- Simple Adverb of order - ইংরেজী order অর্থ নির্দেশ। বাক্য বা sentence এ ক্রিয়া বা verb পর্যায়ক্রমে বা একের পর এক সম্পন্ন হওয়ার নির্দেশ প্রদান করতে অর্থাৎ modify করতে যে সকল শব্দ ব্যবহার করা হয় তাকে Simple adverb of order বা Adverb of order বলে। সর্বপ্রথম আমার ভালোবাসা নিও বা At first, take my love, এই বাক্যে take বা নেওয়া একটি verb বা ক্রিয়া। ভালোবাসা নেওয়ার সময় বা পর্যায় বোঝাতে first বা সর্বপ্রথম শব্দটি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ first শব্দটি বাক্যে থাকা verb বা ক্রিয়া take কে modify করছে। যেহেতু first শব্দটি বাক্যে থাকা ক্রিয়া বা verb কে তার সংঘটিত হওয়ার পর্যায় বা ক্রম নির্দেশ করছে সুতারং first শব্দটি Simple adverb of order. সাধারণত first, second, third, firstly, secondly, thirdly, last, lastly ইত্যাদি শব্দ simple adverb of order হিসেবে বেশি ব্যবহার করা হয়।
Interrogative adverb কাকে বলেঃ
যে সকল শব্দ কোনো প্রশ্ন করতে ব্যবহৃত হয় এবং সে সকল শব্দ adverb এর মতো কাজ করলে তখন তাকে interrogative adverb বলে।
অন্যভাবে বলা যায়, when, where, why, how, how many, how long, how far, how often ইত্যাদি এর মতো interrogative বা প্রশ্নবোধক শব্দ গুলো যখন adverb এর মতো কাজ করে তখন তাকে interrogative adverb বলে।
সাধারণত simple adverb বা সাধারণ adverb এর সময়, সংখ্যা, অবস্থা, পদ্ধতি, স্থান, কারণ, মাত্রা ইত্যাদি নির্দেশ করতে বা এগুলো সম্পর্কে প্রশ্ন করতে interrogative adverb ব্যবহার করা হয় বলে simple adverb এর প্রকারভেদ গুলোর সাথে interrogative adverb এর প্রকার ভেদ মিলে যায়। Interrogative adverb কে ৭ টি ভাগে ভাগ করা যেতে পারে যথা-
- Interrogative adverb of time - সময় বা time বোঝাতে Interrogative adverb ব্যবহার করা হয়। When did he love? বা সে কখন ভালোবেসেছিল? এখানে love বা ভালোবাসা হওয়ার সময় জানতে when বা কখন শব্দটি ব্যবহার করা হয়েছে, যেহেতু when শব্দটি love সংঘটিত হওয়ার সময় জানতে প্রশ্ন করার পাশাপাশি love কে modify করছে বা love কে নির্দেশ করছে তাই When একটি interrogative adverb of time.
- Interrogative adverb of number- সংখ্যা বা number বোঝাতে Interrogative adverb ব্যবহার করা হয়। How many books do you want? বা তুমি কতো গুলো বই চাও? এখানে want বা চাওয়ার পরিমাণ বা সংখ্যা জানতে how many বা কত গুলো শব্দটি ব্যবহার করা হয়েছে, যেহেতু how many শব্দ দুটি want বা চাওয়ার সংখ্যা বা পরিমাণ জানতে প্রশ্ন করার পাশাপাশি want কে নির্দেশ করছে বা modify করছে তাই How many এখানে interrogative adverb of number.
- Interrogative adverb of place- স্থান বা place বোঝাতে Interrogative adverb ব্যবহার করা হয়। Where are you going? বা তুমি কোথায় যাচ্ছ? এখানে go বা যাওয়ার জায়গা বা স্থান জানতে where বা কোথায় শব্দটি ব্যবহার করা হয়েছে, যেহেতু where শব্দটি go বা যাওয়ার স্থান জানতে প্রশ্ন করার পাশাপাশি go কে modify করছে বা go কে নির্দেশ করছে তাই Where একটি interrogative adverb of place.
- Interrogative adverb of reason- কারণ বা reason বোঝাতে Interrogative adverb ব্যবহার করা হয়। Why do you love me? বা তুমি আমাকে ভালোবাস কেন? এখানে love বা ভালোবাসার কারণ জানতে why বা কেন শব্দটি ব্যবহার করা হয়েছে, যেহেতু why শব্দটি love সংঘটিত হওয়ার কারণ জানতে প্রশ্ন করার পাশাপাশি love কে নির্দেশ করছে বা modify করছে তাই Why একটি interrogative adverb of reason.
- Interrogative adverb of degree- দোষ-গুণ বা degree বোঝাতে Interrogative adverb ব্যবহার করা হয়। How far is it true? বা এটা কত দূর সত্য? এখানে how বা কত শব্দটি পরিমাণ বোঝাতে far বা দূরে শব্দটি কে modify করছে। How many অর্থ কত দূর যা adjective বা degree, অর্থাৎ adjective তথা degree হিসেবে how many ব্যবহৃত হচ্ছে এবং degree হিসেবে ব্যবহারের সাথে how দ্বারা প্রশ্ন করা হচ্ছে তাই how বাক্যে interrogative adverb of degree.
- Interrogative adverb of manner- ইংরেজি manner অর্থ অভ্যাস বা আচারন। তাই অভ্যাস বা আচারন বা manner বোঝাতে Interrogative adverb ব্যবহার করা হয়। How did you do the work? বা তুমি কেমন করে আজটি করতে? এখানে how বা কেমন শব্দটি অভ্যাস বা আচারন বোঝাতে do বা করা শব্দটি কে modify করছে। How অর্থ কেমন বা কত যা manner হিসেবে বাক্যে ব্যবহৃত হচ্ছে তাই how বাক্যে interrogative adverb of manner.
- Interrogative adverb of quantity- পরিমাণ বা quantity বোঝাতে Interrogative adverb ব্যবহার করা হয়। How much money do you want? বা তুমি কি পরিমাণ টাকা চাও? এখানে want বা চাওয়ার মোট পরিমাণ জানতে how much বা কত পরিমাণ শব্দটি ব্যবহার করা হয়েছে, যেহেতু how much শব্দ দুটি want বা চাওয়ার পরিমাণ জানতে প্রশ্ন করার পাশাপাশি want কে নির্দেশ করছে বা modify করছে তাই How much এখানে interrogative adverb of quantity.
Relative adverb কাকে বলেঃ
আমরা জানি যে clause অর্থ বাক্যাংশ। আমরা এটাও জেনেছি যে when, where, why, how ইত্যাদি বাক্যের প্রথমে বসে interrogative adverb বা প্রশ্নবোধক adverb গঠণ করে। অপর দিকে when, where, why, how ইত্যাদি interrogative adverb গুলো যখন বাক্যের মাঝে বসে একাধিক বাক্যাংশ বা clause কে সংযুক্ত করে তখন এদের relative adverb বলে। Relative adverb বাক্যের মাঝে বসে এর আগের বাক্যাংশের সাথে পরের বাক্যাংশের মাঝে সম্পর্ক বা relation স্থাপন করে বলে when, where, why, how ইত্যাদি relative adverb কে রিলেটিভ pronoun বলা হয়ে থাকে। I loved you when you read in class nine (যখন তুমি নবম শ্রেণীতে পড়তে তখন আমি তোমাকে ভালোবাসতাম), বাক্যে When বা যখন বা তখন শব্দটি I loved you এই অংশের সাথে you read in class nine এই অংশের সম্পর্ক স্থাপন করছে তাই এটি একটি Relative adverb.
Interrogative adverb ও Relative adverb সম্পর্কে কিছু তথ্যঃ
- ১. when, where, why, how ইত্যাদি wh শব্দ গুলো যখন বাক্যের প্রথমে বসে প্রশ্ন করা হয় তখন তাদের interrogative adverb বলে।
- ২. when, where, why, how ইত্যাদি wh শব্দ গুলো যখন বাক্যের মাঝে বসে বাক্যের এক অংশের সাথে অন্য অংশের সম্পর্ক স্থাপন করে তখন তাদের relative adverb বলে।
- ৩. Whey are you so late? (তুমি এতো দেরি করলে কেন?) বাক্যে why শব্দ টি বাক্যের প্রথমে বসে প্রশ্ন করায় why একটি interrogative adverb আবার, I know the reason why he is late. (আমি এটি জানি যে সে কেন দেরি করে) বাক্যে why শব্দটি বাক্যের মাঝে why এর আগের অংশের সাথে পরের অংশের সম্পর্ক বা relation স্থাপন করেছে বলে এটি একটি relative adverb.
Introductory Adverb কাকে বলেঃ
Introductory অর্থ পরিচায়ক বা পরিচয় ঘটানো। কিছু কিছু শব্দ আছে যাদের তেমন ভাবে কোনো অর্থ করা যায় না, তবে এ সকল শব্দ বাক্যের শুরুতে বসে বাক্য শুরু করার কাজে ব্যবহার করা হয় এবং বাক্যের নির্দেশক হিসেবে কাজ করে, এসকল শব্দকে introductory adverb বা পরিচায়ক adverb বলে। There lived a man in the village (গ্রামের সেখানে একটি লোক বাস করতো), এখানে There একটি Introductory Adverb। আবার, Here are many boys playing (এখানে অনেক বালক খেলা করছে), এখানে here একটি Introductory Adverb। There ও here বাক্যের প্রথমে বসে বাক্যের সূচনা ঘটিয়েছে অর্থাৎ বাক্যের সাথে আমাদের পরিচয় ঘটিয়েছে এবং এদের নিজস্ব কোনো অর্থ নেই বলে এরা Introductory Adverb বা পরিচায়ক adverb।
[বিঃদ্রঃ Here বা There তথা Introductory Adverb দিয়ে বাক্য শুরু হলে এর পর verb বসে এবং verb এর পর subject বসে]
Adverb চেনার সহজ উপায়ঃ
- ১. বাক্যে থাকা verb কে কিভাবে (how) দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি Adverb of manner.
- ২. Verb কে কোথায় (where) দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি Adverb of place.
- ৩. Verb কে কখন (when) দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি Adverb of time.
- ৪. Verb কে কতবার (how often) দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি Adverb of frequency.
- ৫. Verb কে কতটুকু (how much) দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি Adverb of degree.
- ৬. Verb কে কতবার (how often) দিয়ে প্রশ্ন করার পর হ্যা, না, সন্দেহ, নিশ্চয়তা উত্তর পাওয়া গেলে এই উত্তরটি হবে Adverb of assertion.
- ৭. Adjective এর শেষে ly যুক্ত করে অনেক সময় adverb গঠিত হয় বলে বেশির ভাগ ly যুক্ত শব্দ adverb হয়।
- ৮. For+MY HD মনে রাখলে Adverb চেনা যায়, For এর পর M=Month, Y=Year, H=hour, D=Day থাকলে এগুলো adverb হয়।
- ৯. Only Hane & Rasel বই পড়ে মনে রাখলে adverb চেনা যায়, Only=Only/Only if/Only when/Only when, Ha=Hardly, Ne=Never, Ra=Rarely, Sel=Seldom এগুলো সব adverb.
- ১০. Preposition এর পর Noun বা Pronoun না থাকলে এই preposition কে Adverb বলে।
- ১১. কোনো বাক্য preposition দিয়ে শেষ হলে সেই preposition টি হয় Adverb.
- ১২. মূল verb এর পর Noun, Pronoun, Preposition থাকলে তার পরের শব্দটি adverb হয়।
- ১৩. যদি বাক্যে preposition/ possessive/ article/ adjective/ determiner এর পর যদি ৩ টি শব্দ থাকে তবে ১ম টি হবে adverb, ২য় টি হবে adjectiveb এবং ৩য় টি হবে Noun, যেমন- Rodela has a(article) red(adverb) color(adjective) shirt(noun).
- ১৪. কিছু adverb আছে যাদের শেষে ly যুক্ত করলেও adverb আবার না করলেও adverb যেমন, loud বা loudly, quick বা quickly, slow বা slowly ইত্যাদি।
- কিছু শব্দ যেমন, fast, next, near, late, little, hard, well, far ইত্যাদি যারা noun/pronoun কে modify করলে adjective হয় আর verb কে modify করলে adverb হয়, যেমন- Rodela is well -এখানে well বাক্যে adjective আবার, Rodela writes well -এখানে well একটি adverb.
Adverb এর প্রকারভেদ ও মনে রাখার ছন্দঃ
Adverb কে নানা ভাগে ভাগ করা যেতে পারে। নিচের ছন্দটি মনে রাখলে adverb এর প্রকারভেদ ও বাক্যে থাকা adverb গুলো সহজেই ছন্দে ছন্দে চেনা যেতে পারে-
"DR সাহেব CCTV তে MP সাহেব কে দেখে টিভি OF করে চেয়ার থেকে উঠে দাড়ালেন"
D= Adverb of Degree
R= Adverb of Reason (cause&effect)
C= Adverb of Condition (assertion&number)
C= Adverb of Contrast (বিপরীতার্থক)
T= Adverb of Time
M= Adverb of Manner
P= Adverb of Place
O= Adverb of Order
F= Adverb of Frequency (বারংবার)
Adverb এর ব্যবহার ও গঠণ পদ্ধতিঃ
- ১. বাক্যে একাধিক adverb থাকলে তা, MPT বা MP এর Time নাই, এই সূত্র মেনে চলে অর্থাৎ ১ম adverb টি হবে M=Manner, ২য় টি হবে P=Place, ৩য় টি হবে T=Time প্রকারের adverb. উদাহরণ- Rodela has sung sweetly in her room tody. বাক্যে, রোদেলা কিভাবে গান গায়? উত্তর-sweetly তাই এটি adverb of manner, রোদেলা কোথায় গান গায়? উত্তর- in her room তাই এটি adverb of place, রোদেলা কখোন গান গায়? উত্তর- tody তাই এটি adverb of time. এখানে adverb গুলো বসেছে MPT এর নিয়মেই।
- ২. Present perfect tense এ adverb ব্যবহার করতে এর গঠণ হবে, have/has+adverb(always/sometimes/hardly/usually/often/never/still/rarely/seldom)+verb এর ৩য় রূপ বা past participle, যেমন- Rodela has already gone.
- ৩. Adverb এর ব্যবহার করতে বাক্য এভাবেও গঠণ হতে পারে, Sub+adverb(always/sometimes/hardly/usually/often/never/still/rarely/seldom)+be verb ছাড়া অন্য verb বসে, যেমন- Rodela never phone him.
- ৪. Adverb এর ব্যবহার করতে বাক্য এভাবেও গঠণ হতে পারে, Sub+Be verb+adverb(always/sometimes/hardly/usually/often/never/still/rarely/seldom)+be verb ছাড়া অন্য verb বসে, যেমন- Rodela is still reading the book.
- ৫. বাক্যে no/never/not এর পরিবর্তে hardly/scarcely/barely/seldom এই adverb গুলো বসানো যায়।
Inversion of verb কাকে বলেঃ
বাক্যে অতিরিক্ত জোর দেওয়ার জন্য বাক্যে only, only if, only when, only if, only hardly, rarely, never, seldom এই adverb গুলো বা adverb phrase/ adverb clause গুলো বাক্যের শুরুতে ব্যবহার করে এর পর, সাহায্যকারীverb+subjec+মূলverb এই নিয়মে বাক্য গঠণ করলে তাকে Inversion of verb বলে। যেমন- Never will I do it again.
Inversion of verb এ ব্যবহৃত adverb গুলো মনে রাখতে নিচের ছন্দটি মনে রাখা যেতে পারে-
"Only Hane আর Rasel বই পড়ে"
এখানে Inversion of verb এ ব্যবহৃত adverb গুলো হবে নিম্নরূপ-
Only= Only/Only if/Only when/Only if/Only because
Ha=Hardly
Ne=Never
Ra=Rarely
Sel=Seldom
গুরুত্বপূর্ণ কিছু Adverb এর তালিকাঃ
Always, sometimes, hardly, usually, often, never, still, rarely, seldom, loud, loudly, quick, quickly, slow, slowly, fast, next, near, late, little, hard, well, far, well, thus, urgently, rightly, fortunately, luckily, posdibly, quickly, carelessly, simply, soundly, softly, correctly, closely, carefully, anxiously, suddenly, slowly, widely, wrongly, naturally, probably, easily, swiftly, sadly, bravely, clearly, eagerly, now, before, after, since, then, daily, yesterday, while, already, tomorrow, yesterday, soon, often, immediately, lately, never, ago, seldom, always, daily, today, late, always, early, sometimes, presently, here, there, above, up, out, in, ahead, near, nearly, overhead, withen, anywhere, everywhere, below, inside, outside, universally locally, inland, abroad, away, nearby, hence, thence, thither, neither, far, outside, much, very, little, fully, almost, less, quite, partly, hardly, as, so, rather, enough, too, wholly, completely, strongly, totally, entirely, deeply, greatly, poorly, how, once, again, twice, thrice, never, generally, always, usually, because, so, so that, as, therefore, as, yet, hence, accordingly, become wherefore, yes, no, not, never, really, truly, surely, probably, actually, at all, possibly, perhaps certainly, indeed, first, second, third, firstly, secondly, thirdly, last, lastly, when, where, why, how, how many, how long, how far, how often, there, here ইত্যাদি।
মজার মজার তথ্য পেতে লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকুন।
নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।
আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon