Conditional sentence এর নিয়ম, প্রকারভেদ ও ব্যবহার - শর্ট পদ্ধতি
- Conditional sentences কি বা কাকে বলে
- প্রকারভেদ, শর্টকাট ও সহজ নিয়ম
- Conditional Sentence এর rules ও বৈশিষ্ট্য
- চার্ট বা ছকে Conditional Sentence
Conditional Sentence |
Conditional Sentence - ভূমিকাঃ
আমরা প্রতিনিয়ত এমন অনেক বাক্য বলে থাকি যেখানে বাক্যের এক অংশের ওপর অন্য অংশ সংঘটিত হবার শর্ত থাকে। এমন শর্ত যুক্ত বাক্য কেই মূলত সাধারণ ভাবে conditional sentence বলে। আজ আমরা বাংলায় সহজ, শর্ট বা সংক্ষিপ্ত, ছক বা চার্ট আকারে conditional sentence গঠণের নিয়ম পদ্ধতি বা কৌশল সম্পর্কে শিখবো। এখন থেকে ইংরেজী বাক্য রূপান্তর ও বাক্য সম্পূর্ণ করা হবে খুব সোজা। দূর্বল ছাত্র-ছাত্রী দের ইংরেজী ভয় দূরকরণে আমাদের এই প্রচেষ্টা। আশাকরি মজায় মজায় বা ছন্দ আকারে গল্পে গল্পে ইংরেজীতে দক্ষ হতে পারবো।
Conditional sentence কাকে বলেঃ
Conditional sentence (কন্ডিশনাল সেন্টেন্স) কি বা কাকে বলে, এই প্রশ্ন অনেকের মনে প্রায়ি এসে থাকে। Changing বা transformation of sentence বা অর্থ পরিবর্তন না করে বাক্যের রূপ পরিবর্তন এবং completing sentence এ conditional sentence এর গুরুত্ব রয়েছে। ইংরেজী conditional sentence অর্থ শর্ত যুক্ত বাক্য। অর্থাৎ যে সকল বাক্য অর্থগত দিক দিয়ে বাক্যের এক অংশের সাথে অন্য অংশ সংঘটিত হবার অর্থগত শর্ত থাকে সে সকল বাক্যকে conditional sentence বলে। এটা করলে তবেই ওটা করবো এমন অর্থের বাক্য বা sentence কে conditional sentence বলে।
If এর সাথে condition বা শর্তের সম্পর্কঃ
If শব্দের অর্থ যদি। সাধারন্ত প্রত্যেকটি conditional sentence এ যদি বা if কথাটি উল্লেখ থাকে। যেহেতু একটি কথার সাথে অন্য কথার শর্ত যুক্ত সম্ভাবনা থাকে তাই if বা যদি শব্দ ছাড়া শর্তযুক্ত বাক্য বা conditional sentence গঠিত হয় না। তাই প্রতিটি শর্তযুক্ত বাক্যে if শব্দটি যুক্ত থাকে। If বাক্যের শুরুতে বা দুটি বাক্যাংশের মাঝে থাকতে পারে।
Conditional Sentence এর প্রকারভেদঃ
Conditional sentence কত প্রকার সেটা জানার আগে এটা জানা প্রয়োজন যে শর্ত আমরা কিভাবে দিয়ে থাকি বা কোন কোন সময়ে দিয়ে থাকি। আমরা অতীত, বর্তমান ও ভবিষ্যতে যে ভাবে শর্ত দিয়ে থাকি সেগুলো আবার হ্যা বোধক আকারে আবার না বোধক আকারে দিয়ে থাকি। যেমন, "তুমি ভালো বসলে তবেই সে তোমাকে ভালোবাসবে।" বা "তুমি ভালো না বাসলে সে তোমাকে ভালোবাসবে না।" এভাবে শর্ত আরোপ করা যায়। সময় কাল বা tense অনূযায়ী এবং হ্যা ও না বোধক শর্ত আরোপের ওপর ভিত্তি করে conditional sentence কে সাধারন্ত ৩ টি ভাগে ভাগ করা হয়ে থাকে, যথা-
- ১. First Conditional Sentence
- ২. Second Conditional Sentence
- ৩. Third Conditional Sentence
Conditional Sentence গঠণের শর্ট, সংক্ষিপ্ত ও মনে রাখার কৌশলঃ
- ১. Conditional sentence এ ২ টি অংশ থাকে, যে কোনো অংশে if বসতে পারে।
- ২. এক অংশে if বসালে অন্য অংশে if বসানো যাবে না। অর্থাৎ ২য় অংশে if থাকলে ১ম অংশে if হয় না এবং ১ম অংশে if থাকলে ২য় অংশে if হয় না।
- ৩. যদি if যুক্ত অংশে v1 থাকে তবে if বিহীন অংশে shall/will+v1 বসবে।
- ৪. যদি if যুক্ত অংশে v2 থাকে তবে if বিহীন অংশে should/would+v1 বসবে।
- ৫. যদি if যুক্ত অংশে had+v3 থাকে তবে if বিহীন অংশে should have+v3/would have+v3 বসবে।
1'st conditional sentence কি বা কাকে বলে এর বৈশিষ্ট্যঃ
1'st condition বা ১ম শর্ত থেকে first conditional sentence এর উৎপত্তি। সাধারন্ত যে সকল ঘটনা present tense বা বর্তমান সময়ে বাস্তবে ঘটে বা ঘটার সম্ভাবনা রয়েছে সে সকল শর্ত যুক্ত বাক্য কে 1'st conditional sentence বলে। যেমন- যদি তুমি ভাত খাও, তবে আমি ভাত খাবো।
বৈশিষ্ট্য-
- ১. এটি বর্তমান বা present indefinite tense যুক্ত বাক্য।
- ২. If যুক্ত অংশে সর্বদা v1 ব্যবহার করতে হয়।
- ৩. If বিহীন অংশে subject এর পর বেশিরভাগ ক্ষেত্রে shall বা will ব্যবহার করা হয়।
2'nd conditional sentence কি বা কাকে বলে এর বৈশিষ্ট্যঃ
2'nd conditional sentence বা ২য় শর্তযুক্ত বাক্য বলতে অতীত কালের এমন ঘটনা বা শর্তকে বোঝায় যা ঘটতে পারতো কিন্তু ঘটেনি এবং আর ঘটা কখনো সম্ভাব নয়। সুতারং 2'nd conditional sentence বলতে অতীত কালে ঘটতে পারতো কিন্তু ঘটেনি এমন শর্তযুক্ত বাক্য কে বোঝায়। যেমন- যদি তুমি বাংলাদেশে বাস করতে, তবে বাংলা ভাষা ভালো করে শিখতে পারতে।
বৈশিষ্ট্য-
- ১. এটি অতীতে ঘটতো বা past indefinite tense যুক্ত বাক্য।
- ২. If যুক্ত অংশে সর্বদা v2 ব্যবহার করতে হয়।
- ৩. If বিহীন অংশে subject এর পর বেশিরভাগ ক্ষেত্রে should বা would ব্যবহার করা হয়।
3'rd conditional sentence কি বা কাকে বলে এর বৈশিষ্ট্যঃ
3'rd conditional sentence বা ৩য় শর্তযুক্ত বাক্য বলতে অতীত কালের এমন ঘটনা বা শর্তকে বোঝায় যা কখনো-ই ঘটতো না এবং আর ঘটা কখনো সম্ভবো ছিলো না। সুতারং 3'rd conditional sentence বলতে অতীত কালে কখনো ঘটতে পারতো না বা ঘটেনি শুধু কল্পনা বা অবাস্তব ছিলো এমন শর্তযুক্ত বাক্য কে বোঝায়। যেমন- যদি তুমি বেশি করে ভাত খেতে, তবে মনোযোগ সহকারে পড়তে পারতে।
বৈশিষ্ট্য-
- ১. এটি অতীতে ঘটেনি এবং বস্তবে আর সম্ভব নয় এমন past perfect tense যুক্ত বাক্য।
- ২. If যুক্ত অংশে সর্বদা had + v3 ব্যবহার করতে হয়।
- ৩. If বিহীন অংশে subject এর পর বেশিরভাগ ক্ষেত্রে should have বা would have ব্যবহার করা হয়।
Conditional Sentence এর গঠণ বা Structure:
- ১. 1'st conditional = এক অংশে if+v1+obj এবং অন্য অংশে sub+shall/will+v1+obj
- ২. 2'nd conditional = এক অংশে if+v2+obj এবং অন্য অংশে sub+should/would+v1+obj
- ৩. 3'rd conditional = এক অংশে if+had+v3+obj এবং অন্য অংশে sub+should have/would have+v3+obj
ছক বা চার্ট আকারে conditional sentence এর রুলস (rules) বা পদ্ধতিঃ
1'st condi
| 2'nd condi
| 3'rd condi
|
Conditional Sentence এর ব্যবহার বা করার সহজ নিয়মঃ
Conditional sentence বেশিরভাগ ক্ষেত্রে grammar অংশের completing sentence অংশে পড়ে থাকে। Completing sentence, fill in the gap বা বাক্য গঠণ এর ক্ষেত্রে conditional এর নিয়ম ও ব্যবহার পদ্ধতি নিম্নে উদাহরণ সহ নানান ভাবে বিশ্লেষণ করা হলো-
উদাহরণ-১
"যদি আমি ভাত খাই, তবে সে ভাত খাবে।"
বাক্যটি ইংরেজীতে অনুবাদ করতে ধাপ সমূহ হবে নিম্ন রূপ-
ধাপ-১. বাক্যে "যদি" শব্দটি আছে এবং আগের অংশের উপরি পরের অংশ ঘটার সম্ভাবনা আছে এবং if বা যদি যুক্ত অংশ বর্তমান কালের বিবরণ দিচ্ছে ফলে বাক্যটি first conditional sentence এর নিয়মে গঠণ করতে হবে।
ধাপ-২. বাক্যের প্রথমে if লিখতে হবে এবং if যুক্ত অংশ If+sub+v1+ob অনুযায়ী গঠণ করতে হবে।
ধাপ-৩ If এর পর if যুক্ত অংশের subject হিসেবে I (আমি) লেখলে If I দাঁড়াবে।
ধাপ-৪ বাক্যের v1 খাই(eat), sub এর পর লেখলে If I eat দাঁড়াবে।
ধাপ-৫ If যুক্ত অংশের object ভাত(rice) If I eat. এর পর লেখলে if যুক্ত অংশ হবে, If I eat rice, ফলে if যুক্ত অংশ সম্পূর্ণ হবে।
ধাপ-৬ এবার if বিহীন অংশ সম্পূর্ণ করতে হবে, বাক্যটি first conditional হওয়ায় if বিহীন অংশের গঠণ হবে sub+shall/will+v1+ob অনুযায়ী ।
ধাপ-৭ if বিহীন অংশের sub=সে(he), v1=খাবে(eat), object=ভাত(rice) সুতারং if বিহীন অংশ দাঁড়াবে, he+will+eat+rice বা he will eat rice.
ধাপ-৮ অবশেষে first conditional এর নিয়ম অনুযায়ী বাক্যটি হবে, If I eat rice, he will eat rice.
উদাহরণ-২
"যদি আমি ভাত খেতাম, তবে সে ভাত খেতেন।"
বাক্যটির ইংরেজী অনুবাদ করতে ধাপ সমূহ হবে নিম্নরূপ-
ধাপ-১ অতীত কালের শর্ত বলে বাক্যটি 2nd conditional এর গঠণ If+sub+v2+obj, sub+should/would+v1+obj অনুযায়ী করতে হবে।
ধাপ-২ if যুক্ত অংশের sub=আমি(I), v2=খেতাম(ate), obj=ভাত(rice), সুতারং if যুক্ত অংশ হবে, if+i+ate+rice বা If I ate rice.
ধাপ-৩ If বিহীন অংশের, sub=সে(he), v1=খেতেন(eat), obj=সে(he), সুতারং if বিহীন অংশ হবে, he+would+eat+rice বা he would eat rice.
ধাপ-৪ সম্পূর্ণ বাক্য দাঁড়াবে, If I ate rice, he would eat rice.
উদাহরণ-৩
If I had eaten rice------------বাক্যটি সম্পূর্ণ করতে হবে।
ধাপ-১ If যুক্ত অংশে had+v3 থাকায় এটি 3'rd conditional এর নিয়ম অনুযায়ী করতে হবে।
ধাপ-২ বাক্যাংশের অর্থ, যদি সে ভাত খেতেন------- সুতারং if বিহীন অংশ বা শূন্যস্থানে ইচ্ছামত মিলিয়ে আরেকটি বাক্যাংশ তৈরি করতে হবে। মনেকরি শূন্যস্থানে বসাবে, তবে সে স্কুলে যেতেন।
ধাপ-৩ তবে সে স্কুলে যেতেন - এটি if বিহীন অংশ এবং 3'rd conditional এর নিয়ম অনুযায়ী করলে দাঁড়াবে, sub+should have/would have+v3+obj বা, he would have gone to school.
উদাহরণ-৪
He would do it, if you-----to school. শূন্যস্থান পূর্ণ করো।
ধাপ-১ বাক্যে প্রথম অংশ if বিহীন অংশ এবং গঠণ sub+would+v1+ob যা 2'nd conditional এর if বিহীন অংশের গঠণের সাথে সম্পূর্ণ রূপে মিলে যায়, সুতারং if যুক্ত অংশ বা ২য় অংশ 2nd conditional এর নিয়ম অনুযায়ী করতে হবে।
ধাপ-২ if বিহীন বা ২য় অংশ হবে if+sub+v2+ob, বাক্যাংশে v2 অংশে কিছু নাই বলে একটি v2 বা verb এর ২য় রূপ আনতে হবে।
ধাপ-৩ If বিহীন অংশে নতুন ইচ্ছামতো একটি verb আনতে হবে। এখানে, যদি তুমি স্কুলে যেতে, লিখলে বা এমন বাক্যাংশ লিখলে ২য় অংশের অর্থ সম্পূর্ণ হয়, যেখানে v2=যেতে(went), সুতারং শূন্যস্থানে went বা এমন v2 জাতীয় শব্দ বসবে।
Exercise:
1. He goes to school-------- Ans: If he will eate rice.
2. If you did the work----- Ans: you would earn it.
3. If he-----gone to school, he would have made a good result. Ans: had
4. I would do it, If I-----you. Ans: were (কল্পনা হওয়ায় was না বসিয়ে were বসানো হয়েছে)
5. যদি তুমি আসতে, তবে আমি যেতাম। Ans: If you came, I should go.
কে-মাহমুদ
৫-২-২১
নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।
আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon