বাইনারি যোগ বিয়োগ - শর্ট ও সংক্ষিপ্ত পদ্ধতি
- বাইনারি যোগ বিয়োগ কি বা কাকে বলে
- বাইনারি যোগ করার সহজ নিয়ম
- বাইনারি বিয়োগ করার সহজ নিয়ম
- সংক্ষিপ্ত পদ্ধতিতে বাইনারি যোগ বিয়োগ
বাইনারি যোগ কি বা কাকে বলেঃ
বাইনারি যোগ করার আগে যা জানা প্রয়োজনঃ
- ২ দিয়ে সকল জোড় সংখ্যাকে ভাগ করা যায়।
- ২ দিয়ে কোনো বিজোড় সংখ্যাকে ভাগ করতে হলে ১ বিয়োগ করে নিতে হয়।
বাইনারি যোগ করার সহজ নিয়ম বা পদ্ধতিঃ
- সাধারণ নিয়মে যোগ করে যোগফল জোড় হলে বাইনারি উত্তর সর্বদা ০ হবে।
- সাধারণ নিয়মে যোগ করে যোগফল বিজোড় হলে বাইনারি উত্তর সর্বদা ১ হবে।
- সাধারণ নিয়মে যোগ করে পাওয়া যোগফল জোড় হলে উত্তর ০ লেখার পর যোগফলকে ২ দিয়ে ভাগ করে যে উত্তর হবে তা হাতে ধরে রেখে পরের সংখ্যা গুলোর সাথে যোগ করতে হবে। অর্থাৎ যোগফল ২৪ বা এমন কোনো জোড় সংখ্যা হলে উত্তর হবে ০ এবং হাতে ধরতে হবে, ২৪÷২=১২, যা পরের সংখ্যার সাথে যোগ করতে হবে।
- সাধারণ নিয়মে যোগ করে পাওয়া যোগফল বিজোড় হলে উত্তর ১ লেখার পর যোগফল থেকে ১ বিয়োগ করে তাকে ২ দিয়ে ভাগ করে যে উত্তর হবে তা হাতে ধরে রেখে পরের সংখ্যা গুলোর সাথে যোগ করতে হবে। অর্থাৎ যোগফল ২৯ বা এমন কোনো বিজোড় সংখ্যা হলে উত্তর হবে ১ এবং ক্যারি বা হাতে ধরতে হবে (২৯-১)÷২=২৮÷২=১৪, যা পরের সংখ্যা গুলোর সাথে যোগ করতে হবে, এখানে ২৯ বিজোড় তাই ২ দিয়ে ভাগ করা যায় না বলে ১ বিয়োগ করে নিতে হবে।
বিষয়টি উদাহরণের মাধ্যমে বোঝানো হলোঃ
বাইনারি যোগ ও বিয়োগ |
বাইনারি যোগ |
- একক স্থানে, ১+১+০+১=৩ যা বিজোড় বলে উত্তর ১ এবং (৩-১)÷২=২÷২=১ বলে ক্যারি ১
- দশক স্থানে ১+১+১+০+ক্যারি১=৪ যা জোড় বলে উত্তর ০ এবং ৪÷২=২ বলে ক্যারি ২
- শতক স্থানে ০+১+১+১+ক্যারি২=৫ যা বিজোড় বলে উত্তর ১ এবং (৫-১)÷২=২ বলে ক্যারি ২
- হাজার বা সহস্র স্থানে ১+১+১+১+ক্যারি২=৬ যা জোড় বলে উত্তর ০ এবং ৬÷২=৩ বলে ক্যারি ৩
- আর কোনো সংখ্যা না থাকায়, ৩ কে আগের নিয়মে করতে হবে, অর্থাৎ ৩ বিজোড় বলে উত্তর হবে ১ এবং (৩-১)÷২=১ বলে ক্যারি ১
- অন্যদিকে আগের ক্যারি ১ যা ২ থেকে ছোট হওয়ায় এখানেই অংকের শেষ এবং এই ক্যারি উত্তরের সর্ব বামে বসালেই বাইনারি যোগের মোট উত্তর পাওয়া যাবে
বাইনারি বিয়োগ করার নিয়মঃ
- আগের সংখ্যা নিচের সংখ্যা থেকে ছোট হলে দশমিক নিয়মে তার আগে ১ ধরে বড় সংখ্যা করা হয় অন্যদিকে বাইনারিতে আগের সংখ্যার সাথে ২ যোগ করে বড় করে বড় সংখ্যা করে তার পর বিয়োগ করতে হয়।
- দশমিক নিয়মে কোন সংখ্যার আগে ১ ধরে বড় করলে হাতে থাকে ১ একই ভাবে বাইনারিতে আগের সংখ্যার সাথে ২ যোগ করলে হাতে ১ থাকে।
- দশমিক নিয়মে হাতে থাকা ১ তার পরের ঘরে নিচের সংখ্যার সাথে যোগ হয়ে যায়, বাইনারি নিয়মেও একি ভাবে যোগ হয়ে যায় এবং যোগ হওয়ার পর তার পর বিয়োগ করতে হয়।
বিষয়টি ভালো করে বুঝতে দশমিক বিয়োগ বুঝে নিঃ
মনে করি ৩৫ থেকে ১৭ বিয়োগ করতে হবে, অর্থাৎ, ৮৫-২৭ = কত? সেটা নির্ণয় করতে হবে। ৮৫ থেকে ২৭ বিয়োগ করতে প্রথমে এককের ঘরে থাকা উপরের সংখ্যার ৫ থেকে নিচের সংখ্যার ৭ বিয়োগ করতে হবে, কিন্তু ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ হয় না বলে ৫ এর আগে ১ ধরে বড় করতে হবে, অর্থাৎ ৫ হয়ে যাবে ১৫, এখন ১৫ থেকে ৭ বিয়োগ করলে উত্তর হবে ৮। এবার দশকে উপরে থাকা ৮ থেকে নিচের ২ বিয়োগ করার কথা, কিন্তু এককে বিয়োগ করার সময় ৫ কে বড় করার জন্য ১৫ করা হয়েছিল বলে হাতে ১ ছিলো, এখন সেই ১ কে দশকে উপরে থাকা ৮ থেকে নিচে থাকা ২ বিয়োগ করার আগে নিচের ২ এর সাথে যোগ করতে হবে অর্থাৎ নিচের ২ হয়ে যাবে (২+১)=৩। অর্থাৎ এখন ৮ থেকে ২ বিয়োগ না করে বিয়োগ করতে হবে ৮ থেকে ৩। সুতারং ৮-৩ =৫ হবে। তাহলে এককের বিয়োগফল ছিল ৮ এবং দশকের বিয়োগফল ছিল ৫। সুতারং ৮৫-২৭=৫৮ হবে।
উপরের দশমিক নিয়মের মতোই বাইনারি বিয়োগ, পার্থক্য হলো, দশমিক নিয়মে উপরের সংখ্যা ছোট হলে তার আগে ১ ধরতে হয় কিন্তু বাইনারি তে সংখ্যার আগে ১ না ধরে সংখ্যার সাথে ২ যোগ করতে হয়। ২ যোগ করলেও হাতে ২ থাকে না হাতে দশমিকের মতই ১ থাকে।
উদাহরণের সাহায্যে বিষয়টি আরো সহজ করা হলোঃ
অর্থাৎ ১১০১-১০১১=০০১০
আরো একটি উদাহরণ লক্ষ্য করিঃ
১১১০-১১১ নির্ণয় করি।
বাইনারি বিয়োগ |
অতএব, বিয়োগফল হবে, ১১১০-১১১=০১১১
4 comments
ধন্যবাদ
চমৎকার।
মন্তব্যের জন্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন----
খুব সুন্দর বিশ্লেষণ।
যদি বাইনারি যোগফলের শেষের ক্যারি ১ এর চেয়ে বড় হয় তাহলে কি করবো?
নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।
আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon