শনিবার

বাছুরের লোম পড়া ও গায়ে ঘা চিকিৎসা

বাছুরের পশম উঠা ও চর্ম রোগ হলে করণীয়


এখানে যা থাকছে---

  • বাছুরের লোম ওঠা ও গায়ে ঘা হলে করণীয়
  • বাছুরের পশম পড়া ও গায়ে ক্ষত রোগের চিকিৎসা

বাছুরের লোম ওঠা রোগ, বাছুরের গায়ে ঘা হলে করণীয়, বাছুরের পশম পড়া ও গায়ে ক্ষত রোগের চিকিৎসা
বাছুরের পশম উঠা ও গায়ে ঘা চিকিৎসা


বাছুরের লোম উঠে যাওয়ার লক্ষণঃ

বাছুর, বকনা, গাভী সহ যে কোনো সময়ে গরুর পশম বা লোম উঠা বা পশম পড়া রোগ দেখা দিতে পারে। হাত দিয়ে টান দিলে মুঠো মুঠো করে লোম হাতের মাঝে উঠে আসে। বাছুর মুখ দিয়ে শরীর চাটলে বা বাছুরের শরীর গাভী চাটলে লোম উঠে যায় এবং ধীরেধীরে শরীর পশমহীন হয়ে পড়ে। সদ্যজাত বা অল্প বয়সের বাছুরের লোম পড়ে ও চামড়া উঠে যায় এমনকি ক্ষতের সৃষ্টি হয়। এ রোগ হলে অনেক সময় ছোট বাছুর বেশিরভাগ সময় জিহ্বা দিয়ে শরীর চাটে এবং শক্ত বস্তুর সাথে শরীর ঘসে। এসকল লক্ষণে এটা ধরে নেওয়া যায় যে বাছুরের বা গরুর লোম বা পশম পড়ে যাওয়া সমস্যা হয়েছে।



বাছুরের চামড়া ওঠা বা ক্ষত হওয়ার সাথে পশম পড়ার সম্পর্কঃ

বাছুরের পশম উঠে যাওয়ার অন্যতম কারোন চামড়া বা চর্ম রোগাক্রান্ত হওয়া। চামড়ায় সমস্যা দেখা দিলে পশম বা লোম পড়ে যাওয়া বা উঠে যাওয়ার পাশাপাশি চর্ম বা চামড়া ছুলে যেতে থাকে বা উঠে যেতে থাকে এবং ঘা বা ক্ষতের সৃষ্টি হতে থাকে।



বাছুরের পশম পড়া বা গায়ে ঘা হওয়ার কারোনঃ

ছোট বাছুরের লোম পড়ে যাওয়া, পায়ে ঘা হওয়া ও গায়ে ঘা  হওয়া বা ফোসকা পড়ার অন্যতম কারোন বাছুরের শরীরে জিংকের ঘাটতি। ভিটামিন এর অভাবেও পশম পড়া ও গায়ে ঘা রোগ দেখা দিতে পারে। বাছুর গাভীর গর্ভে থাকাকালীন গাভীকে পর্যাপ্ত পরিমাণে সুষম খাবার না খাওয়ালে বাছুর অপুষ্টিতে ভোগে ফলে লোম পড়ে যাওয়ার সাথে সাথে শরীরে ক্ষত সৃষ্টি হয় এবং বাছুর দূর্বল হয়ে পড়ে, এমনকি মারাও যেতে পারে।



বাছুরের লোম বা পশম ওঠা ও গায়ে ঘা হওয়ার চিকিৎসাঃ

বাছুরের লোম উঠে গেলে বা পশম ওঠার সাথে সাথে পায়ে ও গায়ে ঘা বা ক্ষত বা ফোসকা দেখা দিলে দ্রুত চিকিৎসা করতে হবে। চিকিৎসা করতে বিলম্ব হলে বাছুর দূর্বল হয়ে পড়ে এবং অবশেষে মারা যায়।  রোগ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। বাছুরের লোম পড়া বা পশম উঠা বা শরীরে ঘা দেখা দিলে নিম্নোক্ত চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা যেতে পারে-

  • ১. Streptomycin & Penicillin এর মিশ্রণ বা কম্বিনেশন জাতীয় ইনজেকশ যেমন-
SP Vet - 0.5gm Injection (ACME Pharma)
(২৫ কেজি ওজনের বাছুরের জন্য ১-১.৫ মিলি দিনে ১ বার করে ৫-৭ দিন অথবা লেভেলে থাকা নিয়ম অনুযায়ী প্রয়োগ করতে হবে)
  • ২. Antihistaminics জাতীয় ইনজেকশ যেমন-
Hista Vet - 0.5gm Injection (ACI Pharma)
(বাছুরের জন্য ০.৫-১ মিলি দিনে ১ বার করে ৫-৭ দিন অথবা লেভেলে থাকা নিয়ম অনুযায়ী প্রয়োগ করতে হবে)
  • ৩. Antiseptics জাতীয় সলিউশন যেমন-
POVIDON (Povidone-Iodine USP) 10% -Solution (SK+F Pharma)
(চা চামচের ২-৩ চামচ ওষুধ ৭-৮ চামচ পানিতে মিশিয়ে দিনে ৩ বার করে রোগ না সারা পর্যন্ত গায়ে লাগাতে হবে)
  • ৪. Zinc সমৃদ্ধ সলিউশন যেমন-
ZS Vet (Zinc Sulfate Monohydrate USP) - Solution (Opsonin Pharma)
(চা চামচের ৫ চামচ দিনে ১ বার করে রোগ না সারা পর্যন্ত খাওয়াতে হবে)


বাছুরের লোম পড়া ও গায়ে ঘা প্রতিরোধের জন্য বাছুরের যত্ন নিতে হবে। নিয়মিত ভিটামিন, মিনারেল ও জিংক সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে। উপরোক্ত চিকিৎসা পদ্ধতি অনুসরণ করলে আশাকরি বাছুর দ্রুত সুস্থ হয়ে উঠবে। যে কোনো ওষুধ ডাক্তারের পরামর্শ্ব মতো প্রয়োগ করা উচিত।



কোনো প্রকার সমস্যা, পরামর্শ ও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। মনে রাখবেন আপনাদের পরামর্শ আমরা অতিব গুরুত্বের সাথে দেখি।

6 comments

চামড়া থেকে লোম পড়ে যায়
এখন কী করব

এই আরটিকেলে দেওয়া চিকিৎসা গ্রহণ করেন। আশা করি লোম ওঠা সমস্যা সেরে যাবে।

1timeschool.com এর পক্ষে,
রোদেলা

sir amar akta basurar o same condition hoisa,ami acme company'r zinc dita c,r square company'r ADE vitamin kawita c,r varmic dita c.Ata kaj hova kina janta chai?

R lom ota gasa ja okhana ki molam dita hova sir?please kindly bolun?

হ্যা আপনার চিকিৎসা ঠিক আছে। তবে আপনাকে এন্টিসেপ্টিক ইঞ্জেকশন যেমন স্ট্রেপটো-পেন প্রয়োগ করতে হবে, সাথে এন্টি হিস্টামিন ইনজেকশন। আর যে স্থানে লোম পড়ে গেছে সে স্থানে পভিডন লাগান। আশা করি দ্রুত কাজ হবে।


1timeschool এর পক্ষে,
রোদেলা

আমার দের বছরের দামরি বাছুরের গায়ে ছোট ছোট ঘা করনিও কি

এখানে থাকা চিকিৎসা পদ্ধতি গ্রহণ করুন আশাকরি কাজ হবে।

নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।

আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon