সরলরেখা কি বা কাকে বলে - সংজ্ঞা ও বৈশিষ্ট্য
- সরলরেখা কি
- সরলরেখা কাকে বলে
- সরলরেখার সংজ্ঞা
- সরলরেখার বৈশিষ্ট্য
সরলরেখা |
সরলরেখা কি বা কাকে বলে বা সংজ্ঞাঃ
সরল' অর্থ সোজা। রেখা' অর্থ বিন্দুর চলার পথ। রেখা দুই প্রকার, সরলরেখা ও বক্ররেখা। সুতারং যে রেখা সোজা পথে চলে তাকে সরলরেখা বলে। কোন দিকে না বাকিয়ে বা কোদিকে উচু নিচু না হয়ে যে রেখা সোজা পথে যায় সেই রেখাকে আমরা সরলরেখা বলে থাকি। ইংরেজী Straight Line শব্দের বাংলা আভিধানিক অর্থ সরলরেখা হলেও শুধু Straight বা শুধু Line শব্দ দ্বারাও সরলরেখা বোঝানো হয়ে থাকে। Straight শব্দের অর্থ সোজা। সুতারং Straight Line অর্থ সোজা লাইন বা সোজা রেখা অর্থাৎ সরলরেখা। মোটকথা যে রেখা আঁকাবাঁকা পথে না গিয়ে সরল বা সোজা পথে যাই তাকে সরলরেখা বলে।
সরলরেখার উৎপত্তি ও নামকরণঃ
সরলরেখার উৎপত্তি হয়েছে রেখা থেকে। যে রেখা সরল পথে চলে তাকেই সরলরেখা বলে। যদিও সরলরেখা হলো রেখার একটি প্রকার তবুও কোথাও রেখা আকতে বললে সরলরেখা কেই বোঝানো হয়ে থাকে। সুতারং রেখা বললেই সরলরেখা বোঝায় আর সরলরেখা মানেই রেখা।
সরলরেখার শুরু ও শেষঃ
আমরা খাতায় বা কোথাও যদিও সরলরেখা আকতে শুরুকরি তবুও কিন্তু সরলরেখার শুরু বা শেষ নেই। সরলরেখার শুরু নেই বা শেষ নেই বলেই সরলরেখা আকার পর সরলরেখার উভয় প্রান্তে দুটি তীর চিহ্ন দেওয়া হয়। এই তীর চিহ্ন দ্বারা এটা প্রকাশ পায় যে, সরলরেখা যেটুকু আকা হয়েছে এর আগে আরো আছে এবং পরেও আরো আছে। অর্থাৎ তীর চিহ্ন দ্বারা এটা বোঝায় যে সরলরেখা উভয় দিকে অসীম বা সীমাহীন।
সরলরেখার বৈশিষ্ট্যঃ
সরলরেখা সম্পর্কে তো জানা হলো। সরলরেখা কি বা কাকে বলে বা সরলরেখার সংজ্ঞা ভালোভাবে বুঝতে পারলে সরলরেখার বৈশিষ্ট্য সমূহ আয়ত্তে আনা সম্ভব। নিচে সরলরেখার বৈশিষ্ট্য তুলে ধরা হলো-
- ১. সরলরেখার উৎপত্তি রেখা থেকে।
- ২. সরলরেখা মানেই রেখা তাই রেখা আকতে বললে সরলরেখা কেই আকা হয়।
- ৩. সরলরেখার কোন প্রান্ত বা শেষ বিন্দু নেই।
- ৪. সরলরেখা অসীম বা সীমাহীন বোঝাতে এর দুই প্রান্তে দুটি তীর চিহ্ন দেওয়া হয়।
- ৫. সরলরেখা নিজেকে কখনো নিজে ছেদ করতে পারে না।
- ৬. সরলরেখার উপরে অবস্থিত যে কোন বিন্দুতে উৎপন্ন কোনের নাম সরলকোণ।
- ৭. বাহু বা ভুজ' বিশিষ্ট ক্ষেত্র আকতে সরলরেখা ব্যবহার করা হয়।
- ৮. একটি সরলরেখা অপর কোন সরলরেখা কে কোন এক বিন্দুতে ছেদ করলে চারটি কোণ উৎপন্ন হয়।
- ৯. সরলরেখার প্রান্ত বা শেষ বিন্দু না থাকায় উভয় দিকে যতো ইচ্ছা বৃদ্ধি করা যায়।
- ১০. সরলরেখা থেকেই রেখাংশ ও রশ্মির উৎপত্তি।
- ১১. একটি সরলরেখা অপর একটি সরলরেখার সমতলে অবস্থান করলে তাদের সমান্তরাল সরলরেখা বলে।
- ১২. সরলরেখার কোনো প্রস্থ নেই।
- ১৩. সরলরেখা বা রেখার কোন নির্দিষ্ট দৈর্ঘ্য নেই।
- ১৪. সরলরেখা বলতে রেখা বোঝায় বলে, জ্যামিতিতে সরলরেখা না বলে বেশিরভাগ ক্ষেত্রে রেখা বলা হয়।
- ১৫. ভূমির সমান্তরাল কোনো সরলরেখাকে লম্বালম্বি বা সোজা বা খাড়া ভাবে অপর কোনো সরলরেখা ছেদ করলে সমকোণ উৎপন্ন হয়।
আশাকরি সকলে সরলরেখা বা রেখা সম্পর্কে বিশেষ ধারণা পেয়েছি। জ্যামিতির সকল বিষয় সঠিক ভাবে বুঝে আয়ত্তে আনার মাধ্যমেই পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব।
নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।
আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon