সোমবার

Assertive to Interrogative করার নিয়ম A-to-Z

Assertive থেকে Interrogative করার সহজ নিয়ম


  • Assertive to Interrogative করার সহজ নিয়ম
  • শর্ট বা সংক্ষিপ্ত নিয়মে assertive to interrogative
  • ৫ টি নিয়মে ৫ মিনিটে interrogative করার কৌশল
  • Interrogative করার সকল নিয়ম
  • Transformation of sentence এ assertive to interrogative


Assertive থেকে Interrogative করার সহজ নিয়ম, শর্ট সংক্ষিপ্ত ও সকল পদ্ধতি, interrogative করার সহজ কৌশল, All rules of assertive to interrogative
সহজ নিয়মে Assertive to Interrogative



Assertive থেকে Interrogative করার আগে যা জানা প্রয়োজন

Assertive to interrogative এ রূপান্তর করার আগে আমাদের নিম্নোক্ত বিষয় গুলো জেনে নেওয়া উচিৎ-



Assertive Sentence কিঃ

Assertive শব্দের অর্থ বর্ণনা মূলক। অর্থাৎ যে সকল বাক্য বা sentence দ্বারা কোনো কিছুর বর্ণনা প্রদান করা হয় তাকে assertive sentence বলে। Assertive sentence গঠণ করতে বাক্যের শুরুতে subject ব্যবহার করতে হয় তার পর মূল verb থাকে এরপর বাকি অংশ এবং শেষে ফুলস্টপ বা দাড়ি থাকে। অর্থাৎ - subject+verb+object+full stop(.) হচ্ছে assertive sentence এর structure বা গঠণ প্রণালী।



Interrogative Sentence কিঃ

Interrogative শব্দের অর্থ প্রশ্নবোধক। যে সকল বাক্য দ্বারা কোনো কিছুর প্রশ্ন বা জিজ্ঞাসা করা হয় সে সকল বাক্যকে interrogative sentence বলে। Interrogative sentence  এর গঠণ প্রণালী ২ প্রকার, কিছু বাক্য সাহায্যকারী verb দিয়ে শুরু হয় এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন (?) বা interrogative চিহ্ন থাকে। আবার কিছু বাক্য wh (who/how/when/what/which ইত্যাদি) দিয়ে শুরু এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকে।



Assertive to Affermative Interrogative কিঃ

Assertive sentence না বোধক থাকতে পারে, না বোধক কোনো assertive sentence কে interrogative করতে গেলে হ্যা বোধকে করতে হয়। এই নিয়ম কে assertive negative to interrogative বা assertive to affermative interrogative বলে। অর্থাৎ বাক্যে not/no/never জাতিয় শব্দ থাকলে তা বাদ দিতে হয়।



Assertive to Negative Interrogative কিঃ

Assertive sentence হ্যা বোধক থাকতে পারে, হ্যা বোধক কোনো assertive sentence কে interrogative করতে হলে না বোধকে করতে হয়। এই নিয়ম কে assertive to negative interrogative বা affermative assertive to interrogative বলে। অর্থাৎ বাক্যে not/no/never জাতিয় শব্দ না থাকলে তা আনতে হয়।




Transformation of Sentence কিঃ

Transformation of sentence বলতে মূলত অর্থ পরিবর্তন না করে এক ধরনের বাক্য থেকে অন্য ধরনের বাক্যে পরিবর্তন বা রূপান্তর প্রক্রিয়া কে বোঝানো হয়ে থাকে। assertive to interrogative ইংরেজী গ্রামারের transformation of sentence অধ্যায়ে অন্তর্ভুক্ত একটি প্রক্রিয়া।

 


Changing করার শর্তঃ

Assertive sentence কে interrogative করতে হলে,  interrogative করার পাশাপাশি affermative বা negative ও করতে হয়। অর্থাৎ assertive থেকে interrogative করতে, affermative+assertive থাকলে negative+interrogative করতে হবে এবং negative+assertive থাকলে affermative+interrogative করতে হবে।






Assertive থেকে Interrogative রূপান্তরের পদ্ধতি সমূহ


Assertive to Interrogative করার শর্ট পদ্ধতিঃ

Interrogative করার মাত্র ৫ টি নিয়ম। এই শর্ট ৫ টি নিয়মে করা যাবে সকল interrogative sentence. নিম্নে assertive থেকে interrogative পরিবর্তনের শর্ট, সংক্ষিপ্ত পদ্ধতি বা কৌশল তুলে ধরা হলো-

  • ১. বাক্যে not না থাকলে not আনতে হবে এবং not থাকলে বাদ যাবে অথবা any থাকলে no এবং no থাকলে any আনতে হবে।
  • ২. সায্যকারী verb সবসময় বাক্যের আগে আসবে, যদি সাহায্যকারী verb না থাকে তবে do/does/did আনতে হবে। 
  • ৩. বাক্যে থাকা মূল verb সবসময়  v1 করতে হবে।
  • ৪. বাক্যের শুরুতে Every  যুক্ত শব্দ থাকলে তার পরিবর্তে who+সাহায্যকারী verb বসবে।
  • ৫. বাক্যে never থাকলে ever এবং ever থাকলে never হবে।




শর্ট পদ্ধতি বুঝতে অসুবিধা হলে নিচের গঠণ পদ্ধতি বা নিয়ম অনুসরণ করুন-




গঠণ অনুযায়ী Assertive থেকে Interrogative পরিবর্তনঃ

  • ১. sub+সাহায্যকারীV+বাকি-অংশ=সাহায্যকারীV+not+sub+বাকি-অংশ। যেমন- He is going to school = Is+not+he+going to school?

  • ২. sub+সাহায্যকারীV+not+বাকি-অংশ=সাহায্যকারীV+sub+বাকি-অংশ। যেমন- He is not going to school = Is+he+going to school?

  • ৩. sub+V+বাকি-অংশ=Do/does/did+not+sub+V1+বাকি-অংশ। যেমন- He went to school = Does+not+he+go+to school?

  • ৪. Any/noযুক্তsub+V+বাকি-অংশ=Do/does/did+Any/noযুক্তsub+V1+বাকি-অংশ। যেমন- Any body loves him = Does+nobody+love+him?

  • ৫. Any/noযুক্তsub+সাহায্যকারীV+বাকি-অংশ=সাহায্যকারীV+Any/noযুক্তsub+বাকি-অংশ। যেমন- Nobody can take it = Can+anybody+take it?

  • ৬. Everyযুক্তsub+V+বাকি-অংশ=Who+do/does/did+not+V1+বাকি অংশ। যেমন- Everymother loves her child = Who+does+not+love+her child?

  • ৭. Everyযুক্তsub+সাহায্যকারীV+বাকি-অংশ=Who+সাহায্যকারীV+not+বাকি অংশ। যেমন- Everybody can open it = Who+can+not+open it?

  • ৮. Everyযুক্তsub+সাহায্যকারীV+not+বাকি-অংশ=Who+সাহায্যকারীV+বাকি অংশ। যেমন- Everybody did not take it = Who+did+take it?

  • ৯. Sub+সাহায্যকারীV+Never/Ever+V+বাকি-অংশ=সাহায্যকারীV+sub+Never/Ever+V+বাকি-অংশ। যেমন- He can ever take it = Can+he+never+take+it?




গঠণ পদ্ধতি বুঝতে অসুবিধা হলে নিচের বিশ্লেষণাত্মক সহজ নিয়ম অনুসরণ করুন-




Assertive to Interrogative করার সহজ নিয়ম বা Rules:

নিম্নে assertive থেকে interrogative করার সহজ রুলস বা কৌশল গুলো বিস্তারিত ভাবে তুলে ধরা হলো-

  • ১. সাহায্যকারী verb যুক্ত not বিহীন assertive sentence কে interrogative করতে, সাহায্যকারী verb বাক্যের প্রথমে আনতে হবে এর পর not আনতে হবে এর পর বাকি অংশ লিখে জিজ্ঞাসা চিহ্ন বসাতে হবে, অর্থাৎ- সাহায্যকারীverb+not+বাকি-অংশ। যেমন- He is going to school. = Is not he going to school?

  • ২. সাহায্যকারী verb ও not যুক্ত assertive sentence কে interrogative করতে, সাহায্যকারী verb বাক্যের প্রথমে আনতে হবে, not বাদ দিতে হবে এর পর বাকি অংশ লিখে জিজ্ঞাসা চিহ্ন বসাতে হবে, অর্থাৎ- সাহায্যকারীverb+বাকি-অংশ। যেমন- He is not going to school. = Is+he going to school?

  • ৩. সাহায্যকারী verb ও not বিহীন assertive sentence কে interrogative করতে, সাহায্যকারী verb বাক্যের প্রথমে আনতে হবে এর পর not বসাতে হবে, এর পর বাকি অংশ লিখে জিজ্ঞাসা চিহ্ন বসাতে হবে, অর্থাৎ- সাহায্যকারীverb++not+বাকি-অংশ। যেমন- He is going to school. = Is+not+he going to school?

  • ৪. সাহায্যকারী verb বিহীন বাক্য কে interrogative করতে বাক্যের শুরুতে do/does/did অনতে হবে, তার পর not এবং তার পর subject+v1+বাকি-অংশ বসাতে হবে, অর্থাৎ- do/does/did+not+sub+v1+বাকি-অংশ এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন বসবে। বাক্যে v1 থাকলে do, v1 এর সাথে s/es থাকলে does, v2 থাকলে did বসবে।  যেমন- He loved me = Did+not+he+love+me? আবার, He loves me = Does+not+he love+me? আবার, I love you = Do+not+I+love+you?

  • ৫. বাক্য no বা any দ্বারা শুরু হলে, no থাকলে any এবং any থাকলে no হবে আবার never থাকলে ever এবং ever থাকলে never হবে এবং উপরের নিয়ম গুলো অনুসরণ করতে হবে। যেমন- Anybody loves me = Does nobody love me? আবার Nobody can love him = Can anybody love him? আবার You can never love her = Can you ever love her?

  • ৬. Every দ্বারা বাক্য শুরু হলে every এর পরিবর্তে who বসবে এবং Every যুক্ত শব্দ বাদে বাকি অংশের interrogative আগের নিয়ম অনুসরণ করে করতে হবে। যেমন- Everybody loves me = Who does not love me?




Exercise: Question & Answer:

1. He is absent from the meeting. Ans: Is not he absent from the meeting?

2. I shall not go to collage tomorrow. Ans: Shall I go to collage tomorrow?

3. They play football. Ans: Do not they play football?

4. He plays football. Ans: Does not he play football?

5. He played football. Ans: Did not he play football?

6. Everybody hates a liar. Ans: Who does not hate a liar?

7. Nobody can escape death. Ans: Can anybody escape death?

8. No one can do it. Ans: Can any one do it?

9. You can never do it. Ans: Can you ever do it?

10. I never drink tea. Ans: Do I ever drink tea?

11. Everybody fears death. Ans: Who does not fear death?

12. He is not a great fool. Ans: Is he a great fool?

13. Nobody could have done it. Ans: Could anybody have done it?

14. He has nothing to say. Has he anything to say?

15. There is nothing better than a simple life. Ans: Is there anything better than a simple life?




কে-মাহমুদ

০৭-০২-২০২১

4 comments

এটা খুব ভালো ছিল। এর আগে আমার Assertive থেকে Interrogative করতে খুব কষ্ট হতো । কিন্তু এখন আর কষ্ট হয় না ।Thank you 10 Time school .
আর এই অভিজ্ঞতা আমি কখনো ভুলবো না ।

ধন্যবাদ, আপনার মন্তব্য পড়ে খুবি ভালোলাগল।

He is not a good student.
= Is he a good student?

নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।

আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon