সোমবার

নলকূপ স্থাপনের জন্য আবেদন পত্র

পরিষ্কার পানিও জলের জন্য প্রধানশিক্ষক সুপার অধ্যক্ষ বরাবর পত্র


  • নলকূপ স্থাপনের জন্যে আবেদন পত্র 
  • প্রধানশিক্ষক/সুপার/অধ্যক্ষ বা প্রিন্সিপাল বরাবর আবেদন
  • পরিষ্কার পানিও জলের সুব্যবস্থার জন্য আবেদন


বিদ্যালয়ে নলকূপ স্থাপনের জন্য আবেদন পত্র, কলেজ, মাদ্রাসায় নলকূপ স্থাপনের জন্য আবেদন, প্রধানশিক্ষক, সুপার,প্রিন্সিপাল, অধ্যক্ষ বরাবর আবেদন পত্র
আবেদন পত্র

বাংলা ২য় - আবেদন পত্রঃ


★★★ বিদ্যালয়ে/মাদ্রাসায়/কলেজে পরিষ্কার খাবার পানিও জলের ব্যবস্থা কল্পে নলকূপ স্থাপনের জন্য প্রধানশিক্ষক/সুপার/প্রিন্সিপাল/অধ্যক্ষ বরাবর আবেদন পত্র।



২৯-১১-২০২০
প্রধানশিক্ষক,
ওয়ানটাইম স্কুল,
ঢাকা, বাংলাদেশ।

বিষয়ঃ পরিষ্কার পানিও জলের সুব্যবস্থা কল্পে নলকূপ স্থাপনের জন্য আবেদন পত্র।

জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র। আমরা সকলেই অবগত যে, আমাদের বিদ্যালয় অত্র অঞ্চলের মধ্য বৃহত্তম। বিশাল দুই হাজার ছাত্র ছাত্রী থাকায় আমাদের বিদ্যালয় গর্বিত। আমাদের আছে ৫ টি বৃহৎ সুউচ্চ দালান, একটি বিশাল খেলার মাঠ, দুটি ক্যানটিন। ছেলে ও মেয়েদের জন্য রয়েছে পৃথক ৪ টি শৌচাগার। কিন্তু অতি দুঃখের বিষয় যে, ছাত্রছাত্রীদের জলের অভাব মেটাতে রয়েছে মাত্র দুইটি পুরাতন নলকূপ। যা দ্বারা জীবাণু যুক্ত ময়লা পানি বের হওয়ায় এর পানি পানযোগ্য নয়। জলের অভাবে ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। রোগবালাই আর স্বাস্থ্য সমস্যা যেন নিত্য দিনের সঙ্গী। 

অতএব, সবিনয় প্রার্থনা, অতিদ্রুত জীবাণুমুক্ত পরিষ্কার ও নিরাপদ জলের ব্যবস্থা কল্পে বিদ্যালয়ে পর্যাপ্ত নলকূপ স্থাপনের সুব্যবস্থা করে বাধিত করবেন।

ছাত্র-ছাত্রীদের পক্ষে,
রোদেলা
শ্রেণী- ১০ম
রোল- ১

আশা করি আবেদন পত্রটি সকলের উপকারে আসবে। আর কি কি বিষয়ে সমস্যা আছে আমাদের কমেন্ট করে লিখে জানালে সমাধানের চেষ্টা করব।


সকলের শুভকামনায়-

রোদেলা মাহমুদ।

২৯-১১-২০২০

7 comments

তোমার এলাকায় ডাক ঘর স্থাপনের জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন পত্র লেখ

#ak
আপনার বিষয়টি আমাদের শিক্ষকদের জানিয়েছি। কয়েক দিনের মাঝে প্রকাশ করবো।

1timeschool.com এর পক্ষে
রোদেলা

#,ak
ডাকঘর স্থাপনের আবেদন পত্র পেতে নিচের লিংকে ক্লিক করুন-
https://www.1timeschool.com/2021/07/post-office.html

পক্ষে, রোদেলা।

এলাকায় নলকূপ স্হাপনের জন্য উপজেলা চেয়ারম্যানের কাছে একটি আবেদন পত্র

এই পত্রটিতে ঠিকানা পরিবর্তন, বিদ্যালয়ের স্থানে উপজেলা ও প্রধান শিক্ষকের পরিবর্তে উপজেলা চেয়ারম্যান লিখে নিজের মত লিখতে হবে।

আমি চেয়ারম্যান থেকে একটা টিউবওয়েল বসানোর জন্য একটা দরখাস্ত লাগবে

এই পত্রটির কিছু অংশ পরিবর্তন করে আপনি চেয়ারম্যান বরাবর লিখতে পারেন। এছাড়া দ্রুত চেয়ারম্যান বরাবর লিখার নিয়ম 1timeschool.com এ প্রকাশ করা হবে।

নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।

আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon