সোমবার

Assertive to Imperative এর নিয়ম

Assertive to Imperative করার সহজ নিয়ম


এখানে যা থাকছে---

  • Assertive to Imperative করার সহজ নিয়ম
  • Assertive to Imperative এর শর্ট নিয়ম
  • Assertive to Imperative এর রুলস
  • Assertive থেকে Imperative পরিবর্তনের নিয়ম

Assertive to imperative এর সহজ নিয়ম, assertive to imperative করার রুলস বা পদ্ধতি, Assertive থেকে imperative পরিবর্তন বা রূপান্তর, সহজ ও শর্ট কৌশল
Assertive to Imperative এর সহজ নিয়ম



ভূমিকাঃ

Assertive sentence কে imperative sentence এ পরিবর্তন করতে গেলে এদের গঠণ সম্পর্কে সঠিক ধারনা থাকা প্রয়োজন। Assertive to imperative পরিবর্তনের মাধ্যমে বাক্য সম্পর্কে আরো বেশি ধারনার্জন সম্ভব। 



অর্থ না বুঝে Assertive Sentence চেনার উপায়ঃ

Assertive sentence অর্থ বর্ণনা মূলক বাক্য। Subject দিয়ে শুরু এবং শেষে ফুলস্টপ আছে এমন বাক্য কে assertive sentence বলে। 



অর্থ না বুঝে Imperative Sentence চেনার উপায়ঃ

অন্যদিকে মূল ক্রিয়া বা main verb দিয়ে শুরু এবং শেষে ফুলস্টপ আছে এমন বাক্য imperative sentence. মনে রাখতে হবে imperative sentence এর অর্থ সাধারন্ত আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, নির্দেশ ইত্যাদি মুলক হয়ে থাকে।



Assertive to Imperative করার rules বা নিয়মঃ

Assertive sentence কে imperative sentence এ রূপান্তর বা পরিবর্তন বা change করতে এটা অবশ্যই মনে রখতে হবে যে, imperative sentence সবসময় মূল ক্রিয়া বা main verb দিয়ে শুরু হয়। Assertive to imperative এর মাত্র ২ টি নিয়ম রয়েছে, যথা-

  • ১. You বা ২'nd  person দিয়ে শুরুর বাক্য কে imperative এ পরিবর্তন
  • ২. You বা ২'nd  person বাদে অন্য কিছু দিয়ে শুরুর বাক্য কে imperative এ পরিবর্তন


উপরের নিয়ম গুলো বিশ্লেষণ বোঝার সুবিধার্থে ৪ টি নিয়ম পদ্ধতি বা রুলস এ ভাগ করেছি। এই ৪ টি নিয়ম, পদ্ধতি বা rules অনুসরণ করে আমরা সহজেই কোনো assertive sentence কে imperative sentence এ পরিবর্তন বা transfer (transformation of sentence) করতে পারবো। নিম্নে assertive to imperative করার সহজ নিয়ম বা কৌশল গুলো তুলে ধরা হলো-

  • রুল- ১. Assertive sentence যদি you বা 2nd person দিয়ে শুরু হয় এবং বাক্যে যদি not জাতীয় শব্দ না থাকে তবে imperative sentence এ পরিবর্তন করতে হলে বাক্যে থাকা মূল verb + বাকি অংশ লেখলেই হয়ে যাবে। অনুরোধ বোঝালে শুরুতে অথবা শেষে, যে কোনো জায়গায় please/kindly বসালে ভালো হয়। যেমন- You should take it. = Take it./Take it, please./Please, take it./Kindly, take it./Take it, kindly. বাক্যে মূল verb রয়েছে take তাই take থেকে শুরু করে বাকি অংশ হবে imperative sentence.
  • রুল- ২. Assertive sentence যদি you বা 2nd person দিয়ে শুরু হয় এবং বাক্যে যদি not জাতীয় শব্দ থাকে তবে imperative sentence এ পরিবর্তন করতে হলে বাক্যের শুরুতে Do not + বাক্যে থাকা মূল verb + বাকি অংশ লেখলেই হয়ে যাবে। অনুরোধ বোঝালে শুরুতে অথবা শেষে, যে কোনো জায়গায় please/kindly বসালে ভালো হয়। যেমন- You should not take it. = Don't take it./Don't take it, please./Please, don't take it./Kindly, don't take it./Don't take it, kindly. বাক্যে মূল verb রয়েছে take তাই take থেকে শুরু করে বাকি অংশ হবে imperative sentence এবং বাক্যে not থাকায় শুরুতে Don't বসানো হয়েছে। Don't না বসিয়ে do not বসালেও হবে।
  • রুল- ৩. বাক্য যদি you ছাড়া অন্য কোনো person বা 1'st বা 3'rd person দিয়ে শুরু হয় এবং বাক্যে যদি not জাতীয় কোনো শব্দ না থাকে তবে imperative sentence করতে শুরুতে Let+subject এর ২য় রূপ বা objective রূপ বসিয়ে তার পর মূল verb + বাকি অংশ বসালেই হয়ে যাবে। যেমন- He should take it. = Let him take it. এখানে Let এর পর বাক্যে থাকা subject এর ২য় রূপ অর্থাৎ he এর বদলে him বসানো হয়েছে, তবে কোনো নাম থাকলে পরিবর্তন করা লাগবে না, সরাসরি let এর পর নাম বসালেই হবে।
  • রুল- ৪. বাক্য যদি you ছাড়া অন্য কোনো person বা 1'st বা 3'rd person দিয়ে শুরু হয় এবং বাক্যে যদি not জাতীয় কোনো শব্দ থাকে তবে imperative sentence করতে শুরুতে Let not +subject এর ২য় রূপ বা objective রূপ বসিয়ে তার পর মূল verb + বাকি অংশ বসালেই হয়ে যাবে। যেমন- He should not take it. = Let not him take it. এখানে বাক্যে not থাকায় Let not এবং এর পর বাক্যে থাকা subject এর ২য় রূপ অর্থাৎ he এর বদলে him বসানো হয়েছে, তবে কোনো নাম থাকলে পরিবর্তন করা লাগবে না, সরাসরি let not এর পর নাম বসালেই হবে।



Assertive to Imperative করার শর্ট ও সংক্ষিপ্ত নিয়ম বা কৌশলঃ

  • ১. বাক্যের শুরুতে you = মূল verb + বাকি অংশ
  • ২. বাক্যের শুরুতে you এবং মাঝে not = Don't + মূল verb + বাকি অংশ
  • ৩. বাক্যের শুরুতে you না থাকলে = Let + sub এর ২য় রূপ + মূল verb + বাকি অংশ
  • ৪. বাক্যের শুরুতে you না থাকলে এবং মাঝে not থাকলে = Let not + sub এর ২য় রূপ + মূল verb + বাকি অংশ



নিম্নে কিছু উদাহরণ (Exercise & Answer) তুলে ধরা হলোঃ

১. You should respect your parents. = Respect your parents.

২. Rahim will not go there. = Let not Rahim go there.

৩. Rodela can say it. = Let Rodela say it.

৪. I may go there. = Let me go there.

৫. He does not want to love. = Let not him want to love.

৬. So, We must love our country. = Let us love our country. 

৭. You do not eat the food. = Don't eat the food.

৮. Everybody loves him. = Let everybody loves him.

৯. You shoud never tell a lie. =  Never tell a lie.

১০. He should never tell a lie. = Let him never tell a lie.

১১. You never ought to disobey the rules. = Never disobey the rules.

১২. You are requested to love me. = please love me.

১৩. He should be warned. = Let him be warned.

১৪. He can not do nothing. = Let not him do nothing.

১৫. You should always speak the truth. = Always speak the truth.




আজ এ পর্যন্তই।


সকলের শুভকামনায় -

কে-মাহমুদ।

১-৩-২০২১

2 comments

ধন্যবাদ #Farjana Akter

আমাদের সাথেই থাকুন---

আপনি আর কোন কোন বিষয় জানতে আগ্রহী তা লিখে জানালে খুশি হবো।

1timeschool.com এর পক্ষে,
রোদেলা

নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।

আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon