Completing Sentence করার সহজ ও শর্ট টেকনিক
- Completing Sentence কি বা কাকে বলে
- সহজ, শর্ট ও সংক্ষিপ্ত কৌশল, সকল নিয়ম
- Completing Sentence এর সহজ Rules
- দূর্বল ছাত্রদের জন্য Completing Sentence
- নিয়ম না জেনে Completing Sentence
নিয়ম ছাড়াই Completing Sentence |
Completing Sentence কি বা কাকে বলেঃ
ইংরেজি 'Complete' অর্থ পূর্ণ করে ফেলা বা শেষ করে ফেলা। সুতারং 'Completing' অর্থ পূর্ণতার বা পূর্ণভাবে শেষ করা। অন্যদিকে 'Sentence' অর্থ বাক্য। Completing Sentence অর্থ বাক্য পূর্ণ করা বা বাক্য সম্পূর্ণ করা বা পূর্ণভাবে শেষ করা। বাক্যের কোনো অংশ কে clause বা বাক্যাংশ বলে। কয়েকটি বাক্যাংশের সমন্বয়ে বাক্য গঠিত হয়। বাক্যের কোনো অংশ দেওয়া থাকলে বাকি অংশটুকু অর্থ, বিষয়, গঠণ ও ভাবগত ভাবে ইংরেজী গ্রামার (Grammar) ও টেন্স (Tense) এর নিয়ম অনুসরণ করে অর্থ অনূযায়ী পূর্ণভাবে সমাপ্ত বা শেষ করাকে Completing Sentence বা বাক্য সম্পূর্ণ করণ বলে।
Completing Sentence এর সহজ, শর্ট ও সংক্ষিপ্ত নিয়মঃ
বাক্য বা Sentence কে সম্পূর্ণ করতে কিছু টেকনিক অবলম্বন করা যায়। কিছু কৌশল বা টেকনিক অনূসরন করে একি ধরনের একাধিক বাক্যকে সম্পূর্ণ করে প্রশ্নে পূর্ণ নম্বর পাওয়া সম্ভব। বাংলা ভাষায় আমরা ইচ্ছা মতো বাক্যকে সম্পূর্ণ করতে পারলেও ইংরেজীতে দূর্বলতার জন্য অনেক সময় ইংরেজী বাক্য বুঝি না তাই সঠিক নিয়মে সম্পূর্ণ করতে পারি না। সহজ, শর্ট, সংক্ষিপ্ত পদ্ধতি বা কৌশল বা রুলস (Rules) অনুসরণ করে আশাকরি দূর্বল ছাত্ররাও বাক্য কমপ্লিট বা সম্পূর্ণ করতে পারবে। নিম্নে Completing Sentence এর শর্ট (short) ও সহজ টেকনিক (tecnic) গুলো ধারাবাহিক ভাবে তুলে ধরা হয়েছে। এখানে completing sentence এর সব বা সকল নিয়ম এক সাথে তুলে ধরা হলো। নিয়ম ছাড়াই Completing Sentence এর কৌশল শিখে আশাকরি আমরা সকলেই খুব সহজেই Completing Sentence এর দূর্বলতা গুলো দূর করতে পারবো।
Lest যুক্ত বাক্যের শর্ট টেকনিকঃ
বাক্যে Lest এর ব্যবহার থাকলে lest এর পর যে কোনো subject বা কর্তা যেমন you বসিয়ে তার পর should miss something বসালেই বাক্য Complete হয়ে যাবে। Lest অর্থ পাছে ভয় হয় এমন বা নইলে হয়তো হারিয়ে ফেলবে এমন।
যেমন-
Example 1 - Run fast lest you ( দ্রুত দৌড়াও নইলে হয়তো তুমি) ---------------
Answer - Run fast lest you should miss something. (দ্রুত দৌড়াও নইলে হয়তো তুমি কিছু হারিয়ে ফেলবে।)
Example 2 - Take it lest (ইহা নাও নইলে হয়তো) ---------------
Answer - Take it lest you should miss something. (ইহা নাও নইলে হয়তো তুমি কিছু হারিয়ে ফেলবে।)
Example 3 - Go slow lest (ধীরে চলো নইলে হয়তো) ---------------
Answer - Go slow lest you should miss something. (ধীরে চলো নইলে হয়তো তুমি কিছু হারিয়ে ফেলবে।)
So that বা in order that যুক্ত বাক্য complete এর শর্ট টেকনিকঃ
বাক্যের মাঝে so that থাকলে বাক্যে থাকা Subject পুনরয় বসানোর পর can implement it অথবা could implement it বসালেই বাক্য complete হয়ে যাবে। বাক্য present tense এ থাকলে can implement it এবং বাক্য past tense এ থাকলে could implement it বসাতে হয়। So that শব্দের অর্থ যাতে। অন্যদিকে can implement it অর্থ ইহা সম্পূর্ন করতে পারো এবং could implement it অর্থ ইহা সম্পূর্ণ করতে পারতো।
যেমন-
Example 1 - You do it so that (তুমি ইহা করো যাতে)--------
Answer - You do it so that you can implement it. (তুমি ইহা করো যাতে তুমি ইহা সম্পূর্ণ করতে পারো।)
Example 2 - She loved me so that (সে আমাকে ভালোবাসতো যাতে)--------
Answer - She loved me so that she could implement it. (সে আমাকে ভালোবাসতো যাতে সে ইহা সম্পূর্ণ করতে পারে।)
Unless বাক্যে প্রথমে থাকলে complete করার সহজ কৌশলঃ
বাক্যের শুরুতে unless বা if+not থাকলে বাক্যে থাকা subject বা কর্তা পুনরয় ব্যবহার করে তার পর will not overcome বসালেই বাক্য complete হয়ে যাবে। Unless এর পূর্ণরূপ If+not এবং অর্থ যদিনা। অন্যদিকে will not overcome অর্থ ব্যপারটি কাটিয়ে উঠতে পারবে না বা উত্তীর্ণ হতে পারবে না।
যেমন-
Example 1 - Unless you read more (যদি তুমি বেশি করে না পড়ো)---------
Ans : Unless you read more, you will not overcome. (যদি তুমি বেশি করে না পড়ো, তুমি উত্তীর্ণ হতে পারবে না।)
Example 2 - Unless he work hard (যদি সে কঠোর পরিশ্রম না করে)---------
Ans - Unless he work hard, he will not overcome. (যদি সে কঠোর পরিশ্রম না করে, সে কাটিয়ে উঠতে পারবে না।)
Unless বাক্যের মাঝে থাকলে complete করার সহজ নিয়মঃ
Unless এর পূর্ণরূপ if+not এবং অর্থ যদিনা। বাক্যের মাঝে Unless বা if+not থাকলে বাক্যে থাকা subject বা কর্তা পুনরয় বসাতে হবে এবং এর পর do it অথবা does it বসিয়ে বাক্য complete করতে হবে। Do it বা does it অর্থ ইহা করো।
যেমন-
Example 1 - We shall fail in the exam unless (আমরা পরীক্ষায় ফেল করবো যদিনা) ----------
Answer - We shall fail unless we do it.(আমরা পরীক্ষায় ফেল করবো যদিনা আমরা ইহা করি।)
বাক্যের মাঝে As if বা As though যুক্ত থাকলে Complete করার শর্ট পদ্ধতিঃ
As if বা As though অর্থ 'যেনো' বা 'এমন ভাব করে যেনো'। As if অথবা As though যুক্ত বাক্য পূর্ণ করতে As if বা As though এর পর বাক্যে থাকা subject বা কর্তা পুনরয় বসাতে হবে এবং তার পর were all in all অথবা had been all in all বসিয়ে বাক্য complete করতে হবে। বাক্য present tense এ থাকলে বা বাক্যে verb এর ১ম রূপ থাকলে were all in all এবং বাক্য past tense এ থাকলে বা বাক্যে verb এর ২য় রূপ থাকলে had been all in all বসাতে হবে। Were all in all অর্থ যেনো সে সর্বেসর্বা এবং had been all in all অর্থ যেনো সর্বেসর্বা ছিলো। সর্বেসর্বা অর্থ সব পারে এমন।
যেমন-
Example 1 - He says as if (সে এমনভাবে বলে যেনো) ---------
Answer - He says as if he were all in all. (সে এমনভাবে বলে যেনো সে সব পারে।)
Example 2 - He said as though (সে এমনভাবে বলেছিল যেনো) -----------------
Answer - He said as though he had been all in all. (সে এমনভাবে বলেছিল যেনো সে সব পারতো।)
বাক্যের মাঝে too-------to থাকলে complete করার সংক্ষিপ্ত নিয়মঃ
বাক্যের মাঝে too-----to থাকলে to এর পর overcome it বসালেই বাক্য complete হয়ে যাবে। too----to অর্থ এতো যে। অন্যদিকে to overcome it অর্থ ব্যপারটি কাটিয়ে ওঠার জন্যে অক্ষম বা বিষয়টিতে উত্তীর্ণ হওয়ার জন্যে অক্ষম।
যেমন-
Example - He is too busy to (সে এতো ব্যস্ত যে) -------
Answer - He is too busy to overcome it. (সে এতো ব্যস্ত যে ব্যপারটি কাটিয়ে উঠতে অক্ষম।)
বাক্যের মাঝে Since থাকলে Complete করার শর্ট কৌশলঃ
Since সময় বোঝাতে ব্যবহৃত হয় এবং অর্থ যখন। বাক্যের মাঝে since থাকলে since এর পর I saw you অথবা I had seen you বসালেই বাক্য complete হয়ে যাবে। বাক্য present tense এ থাকলে বা বাক্যে verb এর রূপ অনূযায়ী ১ম রূপ থাকলে i saw you এবং বাক্য past tense এ থাকলে বা বাক্যে verb এর ২য় রূপ থাকলে i had seen you বসাতে হবে। I saw you অর্থ আমি তোমাকে দেখেছিলাম এবং I had seen you অর্থ আমি তোমাকে দেখতাম।
যেমন-
Example 1 - It is long time pass since (ইহা বহু সময় অরিবাহিত হয়েছে যখন) --------------
Answer - It is long time pass since I saw you. (ইহা বহু সময় অতিবাহিত হয়েছে যখন আমি তোমাকে দেখেছিলাম।)
Example 2 - Ten months passed since (দশ মাস অতিবাহিত হয়েছিল যখন)------------
Answer - Ten months passed since I had seen you. (দশ মাস অতিবাহিত হয়েছিল যখন আমি তোমাকে দেখতাম।)
বাক্যের মাঝে who, which, what, that, whose, whom থাকলে complite করার সহজ কৌশলঃ
who(কে), which(কোনটি), what(কি), that(ঐটি), whose(যারা/কারা), whom(কাকে) এর পর am wonder/is wonder, are wonder/was wonder/were woder বসালেই বাক্য complite হয়ে যাবে।
যেমন-
Example 1 - I like the girl who(আমি একটি বালিকাকে পছন্দ করি যে) --------
Answer - I like the girl who is wonder.(আমি একটি বালিকাকে পছন্দ করি যে হয় বিস্ময়কর।)
Example 2 - I had a cat which(আমার একটি বিড়াল ছিল যেটি)---------
Anawer - I had a cat which was wonder. (আমার একটি বিড়াল ছিলো যেটি হয় বিস্ময়কর।)
শুরুতে When, Where, How, Since, As, Because থাকলে Assertive sentence গঠণের সহজ নিয়মঃ
When অর্থ যখন বা তখন, Where অর্থ যেখানে বা সেখানে, How অর্থ যেভাবে বা সেভাবে, Since অর্থ যখন বা যেহেতু, As অর্থ যেহেতু বা মতো বা সেহেতু, Because অর্থ কারনে বা জন্যে।When/Where/How/Since/As/Because যুক্ত অংশ যে tense এ থাকবে তার পরের অংশ সেই tense এই হবে অর্থাৎ subject+v1/v2+object বসালেই হয়ে যাবে। তবে আগের অংশের সাথে মিল হয় এমন অর্থ বোধক বাক্যাংশ লিখে বাক্য সম্পূর্ন করতে হবে।
যেমন-
Example 1 - Because he loved me, (যেহেতু সে আমাকে ভালোবাসতো,) -----------
Answer - Because he loved me, he wished me. (যেহেতু সে আমাকে ভালোবাসতো, সেহেতু সে আমাকে আশির্বাদ করতো।)
বাক্য in spite of বা despite of বা though বা although দ্বারা শুরু হলেঃ
In spite of ও despite of অর্থ সত্ত্বেও, though ও although অর্থ যদিও। এগুলো দ্বারা বাক্য শুরু হলে পরের অংশ করার সময় আগের অংশের মাঝে থাকা subject পুনরয় ব্যবহার করতে হবে এবং তার পর work well/works well বসালেই বাক্য complete হয়ে যাবে। Subject যদি 3rd person singular number হয় তবে works well না হলে work well বসাতে হবে। অন্যদিকে বাক্যে ১ম অংশে v2 থাকলে worked well বসাতে হবে।
যেমন-
Example 1 - In spite of his being poor(তার দারিদ্রতা সত্ত্বেও)--------
Answer - In spite of his being poor, he works well.(তার দারিদ্রতা সত্ত্বেও সে ভালোভাবে কাজ করে।)
Example 2 - Though he was poor(যদিও সে গরীব ছিলো)-------
Answer - Though he was poor, he worked well. (যদিও সে গরীব ছিলো, তবুও সে ভালো কাজের ছিলো।)
বাক্যের শুরুতে সময় এবং মাঝে when থাকলেঃ
When এর পর subject + woke up বসালেই হয়ে যাবে।
যেমন-
Example 1 - Today is the day when-----
Answer - Today is the day when it woke up.(আজ সেই দিন যখন ইহা জেগে উঠেছিলো।)
বাক্যের মাঝে where থাকলে শর্ট নিয়মঃ
বাক্যের মাঝে where থাকলে where এর পর subject + worked well বসালেই বাক্য complete হয়ে যাবে। Where অর্থ যেখানে এবং worked well অর্থ ভালোভাবে কাজ করতো।
যেমন-
Example 1 - India is the place where(ইন্ডিয়া একটি জায়গা যেখানে) ------------
Answer - India is the place where he worked well.(ইন্ডিয়া একটি জায়গা যেখানে সে ভালোভাবে কাজ করতো।)
Example 2 - Bangladesh is the place where(বাংলাদেশ একটি জায়গা যেখানে) ------------
Answer - Bangladesh is the place where we worked well.(ইন্ডিয়া একটি জায়গা যেখানে আমরা ভালোভাবে কাজ করতাম।)
If যুক্ত হ্যা বোধক বাক্য complete করার সহজ নিয়মঃ
If যুক্ত কোনো বাক্য কে আমরা Conditional Sentence বলে থাকি। তাই এ ক্ষেত্রে Conditional Sentence এর নিয়ম অনুসরণ করতে হবে।
- কোনো অংশে If+sub+v1 থাকলে অপর অংশে একই sub+will/shall+be happy বসাতে হবে।
- কোনো অংশে If+sub+v2 থাকলে অপর অংশে একই sub+should/would+be happy বসাতে হবে।
- কোনো অংশে If+sub+had+v3+obj থাকলে অপর অংশে একই sub+should have/would have+been happy বসাতে হবে।
যেমন-
Example 1 - If you do it(যদি তুমি এটি করো,)--------
Answer - If you do it, you will be happy. (যদি তুমি ইহা করো, তবে তুমি সুখি হবে।)
Example 2 - If you did it, (যদি তুমি এটি করতে,)--------
Answer - If you did it, you would be happy. (যদি তুমি ইহা করতে, তবে তুমি সুখি হতে।)
Example 3 - If you had done it, (যদি তুমি এটি না করতে,)--------
Answer - If you had don it, you would have been happy. (যদি তুমি ইহা না করতে, তবে তুমি সুখি হতে না।)
বাক্যের মাঝে If/provided/providing that/provided that থাকলেঃ
If/provided/providing that/provided that অর্থ যদি। বাক্যের মাঝে if/provided/providing that/provided that থাকলে এর পর it happens properly/it happend properly/it had happend properly বসালেই বাক্য complete হয়ে যাবে।
- বাক্যে আগের অংশে shall/will/can থাকলে it happens properly হবে।
- বাক্যে আগের অংশে should/would/could থাকলে it happend properly হবে।
- বাক্যে আগের অংশে should have/would have থাকলে it had happend properly হবে।
যেমন-
Example 1 - He will agree to meet providing that---------
Answer - He will agree to meet providing that it happens properly.
Example 2 - The bus will start in time provided---------
Answer - The bus will start in time provided that it happens properly.
বাক্যের শুরুতে Had যুক্ত assertive sentence কে complete করার নিয়মঃ
বাক্যের শুরুতে had থাকলে এবং বাক্যের শেষে ফুলস্টপ থাকলে বাক্য সম্পূর্ণ করতে had যুক্ত অংশের subject পুনরয় বসাতে হবে এবং তার পর would have done it/could have done it/might have done it বসালেই বাক্য complete হয়ে যাবে।
যেমন-
Example 1 - Had I loved him, I would have done it.
Example 2 - Had I seen him, I would have done it.
বাক্যের শুরুতে it is time অথবা it is time+sub থাকলে complete করার নিয়মঃ
বাক্যে It is time এর পর to do it এবং it is time+sub এর পর did it বসালেই বাক্য complete হয়ে যাবে।
যেমন-
Example 1 - It is time (ইহা হয় সঠিক সময়)------
Answer - It is time to do it.(ইহা হয় এটি করার সঠিক সময়।)
Example 2 - It is time we ------
Answer - It is time we did it.
Example 3 - It is time for us------------
Answer - It is time for us to do it.
বাক্যের মাঝে So--------that থাকলে complete করার নিয়মঃ
বাক্যে that এর পর subject বসাতে হবে এবং এর পর, can not overcome it অথবা could not overcome it বসালেই বাক্য complete হয়ে যাবে। বাক্য present tense বা v1থাকলে can not overcome it এবং past tense বা v2 থাকলে could not overcome it বসাতে হবে।
যেমন-
Example 1 - Rahim is so poor that (রহিম এতো গরীব যে)---------
Answer - Rahim is so poor that he can not overcome it. (রহিম এতো গরীব যে সে ইহাতে উত্তীর্ণ হতে পারে না।)
বাক্যে by + verb এর সাথে ing থাকলে complete করার নিয়মঃ
বাক্যে নতুন subject ব্যবহার করতে হবে এবং এর পর can solve it বসালেই বাক্য complete হয়ে যাবে। By অর্থ দ্বারা।
যেমন-
Example 1 - By reading more(বেশি করে পড়ার দ্বারা)----------
Answer - By reading more we can solve it.(বেশি করে পড়ার দ্বারা আমরা ইহার সমাধান করতে পারি।)
বাক্যে without + verb এর সাথে ing থাকলে complete করার নিয়মঃ
বাক্যে নতুন subject ব্যবহার করতে হবে এবং এর পর can not solve it বসালেই বাক্য complete হয়ে যাবে। Without অর্থ ছাড়া।
যেমন-
Example 1 - Without reading more(বেশি করে পড়া ছাড়া)----------
Answer - Without reading more we can not solve it.(বেশি করে পড়া ছাড়া আমরা ইহার সমাধান করতে পারি না।)
বাক্যের শুরুতে Would that অথবা sub + wish থাকলেঃ
Would that অথবা sub+wish এর পর পুনরয় বাক্যে থাকা subject ব্যবহার করতে হবে + Subject এর পর was/were এর যেটি ব্যবহার করা উচিৎ তার উল্টোটা ব্যবহার করতে হবে + অবাস্তব object ব্যবহার করতে হবে।
যেমন-
Example 1- I wish(আমার ইচ্ছা)-----
Anawer - I wish I were a king.(আমার ইচ্ছা আমি যদি রাজা হতাম।)
বাক্যে would you mind এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকলেঃ
নিয়ম, Would you mind + verb এর সাথে ing + object এবং দয়া অর্থে would you mind ব্যবহার করা হয়।
যেমন-
Examples 1 - Would you mind(দয়াকরে)----
Answer - Would you mind taking a glass of water?(দয়াকরে এক গ্লাস জল নিতে পারি?)
So much অথবা So many ------- that যুক্ত বাক্যঃ
বাক্য complete করতে, that এর পর বাক্যে থাকা subject পুনরায় বসাতে হবে এবং তার পর ভালো বুঝালে can/could solve properly এবং খারাপ বোঝালে can not/could not solve properly বসালেই বাক্য complete হয়ে যাবে।
যেমন-
Example 1 - There were so many problems that------
Answer - There were so many problems that he could not solve properly.
Example 2 - There are so many problems that------
Answer - There are so many problems that he can not solve properly.
বাক্যের মাঝে how to থাকলেঃ
How to অর্থ কেমন করে। How to এর পর do it বসালেই বাক্য complete হয়ে যাবে।
যেমন -
Example 1 - You do not know how to------
Answer - You do not know how to do it.
বাক্যে no sooner had----than অথবা hardly had----when অথবা scarcely had----when থাকলেঃ
এগুলোর অর্থ যেতে না যেতেই, পৌছানো মাত্রই ইত্যাদি। Than/when অর্থ তখন/যখন। বাক্যে than/when এর পর নতুন একটি subject বসাতে হবে এবং তার পর বাক্যের সাথে মেলে এমন verb এর ২য় রূপ বসালেই বাক্য complete হয়ে যাবে।
যেমন-
Example 1 - No sooner had I reached the station than(আমি স্টেশনে পৌছাতে না পৌছাতে)---------
Answer - No sooner had I reached the station than the train left. (আমি স্টেশনে পৌছাতে না পৌছাতে ট্রেনটি ছেড়ে দিয়েছিলো।)
বাক্যের মাঝে let alone থাকলেঃ
Let alone অর্থ ভাবা যাই না এমন। let alone যুক্ত বাক্যে আগের অংশে verb এর আগে can not/could not বসাতে হয়। Let alone এর পর আগের বাক্যে থাকা সংখ্যা সূচক শব্দের বেশি সংখ্যাক সংখ্যা সূচক শব্দ বসাতে হয়।
যেমন-
Example 1 - You can not get in 3rd class------
Answer - You can not get in 3rd class, let alone 1'st class. (তুমি ৩য় শ্রেণী-ই পেতে পারো না আর ১ম শ্রেণীর কথাতো ভাবায় যায় না।)
বাক্যের মাঝে had better থাকলেঃ
Had better অর্থ উপযুক্ত সময়। Had better এর পর v1+object বসালেই বাক্য complete হয়ে যাবে।
যেমন-
Example 1 - I had better(আমার উপযুক্ত সময়)-------
Answer - I had better like her.(আমার উপযুক্ত সময় তাকে পছন্দ করার।)
বাক্যে would rather বা would sooner থাকলেঃ
Would rather বা would sooner অর্থ বরং। Would rather বা would sooner থাকলে বাক্যে than আনতে হয় এবং than এর আগে V1/V1+object এবং পরে V1/শুধুobject বসালে বাক্য সম্পূর্ণ হয়ে যায়।
যেমন-
Example 1 - He would rather sleep(সে বরং ঘুমবে)--------
Answer - He would rather sleep than eat.(সে বরং ঘুমবে তবু খাবে না।)
Example 2 - Rodela would rather love him(রোদেলা বরং তাকে ভালোবাসবে)--------
Answer - Rodela would rather love him than you.(রোদেলা বরং তাকে ভালোবাসবে তবু তোমাকে নয়।)
বাক্যের মাঝে that থাকলেঃ
ইচ্ছা মতো, করলেই হবে।
যেমন-
Example - He knows that--------
Answer - He knows that I like him.
বাক্যে Suppose, Feel, Imagine, Know, Discover, Assume, Judge যুক্ত শব্দ থাকলেঃ
বাক্য সম্পূর্ণ করতে to be + adjective বসাতে হবে।
যেমন-
Example 1 - I feel to be good.
As long as যুক্ত বাক্যঃ
As long as অর্থ কারন/যেহেতু। As long as এর পর it is done বসালেই বাক্য complete হয়ে যাবে।
যেমন-
Example 1 - Don't move as long as ----------
Answer - Don't move as long as it is done. (এগিও না যেহেতু ইহা করা হয়েছে।)
বাক্যের মাঝে After ও before থাকলেঃ
After অর্থ পরে এবং before অর্থ পূর্বে। বাক্যের মাঝে after থাকলে after এর আগের অংশ indefinite tense হবে এবং পরের অংশ perfect tense হবে। অন্য দিকে, বাক্যের মাঝে before থাকলে before এর আগের অংশ perfect tense হবে এবং পরের অংশ indefinite tense হবে। এখানে perfect বলতে perfect বা perfect continious উভয় কে বোঝানো হয়েছে এবং তা present, past, future সকল tense এর ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ এক অংশ future perfect হলে অপার অংশ future indifinite হবে বা এক অংশ past indifinite হলে অপার অংশ past perfect বা past perfect continious হবে।
যেমন-
Example 1 - He hade gone to school before I went to school.
Example 2 - He will go to school after I shall have gone to school.
বাক্যের মাঝে till বা until থাকলেঃ
Till অর্থ যতক্ষন পর্যন্ত এবং until অর্থ যতক্ষন পর্যন্ত না। till বা until দ্বারা সময় নির্দেশ করে। বাক্যের মাঝে till বা until থাকলে till বা until এর পর it is over অথবা it was over বসালেই বাক্য complete হয়ে যাবে। বাক্য present tense এ থাকলে it is over এবং বাক্য past tense এ থাকলে it was over ব্যবহার করতে হবে।
যেমন-
Example 1 - Move until, it is over.
বাক্যের মাঝে in case থাকলেঃ
In case অর্থ কোনো কারনে যদি। বাক্যের মাঝে in case থাকে তবে in case এর পর the situation becomes unfavorable বসালেই বাক্য complete হয়ে যাবে।
যেমন-
Example 1 - He will come soon in case---------
Answer - He will come soon in case the situation becomes unfavorable.(সে দ্রুত আসবে কোনো কারনে যদি অবস্থা প্রতিকূল হয়ে পড়ে।)
বাক্যের মাঝে because of বা on account of বা due to বা owing to থাকলেঃ
Because of বা on account of বা due to বা owing to অর্থ কারনে বা জন্যে। মনে রাখতে হবে of এর পর সবসময় subject ও object এর possessive রূপ বসে। বাক্য গুলো tense অনূযায়ী করতে হবে এবং অর্থ এমন হবে, " প্রত্যেকে তাকে ভালোবাসে তার সততার কারনে।"
যেমন-
Example 1 - We like you because of your beauty.(আমরা তোমাকে পছন্দ করি তোমার সৌন্দর্যের কারনে।)
Instead of বা in lieu of যুক্ত বাক্য complete করার নিয়মঃ
Instead of বা in lieu of অর্থ পরিবর্তে বা বদলে। একটার পরিবর্তে অন্যটা নেওয়া হয়েছিল এমন অর্থ প্রকাশ করতে instead of বা in lieu of ব্যবহার করা হয়।
যেমন-
Example 1 -Instead of English I took Bengali.(ইংরেজীর পরিবর্তে আমি বাংলা নিয়েছিলাম।)
Example 2 - He took apple in lieu of banana.(সে আপেল নিয়েছিলো কলার বদলে।)
Example 3 - Rodela sold banana instead of apple.(রোদেলা কলা বেচেছিলো আপেলের পরিবর্তে।)
Exercise:
- 1. Though he is poor-------
- 2. He can not do well because of-----
- 3. In spite of his bing honest-----
- 4. No sooner had I reached the station----
- 5. It is time to-------
- 6. It is 21 February when--------
- 7. I wish--------
- 8. He is so lazy that----------
- 9. Wait here lest----------
- 10. He bought pencil instead of------
6 comments
Right form of verbs ar easy rules dian pls vai
মতামতের জন্য ধন্যবাদ।
আপনার বিষয়টি দ্রুত বিবেচনায় আনা হবে।
completing sentence এর ক্ষেত্রে ক্লাস১১-১২ শ্রেনীতে এই ভাবে দিলে হবে আপনারা যেইভাবে দিয়েছেন
হ্যা, অবশ্যই হবে। আপনি ১১-১২ শ্রেণীতে নিশ্চিন্তে নিয়ম গুলো অনুসরণ করতে পারেন----
1timeschool.com এর পক্ষে,
রোদেলা
pdf deya jabe?
দুঃখিত, আসলে পিফিএফ এর মাধ্যমে কাট পেস্ট করা যায় তাই এই মুহুর্তে পিডিএফ বন্ধ আছে----
নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।
আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon