মঙ্গলবার

WH Question কি - ব্যবহারের নিয়ম

Wh-Question কাকে বলে, প্রকারভেদ ও সহজ ব্যবহার



  • WH-Question কি বা কাকে বলে
  • Wh question ব্যবহারের নিয়ম বা সহজ পদ্ধতি
  • Wh question কত প্রকার ও কি কি
  • Wh question গঠণের সকল নিয়ম


WH-Question কি কি, Wh question কাকে বলে, Wh question ব্যবহারের নিয়ম, সহজ নিয়ম ও পদ্ধতি, Wh question এর প্রকারভেদ, Wh question গঠণের সকল নিয়ম, Exercise
WH-Question কি ও ব্যবহার


Question বা প্রশ্ন কিঃ

আমরা যে সকল বাক্য বা sentence দ্বারা কোনো কিছু জানার, শোনার বা করার বা মনের অব্যক্ত ইচ্ছাকে পূর্ণ করার চেষ্টা করি সেই সকল বাক্য বা sentence কে question বা প্রশ্ন বলে। প্রশ্ন করার ক্ষেত্রে Wh-Question গঠণ করার নিয়ম জানা খুবি গুরুত্বপূর্ণ। Wh-question দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় সেটা নিয়ে আশাকরি আজ সঠিক ধারনা পাবো।




Question এর প্রকারভেদঃ

আমরা সচরাচর যে সকল প্রশ্ন করে থাকি সেগুলো লক্ষ্য করলে দেখতে পাবো কিছু প্রশ্ন আছে যেগুলোর মাঝে যে উত্তর চাওয়া হচ্ছে তার পুরোটা আছে, যেমন- তুমি সকালে ভাত খেয়েছ তো? আবার কিছু প্রশ্ন আছে যা দিয়ে হ্যা অথবা না উত্তর আশা করা হয়, যেমন- তুমি সকালে ভাত ছেয়েছ, তাই তো? আবার কিছু প্রশ্ন আছে যে প্রশ্ন দ্বারা অজানা কে জানতে বা না জানা উত্তর খুজতে ব্যবহার করা হয়, যেমন- তুমি সকালে কি করেছ? প্রশ্ন কে নানান ভাবে ভাগ করা গেলেও আমরা আজ Question বা প্রশ্ন কে ৩ টি ভাগে ভাগ করবো(লেখক প্রয়োজনের দিক বিবেচনা করে এই ভাগ গুলো করেছেন)। যথা-

  • ১. শুরুতে Auxiliary Verb যুক্ত Question
  • ২. Question Tag বা Tag Question
  • ৩. WH-Question






WH-Question কি বা কাকে বলেঃ

যে সকল প্রশ্নের উত্তর অজানা বা যে সকল প্রশ্ন কোনো কিছু জানতে করা হয়ে থাকে সে সকল প্রশ্ন কে WH-Question বলা হয়ে থাকে। এ সকল প্রশ্ন করতে বাক্যের শুরুতে যে সকল শব্দ বা word ব্যবহার করা হয়ে থাকে তাদের প্রথম অক্ষর বা latter সবসময় W অথবা H দ্বারা শুরু হয় বলে এ সকল প্রশ্ন কে Wh-Question বলা হয়ে থাকে। WH-Question এর উত্তর কখনো হ্যা/yes অথবা না/no দিয়ে প্রদান করা যায় না।




Wh-word কিঃ

যে সকল শব্দ বা word দিয়ে Wh-Question করা হয় সে সকল শব্দ কে wh-word বলে। কয়েকটি wh-word হলো- what, who, where ইত্যাদি।




Wh Question কয়টি ও কি কি এবং প্রকারঃ

Wh-Question করতে সাধারন্ত what বা কি, when বা কখন, where বা কোথায়, who বা কে, whom বা কাকে, which বা কোনটি, whose বা কাহার বা যাহার, why বা কেন এবং how বা কেমন বা কত শব্দ গুলো ব্যবহার করা হয়ে থাকে। সুতারং Wh-Question সাধারন্ত ৯ প্রকার।




Wh-question এর ব্যবহার ও উত্তর করার নিয়মঃ

Wh-Question যে tense এ থাকবে উত্তর ঠিক সেই tense এই দিতে হয় (Tense এর ব্যবহার জানতে এখানে ক্লিক করুন)। নিম্নে Wh-question এর ব্যবহার ও উত্তর করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো- 




What এর ব্যবহারঃ

What অর্থ কি। সাধারন্ত কোনো বস্তু বা বস্তুবাচক বিষয় সম্পর্কে বা বিষয়ের নাম বা পদবী জানতে বা প্রশ্ন করতে what ব্যবহার করা হয়ে থাকে। যেমন- তোমার নাম কি? What is your name? তোমার গরুটি কি খায়? What does your cow eat? তার নাম কি? What is his name?




Who এর ব্যবহারঃ

Who এর ব্যবহারের নিয়ম খুবি সোজা। Who অর্থ কে। কোনো ব্যক্তি কে বোঝাতে বা ব্যক্তির নাম বোঝাতে who দিয়ে প্রশ্ন করা হয়। যেমন- তোমার বন্ধু কে? Who is your friend? কে হয় একজন কৃষক? Who is a farmer?




Whom এর ব্যবহারঃ

Whom অর্থ কাকে। Whom মূলত who এর object রূপ বা objective রূপ (subject object ও person সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন)। কোনো ব্যক্তি কে বোঝাতে whom ব্যবহার করা হয়। who দ্বারা ব্যক্তিকে সরাসরি বোঝায় কিন্তু whom দ্বারা কোনো ব্যক্তি দ্বারা অন্য ব্যক্তি কে বোঝালে whom ব্যবহার করা হয়। যেমন- তুমি কাকে চাও? Whom do you want?




Whose এর ব্যবহারঃ

Whose অর্থ কার বা কাহার। Who এর possessive রূপ হিসেবে whose ব্যবহার করা হয় (possessive সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন)। কোনো বস্তু বা কোনো কিছু কার বা কাহার এমন প্রশ্ন করতে whose ব্যবহার করা হয়। Whose দ্বারা ব্যক্তিকে নির্দেশ করে। যে বস্তু সম্পর্কে জানতে চাওয়া হয় সেই বস্তুটি সবসময় whose এর পরে বসে। Whose pen, whose book ইত্যাদি। যেমন- এই কলমটি কার? Whose pen is this? 




Why এর ব্যবহারঃ

Why অর্থ কারণ বা কেন বা কি কারণে। সাধারন্ত কোনো কিছু সংঘটিত হওয়ার কারণ জানতে why দিয়ে প্রশ্ন করা হয়। যেমন- তুমি কেনো সেখানে গিয়েছিলে? Why did you go there? 




When এর ব্যবহারঃ

When শব্দের অর্থ কখন। সাধারন্ত কোনো কিছু সংঘটিত হওয়ার সময় জানতে when ব্যবহার করা হয়ে থাকে। যেমন- তুমি কখন বাড়ি যাবে? When do you go home?




Where এর ব্যবহারঃ

Where শব্দের অর্থ কোথায়। কোনো জায়গা বা স্থানের বা অবস্থানের নাম জানতে where দিয়ে প্রশ্ন করা হয়। যেমন- তোমার বন্ধু কোথায় থাকেন?Where does your friend live in? তোমার কলমটি কোথায়? Where is your pen?




Which এর ব্যবহারঃ

Which অর্থ কোনটা। বহু ব্যক্তি বা বস্তুর মাঝ থেকে কিছু পছন্দ করতে বা বাছাই করতে which ব্যবহার করা হয়। যেমন- তোমার কলম কোনটি? Which is your pen?




How এর ব্যবহারঃ

How অর্থ কেমন। কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থা সম্পর্কে জানতে how ব্যবহার করা হয়। যেমন- তুমি কেমন আছো? How are you? তোমার কলমটি কেমন? How is your pen?




নিচে কিছু Wh-Phrase ব্যবহারের নিয়ম তুলে ধরা হলো- 




What time এর ব্যবহারঃ

সময় জানতে কখন অর্থে What time ব্যবহার করা হয়। যেমন- ক্লাসটি কখন শেষ হবে? What time will the class stop? 




What kind এর ব্যবহারঃ

প্রকার বা শ্রেণী বা ধরন অর্থে what kind ব্যবহার করা হয়। যেমন- সে কোন ধরনের বালিকা ছিলো? What kind of a girl she was?




How many এর ব্যবহারঃ

How many অর্থ কত। কোনো কিছুর সংখ্যা জানতে চাইতে how many ব্যবহার করা হয়। অর্থাৎ সংখ্যা গনণনা অর্থে how many ব্যবহৃত হয়। যেমন- তুমি কত গুলো কলম চাও? How many pens do you want?




How much এর ব্যবহারঃ

কোনো কিছুর মূল্য বা টাকার পরিমান জানতে চাওয়ার ক্ষেত্রে বা কোনো কিছুর সংখ্যা জানতে চাইতে how much ব্যবহার করা হয়। যেমন- কলমটির মূল্য কত হতে পারে? How much does the pen's price?




How old এর ব্যবহারঃ

কারো বয়স জানতে চাইতে how old ব্যবহার করা হয়। যেমন- তোমার বয়স কত? How old are you?




How long এর ব্যবহারঃ

দৈর্ঘ্য বা প্রস্থ বা লম্বা জানতে চাইতে how long ব্যবহার করা হয়। যেমন- তোমার কলম কতটুকু লম্বা? How long is your pen?




How far এর ব্যবহারঃ

দুইটি জিনিসের মাঝে ফারাক, তফাৎ, পার্থক্য বা দূরত্ব জানতে চাইতে how far ব্যবহার করা হয়। যেমন- কলকাতা থেকে ঢাকার দূরত্ব কত? How far is Dhaka from Kolkata?




How often এর ব্যবহারঃ

কত সংখ্যাক বা কতবার বোঝাতে how often ব্যবহার করা হয়। তুমি কতবার কলমটি নেবে? How often do you take the pen?




How way এর ব্যবহারঃ

কোন প্রকারে বা কোন উপায়ে জানতে চাইতে how way ব্যবহৃত হয়। তুমি কোন উপায়ে লিখবে? How way will you write?




How come এর ব্যবহারঃ

কোন কারণে অর্থে how come ব্যবহার করা হয়। যেমন- তুমি কি কারণে এটি করেছ? How come have you done?




Example: Wh Question & Answer:


1. What is your name? 

Ans: My name is Rodela.

2. How are you? 

Ans: I am fine.

3. How many books do you need? 

Ans: I want a book.

4. Which pen do you need? 

Ans: I need this red pen.

5. Whom do you want? 

Ans: I want you.

6. Who is your brother? 

Ans: K-Mahmud is my brother.

7. Where did you stay? 

Ans: I stood in Dhake.

8. When will you go? 

Ans: I will go tomorrow.

9. Why had she hated you? 

Ans: She had hatted me for my mistook.

10. How old is your pet? 

Ans: My pet is five years old.



কে-মাহমুদ

০৯-০২-২১

নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।

আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon