Preposition এর সহজ ব্যবহার, শেখার নিয়ম ও কবিতা
- Preposition কি বা কাকে বলে
- কবিতা ও ছন্দে Preposition এর ব্যবহার
- Preposition শেখার সহজ শর্ট ও সংক্ষিপ্ত নিয়ম
- Preposition এর চার্ট বা তালিকা
- প্রকারভেদ ও বিস্তারিত নিয়ম
Preposition শেখার সহজ নিয়ম ও কবিতা |
Preposition এর উৎপত্তিঃ
আমরা কি কখনো ভেবে দেখেছি preposition এর কিভাবে উৎপত্তি হলো? ইংরেজীতে কোনো sentence বা বাক্যে ব্যবহৃত noun বা pronoun গুলোর মাঝে যে সম্পর্ক তৈরি হয় তা প্রকাশের জন্য যে অতিরিক্ত শব্দ বা word ব্যবহার করা হয় তা থেকে preposition এর উৎপত্তি। পদগত দিক দিয়ে বা parts of speech বা পদপ্রকরণ এর দিক দিয়ে বাংলায় ব্যবহৃত অব্যয় কে ইংরেজীতে ৪ টি অব্যয়ে ভাগ করা হয়। ইংরেজীতে ব্যবহৃত অব্যয় সমূহের এক ভাগের নাম "সামনে-বসা" অব্যয়। সামনে-বসা অব্যয় কে ইংরেজীতে preposition বলে। অব্যয় জাতীয় শব্দ বা পদের মূলত প্রকৃত কোনো অর্থ নেই। তাই preposition এর প্রকৃত কোনো অর্থ নেই। Noun ও pronoun এর সম্পর্ক অনুযায়ী preposition বাক্যে ব্যবহৃত হয়।
Preposition কি বা কাকে বলেঃ
ইংরেজী Pre অর্থ পূর্বে বা আগে এবং position অর্থ অবস্থান। Pre+position অর্থ পূর্বে+অবস্থান। সুতারং preposition অর্থ পূর্বে অবস্থান। ইংরেজী বাক্যে ব্যবহৃত কোনো noun বা pronoun এর সাথে সেই বাক্যে থাকা অন্য সকল noun বা pronoun এর সম্পর্ক বোঝাতে noun বা pronoun এর পূর্বে বা আগে যে সকল শব্দ বা word ব্যবহৃত হয় তাকে preposition বা পদান্বয়ী অব্যয় বলে।
Preposition কোথায় বসে বা এর অবস্থানঃ
Preposition শেখার নিয়ম ও ব্যবহার জানতে প্রথমে এর অবস্থান সম্পর্কে জানা প্রয়োজন। Preposition বাক্যে থাকা noun বা pronoun এর আগে বসে। Subject এ থাকা noun বা pronoun এর সাথে বাক্যে অন্যান্য বা বাকি সব noun বা pronoun এর কিরূপ সম্পর্ক রয়েছে সেটা প্রকাশ করতে অন্যান্য বা বাকি সব noun বা pronoun এর আগে preposition ব্যবহার করা হয়। যেমন- 'রোদেলা বিদ্যালয়ে যায়' বাক্যে 'রোদেলা' শব্দটি noun হলেও subject সুতারং এর আগে preposition বসবে না। কিন্তু বাক্যে থাকা অন্য আরেকটি noun 'বিদ্যালয়' সুতারং এর আগে preposition বসবে। Subject এ থাকা noun এর সাথে অন্য সকল noun এর সম্পর্ক বোঝাতে preposition ব্যবহার করা হয়। বাক্যে রোদেলার সাথে বিদ্যালয়ের কিরূপ সম্পর্ক তৈরি হয়েছে সে অনুযায়ী 'বিদ্যালয়' শব্দের আগে preposition ব্যবহার করতে হবে।
Preposition হিসেবে যে ধরনের শব্দ ব্যবহৃত হয়ঃ
At, on, by, for, from, after, with, of, off, into, beside, within, across, behind, about, above, before, below, between, beside, along, beyond, on account of, by dint of, infront of, by means of, look for, in stead of, according, assuming, speaking, concerning, reading, on, at, pre(a/o)
Preposition গুলো কি কি বা Preposition এর তালিকাঃ
ইংরেজী বাক্যে বা বাক্য সমূহে preposition হিসেবে যে সকল word বা শব্দ ব্যবহৃত হয় সেগুলোর তালিকা বা চার্ট ব্যবহার জনিত অর্থ হিসেবে নিম্নে তুলে ধরা হলো-
About সম্পর্কে/প্রায় Above-উপরে On-উপরে Up-উপরে Top-উপরে Upon-উপরে Over-উপর দিয়ে Down-নিচে Across-আড়াআড়ি After-পরে Next-পরে/পরের Against-বিরুদ্ধে Ahead-সামনাসামনি Along-সোজাসুজি Among-অনেকের মাঝে Around-চারিপাশে/প্রায় |
At-প্রতি/তে Away-দূরে Off-বাইরে/দূরে Out-বাইরে By-দ্বারা With-দ্বারা/সাথে But-কিন্তু/ছাড়া Below-নিম্নে Before-আগে/পূর্বে Behind-পিছনে Beside-পাশে Under-নিচে Bottom-নিচে Beneath-নিচে দিয়ে Through-মাঝদিয়ে/নিক্ষেপ Throughout-পুরোপুরিভাবে |
In-ভিতরে Into-বাহির হতে ভিতরে Besides-এছাড়া/তাছাড়া Without-ছাড়া/ব্যতিত Between-দুয়ের মাঝে During-ওই সময়ে For- কারনে/জন্যে Since-যেহেতু Towards-দিকে From-থেকে To-প্রতি Then-চেয়ে/থেকে Of-এর/র Till- যতক্ষন পর্যন্ত Untill-যতক্ষন পর্যন্ত না Within-মাঝে/সময়ের মাঝে |
Preposition এর কবিতা বা ছন্দে ছন্দে Preposition এর ব্যবহারঃ
নিম্নে ছন্দে ছন্দে কবিতা ও ছন্দে মজায় মজায় ও ছড়ায় ছড়ায় বা গানে গানে preposition এর ব্যবহার তুলে ধরা হলো-
Preposition এর কবিতা
লেখকঃ কে-মাহমুদ
Preposition এর কবিতা-১ গ্রাম থেকে শহরে নগর থেকে দেশে এদের আগে in হয় বলছি নাকো মিছে। সপ্তাহ, মাস আর বছর শেষে কয়েক দশক পরে, স্বর্ন যুগের শতাব্দীতে ঋতু মনির বিয়ে। বড় বড় গাড়ি করে সকাল দুপুর সাজে সন্ধ্যা হলে in বেটা ঢুকল মনের মাঝে।
Preposition এর কবিতা-২ ছোট জায়গা ছোট সংখ্যা নির্দিষ্ট সময় At বসে ঐ আগের মতই ফেস্টিভেলের বেলায়। প্রভাত-দুপুর গোধূলি-রাত চুপিসারে মিঠাই অদক্ষতায় At বসিয়ে দক্ষ বাবুর বাসায়।
Preposition এর কবিতা-৩ সাথে থাকলে with হয় বন্ধ থাকলে off একটু দূরে লেগে থেকে তখন হয় above.
Preposition এর কবিতা-৪ এপাশ থেকে ওপাশে বাধাহীন যেয়ে across বসে এটা জানি of হয় 'এরে'। গতির সাথে উপর দিয়ে over বেটা চলে, বয়ে গেলে below বসে, under মিয়ার নিচে। Preposition এর কবিতা-৫
স্পর্শ আর দিনের আগে on জানি বসে দ্বারা সৃষ্টি আশে পাশে by বেটা হাসে।
Preposition এর কবিতা-৬ বাহির হতে ভিতরে into যখন হয় দিকে থাকলে to তখন, with সাথে রয়।
Preposition এর কবিতা-৭ ভিতর থেকে বাহিরে outof বলে বাধা সহ গেলে through মুড off হলে।
Preposition এর কবিতা-৮ For মানে জন্য, সঠিক সময় since আসে অনির্দিষ্ট কোনো এক বেলায়। |
Preposition কত প্রকার বা এর প্রকারভেদঃ
Preposition সাধারন্ত ৬ প্রকার, নিচে বিস্তারিত ভাবে এর নিয়ম ও বিবরন তুলে ধরা হলো-
- ১. Simple Preposition: (With, after, of, off, for, from, on, by, at) একটি শব্দ দ্বারা গঠিত হলে তাকে simple preposition বলে।
- ২. Double preposition: দুটি simple preposition দ্বারা একটি preposition গঠিত হলে তাকে double preposition বলে। (in+to=into, by+side=beside, with+in=within ইত্যাদি)
- ৩. Compound preposition: simple preposition এর পর বা সাথে noun/adjective/adverb যুক্ত হয়ে compound preposition গঠিত হয়। এক সাথে যুক্ত করতে by এর পরিবর্তে be/b লিখতে হয় এবং on এর পরিবর্তে a লিখতে হয়। (by+hind=behind, on+by+out=about, on+cross=across, on+by+up=above, by+fore=before, by+low=below, by+yond=beyond, on+long=along, by+twin=between)
- ৪. Participle preposition: present perticiple (v1+ing) ও past perticiple(v3) বাক্যে preposition এর মতো কাজ করলে তখন তাকে participle preposition বলে। (according, regarding, assuming, concerning, speaking ইত্যাদি)
- ৫. Disguised preposition: per, on, at বা of এই preposition গুলোর পরিবর্তে কোনো বাক্যে o বা a ব্যবহৃত হলে তখন তাকে Disguised preposition বলে। উদাহরণ-seven o'clock. (of এর স্থলে o বসানো হয়েছে)। (a এবং o)
- ৬. Phrase preposition: দুই বা দুই এর বেশি preposition পরপর বা একসাথে বসে একটি preposition এর মতো কাজ করলে তাকে phrase preosition বলে। (by means of, in front of, on account of ইত্যাদি)
Preposition ব্যবহারের সহজ ও শর্ট নিয়মঃ
চিত্রে preposition এর কার্যাবলী ও শেখার সহজ নিয়ম, কৌশল বা টেকনিক চিত্রাকারে দেখানো হয়েছে। চিত্রের নির্দেশনা ভালো করে লক্ষ্য করি-
Preposition এর সহজ ব্যবহার |
চিত্র বিশ্লেষণ-
- ১. গতি বোঝাতে To ব্যবহার করা হয়।
- ২. ভিতরে আছে বোঝাতে in বসে।
- ৩. অবিচ্ছিন্ন হয়ে নিচে বোঝাতে under বসে।
- ৪. কিছুর উপর বিচ্ছিন্ন ভাবে বোঝাতে over বসে।
- ৫. অবিচ্ছিন্ন কারো উপর বোঝালে on বসে।
- ৬. বাইরে থেকে ভিতরে গতি বোঝলে into বসে।
- ৭. কিছু থেকে কিছু বাহির হলে বা to এর বিপরীত বোঝাতে from বসে।
- ৮. বিচ্ছিন্ন ভাবে অনেক দূর পর্যন্ত কিছুর উপর কিছু আছে বোঝাতে above বসে।
- ৯. ভিতর থেকে বাইরে বোঝাতে বা into এর বিপরীত বোঝাতে out of বসে।
- ১০. বিচ্ছিন্ন ভাবে নিচে বোঝালে below বসে।
Preposition এর ব্যবহার - বিস্তারিতঃ
নিম্নে বেশি ব্যবহার হয় এমন preposition সম্পর্কে বিস্তারিত ভাবে তুলে ধরা হলো-
- ১. In এর ব্যবহারঃ বড় স্থান, দীর্ঘ সময়, মাস ও বছর, ভাষা এবং কোনো কিছুর মধ্যে বোঝাতে in. ব্যবহার করা হয়।
- ২. At এর ব্যবহারঃ ছোটো স্থান, নির্দিষ্ট সময়, দক্ষতা, বয়স, তাকানো, কোনো কিছুর দাম, শেষ অবস্থা ইত্যাদি বোঝাতে at বসে।
- ৩. To এর ব্যবহারঃ গতি বোঝাতে, মুখোমুখি বোঝাতে, পরিনাম ও পর্যন্ত বোঝাতে, অনুপাত বোঝাতে, দিকে বোঝাতে to ব্যবহার করা হয়।
- ৪. From এর ব্যবহারঃ কিছু থেকে অন্য দিকে গতি, রোগ শোগ বা কিছুর কারনে কিছু ঘটা বোঝালে from বসে।
- ৫. On এর ব্যবহারঃ উপরে বোঝাতে, সময় ও দিনের নামের পূর্বে, নির্ভরশীলতা বোঝাতে, উপলক্ষ ও অনুসারে বোঝাতে on বসে।
- ৬. Of এর ব্যবহারঃ ভালো কারনে মারাগেলে, কিছু দিয়ে তৈরী বোঝাতে, র/এর বোঝাতে of বসে।
- ৭. For এর ব্যবহারঃ কারণে বা জন্যে অর্থে বা কারো পক্ষে কিছু করা অর্থে for বসে।
- ৮. With এর ব্যবহারঃ সাথে বোঝাতে, কিছু দিয়ে কিছু তৈরী অর্থে with বসে।
- ৯. About এর ব্যবহারঃ কিছু সম্পর্কে বর্ণনা দিতে, প্রায় বা কাছাকাছি অর্থে about বসে।
- ১০. By এর ব্যবহারঃ কারো দ্বারা কিছু সৃষ্টি, পাশে বোঝাতে, ধারাবাহিকতা বোঝাতে by বসে।
- ১১. Off এর ব্যবহারঃ দূরে ও বন্ধ অর্থে off বসে।
- ১২. Below এর ব্যবহারঃ কোনো কিছুর কম বা কিছুর নিচে বোঝাতে below বসে।
- ১৩. Under এর ব্যবহারঃ অবিচ্ছিন্ন ভাবে নিচে ও কারো অধীনে বোঝাতে under বসে।
- ১৪. Between এর ব্যবহারঃ দুই এর মাঝে বোঝাতে between বসে।
- ১৫. Among এর ব্যবহারঃ দুই এর বেশি এর মাঝে কিছু ভাগ করে দিতে among বসে।
Appropriate Preposition কিঃ
ইংরেজী বাক্যে কিছু কিছু শব্দের সাথে কোনো প্রকার নিয়ম ছাড়াই preposition বসে। Idiom বা প্রবাদ বাক্যে এই ব্যবহার বেশি লক্ষ্য করা যায়। Preposition এর এই নিয়ম ছাড়া ইংরেজীতে ব্যবহার হয় বলে এদের appropriate preposition বলে। যেমন-
Aim at-লক্ষ্য রাখা, Agree to-সম্মত হওয়া, Blind of-অন্ধ, Call in-ডাকা, Die by-দুর্ঘটনায় মরা, Die from-কিছু করে মরা, Die of-রোগে মরা, Die out-বিলীন হওয়া।
Preposition চর্চার উপর নির্ভরশীল নিয়ম জেনে preposition এর সম্পূর্ণ ব্যবহার শিখতে গেলে বৃথা চেষ্টা হবে কারণ বেশিরভাগ preposition সাধারন্ত appropriate আকারে থাকে এবং তা নিয়ম ছাড়াই ব্যবহৃত হয়।
আশাকরি Appropriate Preposition শেখার সহজ নিয়ম ও appropriate preposition এর সহজ ব্যবহার নিয়ে খুব দ্রুত হাজির হতে পারবো। সে পর্যন্ত ভালো থাকা হয় যেনো-
কে-মাহমুদ
১১-০২-২১
11 comments
Very good .. thanks
মন্তব্য করার জন্য ধন্যবাদ।
1timeschool এর পক্ষে,
রোদেলা
যদি PDF করার সুযোগ থাকতো তাহলে ভালো হতো💗
মন্তব্যের জন্য ধন্যবাদ।
PDF করার সুযোগ দিলে অসাধু কিছু লোক সাইটের লেখা সহজেই নকল করতে পারে তাই আপাতত এটি বন্ধ রয়েছে।
1timeschool.com এর পক্ষে,
রোদেলা
এটির পিডিএফ পেতে পারি?
দুঃখিত, আমরা এই মুহুর্তে pdf ফাইল দিতে পারছিনা।
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
ইংরেজি চর্চা না করতে করতে একদম ভুলে বসেছি,যদি সহজ করে শিখতে হেল্প করতেন!!!
এখানে আমার সমস্যা হলে এতো বিস্তারিত /এতো লম্বা পড়া সব আমার এলোমেলো হয়ে যায়।
সুন্দর আলোচনা
#Md.fh আপনি পড়ে দেখুন আশাকরি বুঝতে পারবেন।
#alltextbooktips মন্তব্যর জন্য ধন্যবাদ।
নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।
আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon