শুক্রবার

Class 6 Math Assignment Answer

৬ষ্ঠ শ্রেণী গণিত এসাইনমেন্ট উত্তর


  • class 6 assignment answer or solution 
  • assignment answer math
  • ষষ্ঠ গণিত এসাইনমেন্ট উত্তর 
  • এসাইনমেন্ট উত্তর
  • এসাইনমেন্ট, এ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট 


class six math, assignment answer, 6th assignment, assignment, ৬ষ্ঠ শ্রেণী, এসাইনমেন্ট উত্তর, math solution, class 6, গণিত, এসাইনমেন্ট, এ্যাসাইনমেন্ট
class six math answer


এসাইনমেন্ট ১ নং প্রশ্নের উত্তরঃ

ক) ১ম রাশি= 5x² - 2xy + 3y²
এখানে পদ সংখ্যা ৩ টি।
পদ গুলো হলো-
5x²,  - 2xy  এবং 3y²

খ) রাশি ৩ টির যোগফল =
(5x² - 2xy + 3y²) + (x² - 3xy) + (- y² + 5xy)
= 5x² - 2xy + 3y² + x² - 3xy - y² + 5xy
= 6x² + 2y²

গ) ১ম রাশি - ৩য় রাশি
= (5x² - 2xy + 3y²) - (- y² + 5xy)
= 5x² - 2xy + 3y² + y² - 5xy
= 5x² - 7xy + 4y²
= 5(3)² - 7(3)(2) + 4(2)² [ x=3 এবং y=2 বসিয়ে]
= 45 - 42 + 16
= 19


Assignment ২ নং প্রশ্নের সমাধানঃ


ক) উত্তর পেতে এখানে ক্লিক করুন।
গ) চাঁদা, রুলার, কম্পাস ব্যবহার করে <ABC=৬০⁰ অংকন করে একে সমদ্বিখন্ডিত করতে হবে।
অংকনের বিবরনঃ
১. প্রথমে রুলারের সাহায্যে যে কোন রশ্মি BC নিই।
২. B বিন্দু তে চাঁদার মূল কেন্দ্র বিন্দু রাখি এবং BC রশ্মি বরাবর চাঁদার ০⁰ চিহ্নের দাগ রাখি।।
৩. এবার ০⁰ চিহ্নের দাগ থেকে উপর দিকে গনণনা করে ৬০⁰ চিহ্নের দাগ পর্যন্ত গণনা করি এবং এই চিহ্ন বিন্দুতে পেন্সিলের সাহায্যে খাতায় একটি বিন্দু A নিই।
৪. এবার B এবং A যোগ করে বর্ধিত করি
৫. এবার  কম্পাসের কাটা B বিন্দুতে রাখি এবং একটি বৃত্তচাপ আকি।
৬. অংকিত বৃত্তচাপটি কোনের বাহু AB কে E এবং BC কে F বিন্দুতে ছেদ করে।
৭. কম্পাসের সাহায্যে E ও F বিন্দু পর্যন্ত দূরত্ব মাপি অর্থাৎ EF এর সমান ব্যাসার্ধ নিই।
৭. এবার কম্পাসের কাটা যথাক্রমে E ও F বিন্দুতে রেখে মেপে রাখা EF এর সমান ব্যাসার্ধ নিয়ে <ABC এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আকি। বৃত্তচাপ দুটি O বিন্দুতে ছেদ করে।
৮. এবার B এবং O যোগ করে বর্ধিত করি। তাহলে BO রশ্মি <ABC কে সমদ্বিখন্ডিত করে।


এসাইনমেন্ট ৩ নং প্রশ্নের উত্তরঃ


ক) উপাত্ত গুলো মানের উর্ধ্ব ক্রমে সাজিয়ে বিন্যস্ত করা হলো-
৪২, ৪৩, ৪৫, ৪৫, ৪৫, ৪৭, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫৭, ৫৮, ৬০

খ) রাশি গুলোর সমষ্টি = (৪২+৪৩+৪৫+৪৫+৪৫+৪৭+৪৭+৪৮+৪৯+৫০+৫৭+৫৮+৬০)=৬৩৬
রাশি সংখ্যা=১৩
অতএব, গড়= (৬৩৬÷১৩)=৪৮.৯২৩০৭৬৯">৪৮.৯২৩০৭৬৯ বা ৪৮.৯২৩১ (প্রায়)

গ) উপাত্ত গুলো মানের উর্ধক্রমে বিন্যস্ত করে ক' থেকে পাই,
৪২, ৪৩, ৪৫, ৪৫, ৪৫, ৪৭, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫৭, ৫৮, ৬০
এখানে গনসংখ্যা, n= ১৩ যা বিজোড়
সুতারং মধ্য পদ দুটির গড় মান হবে মধ্যক।
এখানে n÷২=১৩÷২=৬.৫
ফলে মধ্য পদ দুটি হবে ৬ ও ৭ তম পদ।
বিন্যস্ত তথ্যে ৬ তম পদ ৪৭ এবং ৭ তম পদ ৪৭
সুতারং, রাশি ২ টির সমষ্টি=(৪৭+৪৭)=৯৪
রাশি সংখ্যা=২
মধ্যপদ দুটির গড়=৯৪÷২=৪৭

অতএব, সংখ্যা গুলোর মধ্যক ৪৭

আবার, প্রাপ্ত তথ্যে,
৪৭ সংখ্যাটি ২ সংখ্যাক বার, ৪৫ সংখ্যাটি ৩ সংখ্যাক বার এবং বাকি সংখ্যা গুলো এক সংখ্যাক বার করে আছে।
এখানে, ৪৫ সংখ্যাটি সর্বাধিক সংখ্যাক বার আছে।
সুতারং প্রচুরক সংখ্যা =৪৫



৬ষ্ঠ এসাইনমেন্ট গণিত নিয়ে কিছু কথাঃ



৬ষ্ঠ শ্রেণীর গণিত এ্যাসাইনমেন্ট এর উত্তর (answer/solution) পেয়ে আশাকরি সকলে খুব খুশি হয়েছ। assignment for class 6 (six) Math Answer দিতে পেরে আমরা খুবি আনন্দিত। আমাদের সাথেই থাকুন এ্যাসাইনমেন্ট বা assignment গণিত বা গণিত এসাইনমেন্ট বা এ্যাসাইনমেন্ট বা Assignment টি সনামধন্য শিক্ষকের পরামর্শে যাচাই করে  নিশ্চিত করা হয়েছে। ষষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট গণিত  বা assignment math answer/solution for class 6 টি বন্ধুদের শেয়ার করতে ভুলো না।

নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।

আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon