রবিবার

Class 7 Math Answer 5th Assignment

গণিতের সমাধান ৭ম শ্রেণী ৫ম এসাইনমেন্ট


  • গণিতের সমাধান বা উত্তর 
  • ৫ম এসাইনমেন্ট বা এ্যাসাইনমেন্ট 
  • ৭ম শ্রেণীর গণিতের সমাধান
  • Class Seven Math Solution Assignment 5th


৭ম শ্রেণী গণিতের সমাধান বা উত্তর,  ৫ম এসাইনমেন্ট বা এ্যাসাইনমেন্ট, Class Seven Math Solution Answer, Assignment 5th
৭ম শ্রেণী গণিত সমাধান ৫ম এসাইনমেন্ট 


প্রশ্ন-১
[বিঃদ্রঃ আমাদের কম্পিউটারে সমস্যা থাকায় পূর্ণ সংখ্যা গুলো ইংরেজীতে লেখা হয়েছে, খাতায় তোলার সময় ইংরেজি অক্ষর গুলো বাংলায় লিখতে হবে]

ক) সজল ৩¹/₂ বা ৩.৫ ঘন্টায়  যায় ৫২¹/₂ বা ৫২.৫ কি.মি.
অতএব, ১ ঘন্টায় যায় (৫২.৫÷৩.৫)=১৫ কি.মি.
 সজলের গতিবেগ ১৫ কি.মি./ঘন্টা।
 
 
খ) আমীন ৪ ঘন্টায় যায় ৫০ কি.মি
অতএব, ১ ঘন্টায় যায় ৫০÷৪=১২.৫ কি.মি

ক' থেকে পায় সজল ১ ঘন্টায় যায় ১৫ কি.মি.

আমীন : সজল
= ১২.৫ : ১৫ 
= ১২.৫ ÷ .৫ : ১৫ ÷ .৫
= ২৫ : ৩০
= ২৫÷৫ : ৩০÷৫
= ৫ : ৬


গ) মোট লভ্যাংশ (২২০০০০ এর ১০%)টাকা
= (২২০০০০০÷১০০)টাকা
= ২২০০০ টাকা

খ' থেকে পায় আমীন : সজল = ৫:৬ 
আনুপাতিক রাশি গুলোর যোগফল =৫+৬=১১

অতএব,
আমীন পায় =(২২০০০ x ৫) ÷ ১১ টাকা
= ১০০০০ টাকা

সজল পায়= (২২০০০ x ৬)÷ ১১ টাকা
= ১২০০০ টাকা


প্রশ্ন-২

ক) a² + a - 2
= a² + 2a - a - 2
= a(a + 2) - 1(a + 2)
= (a + 2) (a - 1)

খ) 
১ম ভগ্নাংশের হর
=a²+a-2
=(a+2)(a-1)

২য় ভগ্নাংশের হর
=a²+3a+2
=a²+2a+a+2
=a(a+2)+1(a+2)
=(a+2)(a+1)

৩য় ভগ্নাংশের হর
=a²-1
=(a+1)(a-1)

অতএব, ভগ্নাংশ গুলোর হর সমূহের ল.সা.গু
=(a+1)(a-1)(a+2)
=(a²-1)(a+2)

গ) 
৫ম এসাইনমেন্ট, গণিত, ৭ম
ছবিতে গ এর উত্তর



সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরঃ
১) ২ মাইল = ১.৬১ x ২  কি.মি= ৩.২২কি.মি
পার্থক্য =(৩.২২ - ৩) কি.মি=০.২২ কি.মি=(০.২২÷১০০০)কি.মি=০.০০০২২মিটার

২) একটি তলের পরিসীমা ১২ মিটার
অতএব,
আয়তন=(১২÷৪)x৩ ঘন মিটার=৯ঘন মিটার

৩) ২৫০মি.লি.x২৫=৬২৫০মি.লি.
অতএব পাত্রটিতে পানি ধরে,
(৬২৫০÷১০০০)লিটার বা ৬.২৫০লিটার

৪) ২৮০ কেজি ৫০০ গ্রাম = ২৮০৫০০ গ্রাম
অতএব,
৮ ঘন্টায় বিক্রি হয়
=২৮০৫০০ x ৮ গ্রাম
=২২৪৪০০০ গ্রাম
=২২৪৪০০০÷১০০০ কেজি
=২২৪৪ কেজি
=২২৪৪÷১০০০ মেট্রিকটন
=২.২৪৪ মেট্রিকটন

৫) প্রস্থ ২ফুট হলে,
দৈর্ঘ্য =২ x ১.৫ফুট =৩ফুট
অতএব ক্ষেত্রফল=২ x ৩ বর্গফুট =৬ বর্গফুট

৬) দৈর্ঘ্য ১২০ মিটার হলে,
প্রস্থ= ১২০÷২মিটার=৬০মিটার
অতএব জনাব চৌধুরী মোট হাটেন,
= ২ (১২০ + ৬০) x ৪ মিটার
= ১৪৪০ মিটার
= ১৪৪০÷১০০০ কি.মি
= ১.৪৪০ কি.মি

৭) সামান্তরিকটির ক্ষেত্রফল,
= ৭.৫ x ৪.২৫ বর্গ সে.মি.
= ৩১.৮৭৫ বর্গ সে.মি.

৮) ভূমি ৬ সে.মি + ৫০ মি.মি=৬সে.মি+৫.০সে.মি=১১সে.মি
উচ্চতা ৪০০ মি.লি= ৪০.০সে.মি
অতএব,
ক্ষেত্রফল=(১১ x ৪০)÷২ বর্গ সে.মি
= ২২০ বর্গ সে.মি

৯) ৭কি.মি + ৭সে.মি
= (৭ x ১০০০)মিটার + ( ৭ ÷১০০)মিটার
= ৭০০০মিটার + ০.০৭মিটার
= ৭০০০.০৭ মিটার

১০) উক্ত দূরত্বের ১ কোটি ভাগের এক ভাগ কে এক মিটার বলে।




৭ম শ্রেণীর গণিতের ৫ম এ্যাসাইনমেন্ট এর সমাধান পেয়ে আশাকরি সকলে খুব খুশি হয়েছ। 5th assignment for class 7 (seven) Math solution দিতে পেরে আমরা খুবি আনন্দিত। আমাদের সাথেই থাকুন ৫ম এ্যাসাইনমেন্ট বা 5th assignment গণিত বা Math 
সমাধান বা Solution টি সনামধন্য শিক্ষকের পরামর্শে যাচাই করে সমাধান নিশ্চিত করা হয়েছে। ৭ম শ্রেণীর ৫ম এ্যাসাইনমেন্ট সমাধান বা 5th assignment solution for class 7 টি বন্ধুদের শেয়ার করতে ভুলো না।

নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।

আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon