বুধবার

রশ্মি কাকে বলে - এর বৈশিষ্ট্য

রশ্মি কি বা কাকে বলে - সংজ্ঞা ও বৈশিষ্ট্য


  • রশ্মি কি
  • রশ্মি কাকে বলে
  • রশ্মির সংজ্ঞা
  • রশ্মির বৈশিষ্ট্য


রশ্মি কি, রশ্মি কাকে বলে, রশ্মির সংজ্ঞা, রশ্মির বৈশিষ্ট্য
রশ্মি

রশ্মির সংজ্ঞা, কি বা কাকে বলেঃ

ইংরেজী Ray শব্দের অর্থ রশ্মি। রেখা বা Line থেকে রশ্মির উৎপত্তি। সুতারং রশ্মি কে আমরা Ray-Line বলতে পারি। যে সরলরেখার বা রেখার শুরু আছে কিন্তু শেষ নেই তাকে রশ্মি বলে। অর্থাৎ যে সরলরেখা নির্দিষ্ট স্থান থেকে শুরু হয় কিন্তু কখনো শেষ হয় না, সামনের দিকে চলতে থাকে তাকে রশ্মি বলে। ইংরেজী Beam বা Ray শব্দের বাংলা আভিধানিক অর্থ রশ্মি বলে, রশ্মি শুধু রেখার ক্ষেত্রে নয়, আরো অনেক বস্তুর ক্ষেত্রেও ব্যবহৃত হয়। আমরা সূর্য্য রশ্মির নাম শুনেছি নিশ্চয়। সূর্য্য থেকে এই রশ্মি বা আলো আসে তাই এর শুরু আছে বা প্রান্তবিন্দু আছে, কিন্ত এই রশ্মি পৃথিবীতে এসে শেষ না হয়ে এখানে ওখানে চলতে থাকে বা ঘুরতে থাকে বলে এর শেষ নেই বা আর কোন প্রান্তবিন্দু নেই। অর্থাৎ যে সরলরেখার বা রেখার একটি মাত্র প্রান্তবিন্দু আছে তাকে রশ্মি বলে। প্রান্তবিন্দু বলতে সেই বিন্দুকে বোঝায় যে বিন্দুর আগে বা পরে আর কোন অংশ নেই। সূর্য্য রশ্মির শুরু হয় সূর্য্য থেকে তাই এর আগে আর কিছু নেই তাই এর প্রান্তবিন্দু একটি। অন্যদিকে এই রশ্মি পৃথিবীতে এসে শেষ হয় না বরং এলো মেলো সামনের দিকে চলতে থাকে এবং বাধা পেয়ে দিক পরিবর্তন করে চলতেই থাকে তাই এর শেষ নেই বা আর কোনো প্রান্ত বিন্দু নেই। অর্থাৎ যে রেখার একটি প্রান্ত বিন্দু আছে কিন্তু নির্দিষ্ট কোন দৈর্ঘ্য নেই বা শেষ নেই তাকে রশ্মি বলে।

রশ্মি কি, রশ্মি কাকে বলে, রশ্মির সংজ্ঞা, রশ্মির বৈশিষ্ট্য
রশ্মি


রশ্মির উদাহরণঃ

বাস্তব জগৎ থেকে আমরা রশ্মি সম্পর্কে আরো সঠিক ধারনা পেতে পারি। আমরা রাতে হাতে কোন টর্চলাইট নিয়ে খোলা আকাশের দিকে আলো ছুড়লে রশ্মি সম্পর্কে সঠিক ধারনা পেতে পারি। টর্চলাইট থেকে আকাশের দিকে যখন আলো ছোড়া হবে তখন যেখা যাবে আলো অসীম আকাশের দিকে চলে যাচ্ছে। এই আলো কখনো ফিরে আসছে না বা কোথায় যাচ্ছে, কত দূরে যাচ্ছে এর কোন ঠিক ঠিকানা আমরা পাই না। এই আলোর শুরু হয়েছে টর্চলাইট থেকে তাই এই আলোর নির্দিষ্ট শুরু আছে। আলো জ্বালানোর আগে বা শুরুর আগে টর্চলাইটের আলো টর্চলাইট ভেদ করে নিচের দিকে যাচ্ছে না তাই টর্চলাইট এই আলোর প্রান্তবিন্দু বা শুরুর বিন্দু বা নির্দিষ্ট শুরু হওয়ার একটি বিন্দু। কিন্তু এই আলো আকাশপানে অসীম দিকে ছুটে যাচ্ছে যার কোন শেষ নেই বা প্রান্তবিন্দু নেই। তাই টর্চলাইটের আলো একটি রশ্মি কারণ এর একটি প্রান্তবিন্দু আছে কিন্তু অন্য কোনো প্রান্তবিন্দু নেই।



রশ্মির বৈশিষ্ট্যঃ

রশ্মি সম্পর্কে ধারনার্জনের জন্যে এর বৈশিষ্ট্য সম্পর্কে ধারনা থাকা আবশ্যক। গণিত শাস্ত্রে তথা জ্যামিতিতে রশ্মির ব্যবহার ব্যপক। নিম্নে রশ্মির কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হলো-

  • ১. রশ্মির ধারনা রেখা থেকেই এসেছে। 
  • ২. রশ্মির শুরু আছে কিন্তু শেষ নেই। 
  • ৩. রশ্মির নির্দিষ্ট শুরু আছে কিন্তু শেষ নেই তাই এর এক প্রান্তে তীর চিহ্ন দিতে হয় যাতে বোঝা যায় যে এর এক প্রান্তের কোন শেষ নেই। 
  • ৪. জ্যামিতিতে কোণ বা ভূমি বা লম্ব আঁকতে রশ্মি ব্যবহার করা হয়। 
  • ৫. রশ্মির কোন প্রস্থ নেই, দৈর্ঘ্য যদিও আছে তবে নির্দিষ্ট কোন দৈর্ঘ্য নেই। 
  • ৬. রশ্মির একটি মাত্র প্রান্ত বিন্দু আছে। 
  • ৭. যে সকল বস্তুর শুরু আছে কিন্তু শেষ নেই, সে সকল বস্তুকে রশ্মি হিসেবে চিহ্নিত করতে বস্তুর নামের সাথে রশ্মি যোগ করে বলা হয়। যেমন- সূর্য্যরশ্মি, আলোকরশ্মি ইত্যাদি। 
  • ৮. রশ্মি নির্দিষ্ট স্থান থেকে শুরু হয়। 
  •  ৯. রিশ্মি বা সরলরশ্মি নিজেকে নিজে ছেদ করতে পারে না। 
  • ১০. দুটি রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হয়ে কোণ উৎপন্ন হয়। 
  • ১১. জ্যামিতিতে কোনো রেখা নির্দিষ্ট স্থান থেকে শুরু হয়ে বহু দূরে চলে গেছে বা অনির্দিষ্ট দূর বোঝাতে রশ্মি আকা হয়। 
  • ১২. রশ্মির প্রান্তবিন্দুর দিকে রশ্মিকে বৃদ্ধি করা যায় না কিন্তু তীর্যক দিকে বা শীর্ষের দিকে যত দূর ইচ্ছা বৃদ্ধি করা যায়।

 

রশ্মি জ্যামিতির একটি গুরুত্বপূর্ণ বিষয়। জ্যামিতি তথা সম্পাদ্য বা উপপাদ্যে এর ব্যবহার ব্যাপক। জ্যামিতিতে ভালো করার জন্য জ্যামিতির মৌলিক বিষয় গুলো সম্পর্কে আমাদের ধারনা থাকা আবশ্যক। আশাকরি রশ্মি সম্পর্কে বা রশ্মির সংজ্ঞা ও বৈশিষ্ট্য সম্পর্কে সকলে বুঝতে পেরেছি।


সকলের শুভকামনায়-
কে-মাহমুদ
২৩-১২-২০২০

নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।

আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon