ডাকঘর স্থাপনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন পত্র
এখানে যা থাকছে---
- ডাকঘর স্থাপনের জন্য আবেদন পত্র
- ডাকঘর চাহিয়া আবেদন পত্র
- যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন পত্র
- পোস্ট অফিস স্থাপনের জন্য আবেদন পত্র
ডাকঘর স্থাপনের জন্য আবেদন পত্র |
বাংলা ২য় পত্র - আবেদনপত্র - ডাকঘর স্থাপন/পোস্ট অফিস স্থাপন
প্রশ্নঃ
তোমার এলাকায় ডাকঘর স্থাপনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট একখানা পত্র লেখ।
অথবা
তোমার এলাকায় পোস্ট অফিস স্থাপনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট একখানা আবেদন পত্র লেখ।
উত্তরঃ
তারিখ ০৭-০৭-২০২১
মহাপরিচালক,
বাংলাদেশ ডাক বিভাগ,
ঢাকা, বাংলাদেশ।
বিষয়ঃ ডাকঘর স্থাপনের জন্য আবেদন পত্র।
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি রোদেলা মাহমুদ, বাংলাদেশের একজন স্থায়ী নাগরিক। আমি সিলেট জেলার সদর উপজেলাধীন খাদিমপাড়া ইউনিয়নের পিরের চক গ্রামের একজন অধিবাসী। সিলেট জেলার মধ্যে আমার ইউনিয়ন ঐতিহ্যগত ভাবে খুবি প্রসিদ্ধ। ঐতিহাসিক অনেক মান্যগণ্য মনিষীদের আবাস্থল হওয়ায় এখানে রয়েছে প্রচুর দর্শনীয় স্থান। এসকল দর্শনীয় স্থানে প্রায় সারাবছর পাদচারণা থাকে দেশ বিদেশ থেকে আসা দর্শনার্থীদের। স্থানীয় জনগণের পাশাপাশি এসকল দর্শনার্থীদের সিলেট শহর সহ সারাদেশের সাথে যোগাযোগ স্থাপনের জন্য নির্ভর করতে হয় এক মাত্র ব্যক্তিগত মোবাইলের। জরুরী কাগজাদি স্থানান্তরের জন্য সিলেট সদর ডাক অফিসে স্ব-শরীরে অথবা লোক মারুফাত পৌছানো ছাড়া অন্য কোনো উপায় নেই বললেই চলে। এমন পরিস্থিতিতে জরুরী কাগজাদি নষ্ট সহ চুরি যাওয়ার ঝুকির সম্মুখীন হতে হয় এই ইউনিয়নে অবস্থানরত জনগণের। জেলা ডাকঘর সহ সারাদেশের সাথে যোগাযোগ স্থাপন ও জরুরী কাগজাদি স্থান্তরের পাশাপাশি খাদিমপাড়া ইউনিয়নবাসীর দুর্ভোগ লাঘবার্থে বর্তমানে অত্র ইউনিয়নে একটি শাখা ডাকঘর অতীব জরুরী।
অতএব, জনাবের নিকট প্রার্থনা, সিলেট সদর উপজেলাধীন খাদিমপাড়া ইউনিয়নে একটি শাখা ডাকঘর স্থাপন করে খাদিমপাড়া ইউনিয়নবাসীর দুর্ভোগ লাঘবার্থে সার্বিক মঙ্গল কামনা করবেন।
বিনীত নিবেদক-
ইউনিয়নবাসীর পক্ষে,
রোদেলা মাহমুদ,
পিরের চক, খাদিমপুর ইউনিয়ন,
সিলেট সদর, সিলেট, বাংলাদেশ।
আশাকরি ডাকঘর স্থাপন বা পোস্ট অফিস স্থাপনের জন্য আবেদন পত্রটি সকলের খুবি উপকারে আসবে। আপনি আর কোন কোন বিষয় পেতে চান লিখে জানাতে নিচে কমেন্ট করুন।
শুভকামনায়---
কে-মাহমুদ
৭-৭-২১
নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।
আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon