Modal Auxiliary Verb - কি, ব্যবহার ও নিয়ম
- Auxiliary verb এর ব্যবহার
- Modal verb বসানোর নিয়ম
- কি কাকে বলে অর্থ ও প্রকার
- Modal verb এর list বা তালিকা
- মডেল verb বসানোর সহজ, শর্ট বা সংক্ষিপ্ত নিয়ম
Modal Auxiliary Verb |
Modal verb এর উৎপত্তিঃ
ইংরেজী বাক্যে verb বা ক্রিয়ার ভূমিকা অপরিসীম। ইংরেজী কোন বাক্য verb বা ক্রিয়া ছাড়া গঠণ করা প্রায় অসম্ভব। কিছু ব্যতিক্রম ছাড়া ইংরেজী সকল sentence বা বাক্যে তাই verb বা ক্রিয়া ব্যবহার করা হয়। ইংরেজীতে verb বা ক্রিয়াকে প্রধানত ২ ভাগে ভাগ করা হয়ে থাকে, finite verb বা সমাপিকা ক্রিয়া ও infinite verb বা অসমাপিকা ক্রিয়া। অন্য দিকে finite verb বা অসমাপিকা ক্রিয়া কে আবার ২ ভাগে ভাগ করা হয়ে থাকে, Main verb বা Principal verb বা প্রধান ক্রিয়া এবং Auxiliary verb বা সাহায্যকারী ক্রিয়া। Auxiliary verb বা সাহায্যকারী ক্রিয়াকে আবার অনেক গুলো ভাগে ভাগ করা হয়ে থাকে তার এক ভাগ বা প্রকারের নাম Modal verb বা Modal auxiliary বা মডেল ভার্ব বা মডেল সাহায্যকারী ক্রিয়া।
Modal verb বা Modal Auxiliary কিঃ
সাধারণত যে সকল verb বা ক্রিয়ার সরাসরি অর্থ হয় না সে সকল verb কে Auxiliary verb বা সাহায্যকারী ক্রিয়া বলে। বাক্যে ব্যবহৃত অন্য সকল verb ও subject বা object কে সাহায্য করতে আসে বলেই এদের Auxiliary বা সাহায্যকারী ক্রিয়া বলা হয়ে থাকে। সাহায্যকারী ক্রিয়া বা Auxiliary verb এর মধ্যে যে সকল Auxiliary verb বা সাহায্যকারী ক্রিয়া Subject বা কর্তা এবং Object বা কর্ম এর ভাব বা অর্থ বা Mood অনুযায়ী ব্যবহার করা হয় সে সকল Auxiliary verb বা সাহায্যকারী ক্রিয়াদের Modal verb বা Modal auxiliary বা মডেল ক্রিয়া বলে। সুতারং Modal verb বা Modal auxiliary verb মূলত এক ধরনের সাহায্যকারী ক্রিয়া বা Auxiliary verb যা Subject ও Object এর ভাব বা অর্থ বা Mood বা ধরন অনুযায়ী বাক্যে ব্যবহৃত হয় এবং যা একেক ধরনের বাক্যে একেক অর্থ বা ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে।
Modal verb এর বৈশিষ্ট্যঃ
Modal verb এর বৈশিষ্ট্য গুলো নিম্নরূপ-
- ১. Modal verb এর প্রকৃত কোন অর্থ নেই।
- ২. বাক্যের Subject ও Object এর ধরন বা Mood অনুযায়ী এদের ব্যবহার করা হয়।
- ৩. Modal verb বা Modal auxiliary যেহেতু এক ধরনের সাহায্যকারী ক্রিয়া তাই এরা অন্য সকল প্রধান ক্রিয়াকে সাহায্য করতেও ব্যবহৃত হয়।
- ৪. একি Modal verb ভিন্ন ভিন্ন বাক্যে বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করতে পারে।
- ৫. Modal verb এর পরে Assertive sentence এ অবশ্যই একটি মূল verb বসাতে হয় এবং Interrogative এবং Optative sentence এ Modal verb এর পর subject এবং তার পর মূল verb বসাতে হয়।
- ৬. Modal verb বা Modal auxiliary এর পর মূল verb এর সব সময় ১ম রূপ বসাতে হয়।
- ৭. Semi Modal এর ক্ষেত্রে Modal verb এর পর to ব্যবহার করলে প্রশ্নবোধক বাক্য বা নেগেটিভ বাক্য গঠণের সময় Do, Does, Did বা অন্য কোন সাহায্যকারী verb বসাতে হয় এবং to এর পর মূল verb বসাতে হয়। যেমন- Does he dare to go there? বা, সে কি সেখানে যাওয়ার সাহস রাখে?
- ৮. বেশির ভাগ Modal verb ভবিষ্যতের সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয়।
Modal Auxiliary verb এর List বা তালিকা বা প্রকারভেদঃ
Modal verb বা Modal Auxiliary কয়টি বা কিকি আসলে সেগুলো সঠিক ভাবে বলা যায় না। কারন অনেক Main verb অনেক সময় বাক্যে Modal verb এর মত কাজ করে। Modal Auxiliary verb এর অনেক গুলো প্রকার রয়েছে। List বা তালিকা অনুযায়ী বেশির ভাগ ব্যবহৃত Modal Auxiliary গুলো হল-
এছাড়া কিছু Semi Modal বা অর্ধ বা প্রায় মডেল বা Main verb হওয়া সত্ত্বেও মডেল auxiliary এর মত ব্যবহৃত হয় বা কাজ করে এমন আরো কিছু Modal verb রয়েছে যেমন-
Modal Auxiliary এর ব্যবহার বা বসানোর নিয়মঃ
মডেল verb বসাতে এর নিয়ম গুলো সম্পর্কে অবশ্যই অবগত হতে হবে। নিম্নে মডেল verb বা Modal verb বাক্যে বসানোর সহজ ও শর্ট বা সংক্ষিপ্ত নিয়ম বা এদের ব্যবহার সম্পর্কে আলোকপাত করা হলো-
Shall বসানোর নিয়মঃ
- ১. ভবিষ্যতে কোন কিছু হবে বা ঘটবে এমন দৃঢ় বর্তমানের কাছাকাছি কোন সম্ভাবনা বোঝাতে First person তথা I এবং We এর পর shall ব্যবহার করা হয়। যেমন- I shall go with you বা, আমি তোমার সাথে যাব।
- ২. আদেশ বা নির্দেশ বা হুমকি বোঝাতে 2nd person তথা You ও 3rd person তথা He বা, She এর পরে shall ব্যবহার করা হয়। যেমন- He shall respect my orders. বা, সে (অবশ্যই) আমার আদেশের উপর শ্রদ্ধা দেখাবে।
- ৩. দৃঢ় প্রতিজ্ঞা বোঝাতে 2nd person তথা You ও 3rd person তথা He বা She এর পরে shall ব্যবহার করা হয়। যেমন- He shall sorrow. বা, সে অবশ্যই দুঃখ প্রকাশ করবে।
- ৪. ইচ্ছা বা অনুমতি বা মতামত বোঝাতে I ও we এর পর shall বসে। যেমন- Shall I take your pen? বা, আমি কি আপনার কলমটি নিতে পারবো?
Will বসানোর নিয়মঃ
- ১. ভবিষ্যতের অনুমান, প্রতিশ্রুতি, অভ্যাস ইত্যাদি প্রকাশ করতে 2nd person বা you এবং সকল 3rd person এর পর will বসানো হয়। যেমন- He will go to school tomorrow. বা, সে আগামীকাল বিদ্যালয়ে যাবে।
- ২. ইচ্ছা বা wish, দাবি বা demand, আদেশ বা order এবং অনুরোধ বা request বোঝাতে নিকট তম ভবিষ্যতে will ব্যবহার করা হয়। যেমন- Will you do this at once? বা, তুমি কি এক্ষুনি এটি করবে?
Should ব্যবহারের নিয়মঃ
- ১. জোরের সাথে কিছু করা উচিৎ বা উচিৎ নয় এমন অর্থে Should ব্যবহার করা হয়। যেমন- You should respect your parents. বা, পিতামাতার প্রতি তোমার শ্রদ্ধা দেখানো উচিৎ।
- ২. কারো মতামত জানতে Should ব্যবহার করা যায়। যেমন- Should you go home with me? বা, তুমি কি আমার সাথে বাড়ি যেতে চাও?
- ৩. কিছু আশা করা হয় বা কিছু ছিল বা ঘটে ছিল এমন বর্ণনা প্রদানে Should ব্যবহৃত হয়। যেমন- There should make a big building. বা, এখানে বড় একটি দালান তৈরি করা হয়েছিল।
Would ব্যবহারের নিয়মঃ
- ১. ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করতে কল্পনা যুক্ত বাক্যের সাথে would ব্যবহার করা যায়। যেমন- Would that I were a king! বা, আমি যদি রাজা হতাম!
- ২. If বা Had যুক্ত বাক্যের সাথে ইচ্ছা প্রকাশ করলে, বাক্যের সাথে কল্পনা যোগ করতে would ব্যবহার করা যায়। যেমন- If I were you, I would love him. বা, আমি যদি তুমি হতাম, তবে আমি তাকে ভালোবাসতাম।
- ৩. অতীত কালে নিয়মিত কিছু হত বা অতীতকালের অভ্যাস বোঝাতে would ব্যবহার করা যায়। যেমন- Every morning He would bring a boil egg for me. বা, প্রত্যেক সকালে সে আমার জন্য সিদ্ধ করা ডিম আনতো।
- ৪. বিনয়ের সাথে অনুরোধ করতে would ব্যবহার করা যায়। যেমন- Would you show me your nail, please? বা, তুমি কি দয়াকরে আমাকে তোমার নখ দেখাবে?
- ৫. ইচ্ছা প্রকাশ করতে বা কোন পছন্দ বোঝাতে would ব্যবহৃত হয়। যেমন- I would rather drink tea than coffee. বা, আমি কফি পান করার চেয়ে চা পান করেই থাকবো।
Can বসানোর নিয়মঃ
- ১. বর্তমানে কোন কিছু পারা অর্থে can ব্যবহৃত হয়। যেমন- I can do it. বা, আমি ইহা করতে পারি।
- ২. বর্তমানে অনুমতি চাইতে Can ব্যবহার করা যায়। যেমন- Can I do it? বা, আমি কি ইহা করতে পারি?
- ৩. বর্তমানে সামর্থের সাথে সম্ভাবনা বোঝাতে Can ব্যবহার করা যায়। যেমন- He can love me. বা সে আমাকে ভালোবাসতে পারে।
Could বসানোর নিয়মঃ
- ১. Can এর ২য় রূপ Could. সুতারং ব্যবহার Can এর মতই। সাধারন্ত অতীত কালে কোন কিছু পারা অর্থে Could ব্যবহৃত হয়। যেমন, He could do that. বা, সে ঐটি করতে পারত।
- ২. অতীত ও ভবিষ্যতে বিনয়ের সাথে অনুমতি নিতে Could ব্যবহার করা হয়। যেমন- Could I do it, please? বা, আমি কি ইহা দয়া করে করতে পারব?
- ৩. ভবিষ্যতে সামর্থের সাথে সম্ভাবনা বোঝাতে Could ব্যবহার করা হয়। যেমন- He could love me. বা, সে সম্ভবত আমাকে ভালোবাসতে পারে।
May ব্যবহারের নিয়মঃ
- ১. অধিক সম্ভাবনা বোঝাতে May ব্যবহৃত হয়। যেমন- I may go home, tonight. বা, আমি সম্ভাবত আজরাতে বাড়ি যাব।
- ২. বিনয়ের সাথে কিছু চাইতে বা বর্তমানে কোন অনুমতি চাইতে May ব্যবহার করা হয়। যেমন- May I come in sir? বা, আমি কি ভিতরে আসতে পারি, স্যার?
- ৩. Imperative sentence এ আশির্বাদ অর্থে বাক্যের শুরুতে May বসে। যেমন- May you live long. বা, তুমি দীর্ঘজীবী হও।
Might ব্যবহারের নিয়মঃ
- ১. May এর Past form হচ্ছে Might. সুতারং Might এর ব্যবহার May এর মতই এবং অতীত কালের সম্ভাবনা বোঝাতে Might ব্যবহৃত হয়। যেমন- He might come that. বা, সে সম্ভাবত ওখানে আসতো।
- ২. May থেকে আরো কম সম্ভাবনা থাকলে Might ব্যবহার করা হয়। যেমন- He might come today. বা, সে সম্ভবত আজ আসতেও পারে।
Must/Have to/Has to/Had to বসানোর নিয়মঃ
- ১. Must, have to, has to অর্থ অবশ্যই হবে এমন এবং এদের Past Form বা v2 হচ্ছে Had to.
- ২. জোর দিয়ে কোন আদেশ বা নিষেধ বোঝাতে Must/Have to/Has to ব্যবহৃত হয়। যেমন- You must not do it. বা তুমি অবশ্যই ইহা করবে না।
- ৩. কোন কিছুর সম্ভাবনা এমনকি পরামর্শ দেওয়ার ক্ষেত্রেও Must/Have to/Has to বসে। যেমন- You must obey your parents. বা, তুমি অবশ্যই তোমার পিতামাতাকে শ্রদ্ধা করবে।
Ought to ব্যবহারের নিয়মঃ
- ১. Ought to এবং Must একি অর্থ বহন করে। তবে Must যেখানে বসবে সেখানে Must থেকে কিছুটা দূর্বল কথা বলতে বা দূর্বল প্রয়োজন বোঝাতে বা কর্তব্য বোঝাতে Ought to ব্যবহৃত হয়। যেমন- You ought to help the poor. বা, তোমার গরীবদের সাহায্য করা উচিৎ।
- ২. কাওকে কোন পরামর্শ প্রদান করতে Ought to ব্যবহার করা যায়। যেমন- You ought to do it carefully. বা, তুমি অবশ্যই সাবধানের সাথে ইহা করবে।
Need/Need to ব্যবহারের নিয়মঃ
- ১. মূল verb হিসেবে Need অর্থ প্রয়োজন। কিন্তু Modal verb হিসেবে need প্রয়োজন নয় বা দরকার নেই এমন অর্থে not এর সাথে ব্যবহার করা হয়। যেমন- You need not go to market. বা তোমার মার্কেটে যাওয়ার প্রয়োজন নেই।
- ২. Negative Answer বা না বোধক উত্তর কারো কাছ থেকে আশা করলে, তাকে কোন প্রশ্ন করতে need ব্যবহার করা যায়। যেমন- Need I say something? বা, আমার কি আর কিছু বলা প্রয়োজন?
Used to বসানোর নিয়মঃ
- ১. মূল verb হিসাবে Use অর্থ ব্যবহার। Use এর ২য় রূপ Used সুতারং অতীতে কোন কিছু পর্যায়ক্রমে ঘটত বা নিয়মিত হতো এমন অর্থ বোঝাতে Used to ব্যবহার করা হয়। যেমন- He used to do it regularly. বা, সে নিয়মিত ইহা করত।
Dare/Dare to বসানোর নিয়মঃ
- ১. মূল verb হিসেবে Dare অর্থ সাহস। Modal verb এর ক্ষেত্রে Dare তাই ধমক বা ভয় ভীতি দেখানো অর্থে ব্যবহৃত হয়। যেমন- You dare not go there. বা, তুমি সেখানে যাওয়ার সাহস রাখ না। Dare he go there? সে কি সেখানে যাওয়ার সাহস রাখে?
নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।
আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon