চিকেন খিচুড়ি - মুরগির মাংসের ভুনা খিচুড়ি
- মুরগির মাংসের ভুনা খিচুড়ি
- বাসমতী চালের ঝরঝরে খিচুড়ি
- মুগ বা মসুর ডালের খিচুড়ি
- সাধারণ চাল ডালের খিচুড়ি
- চিকেন খিচুড়ি
মুরগির মাংসের খিচুড়ি |
খিচুড়ি মাংস বা চিকেন খিচুড়ি - নাম শুনলেই যেন খেতে মন চাই। মেজবানি, পিকনিক বা বনভোজন এমন কি বসা কিম্বা গ্রামের বাড়ি মাংসের খিচুড়ি যেন একটি বিশেষ আইটেম। ইফতারি বা মিলাদ অনুষ্ঠানেও মাংস খিচুড়ি রান্নার ধুম পড়ে। এবার আসুন ডাল চাল আর মুরগির মাংসের ভুনা খিচুড়ির টেস্টি আর মজার স্বাদের রেসিপিটি জেনে নি।
উপকরণঃ
- চাল (বাসমতী বা পোলাও হলে ভালো, সাধারণ চাল হলেও সমস্যা নেই)
- ডাল (মুগ ডাল বা মুসুরি ডাল হলে ভালো, চাল-ডালের পরিমান কাছা কাছি হলে খেতে সুস্বাদু হবে)
- মুরগির মাংস (চাল-ডালের সমপরিমাণ তবে বেশি হলে ভালো)
- মরিচ (আস্ত কাচা মরিচ এবং গুড়া মরিচ )
- পেয়াজ (ডালের ওজনের ৪ ভাগের এক ভাগ, অর্ধেক গোল করে কাটা বাকি অর্ধেক লম্বা করে কাটা)
- রসুন (পেয়াজের পরিমানের ৪ ভাগের এক ভাগ পরিমান, আস্ত থাকলেও সমস্যা নেই)
- তেল (চালের পরিমানের ৪ ভাগের এক ভাগ, বেশি হলে ভালো)
- ঘি/ডালডা (অল্প, না হলেও চলবে)
- এলাচ (অল্প পরিমানে)
- তেজপাতা (অল্প পরিমানে)
- দারুচিনি (অল্প পরিমানে)
- জয়ত্রি (বাটাতে হবে, তবে না হলেও চলবে)
- মিক্স মসলা গুড়ো(যে কোন ব্রান্ডের, রসুনের অর্ধেক ওজন পরিমান)
- ধনে গুড়া (মিক্স মসলা গুড়োর চার ভাগের এক ভাগ পরিমান)
- লেবু অথবা ভিনেগার (এক বা দুই চা চামচ বা অল্প পরিমানে)
- চিলি সস ( স্বাদ মত, অল্প পরিমানে বা না হলেও চলবে)
- টমেট সস ( স্বাদ মত, অল্প পরিমানে বা না হলেও চলবে)
- লবন (স্বাদ মত)
- হলুদের গুড়া (সামান্য পরিমান)
- গরম ও ঠান্ডা পানি (প্রয়োজন মত)
রান্নার প্রণালীঃ
আশাকরি মুরগির মাংসের ভুনা খিচুড়ির এই সহজ রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করবেন। এমন সব মজার মজার রান্নার রেসিপি আমাদের লিখে জানাতে পারেন। আমরা আপনার রেসিপিটি আমাদের সাইটে প্রকাশ করব।
আগামীতে আরো ভালো আর সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হব এই প্রত্যাশা রাখছি। আজকের এই মুরগির মাংসের ভুনা খিচুড়ির রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানালে আমরা খুশি হব।
সকলের শুভকামনায় ---
নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।
আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon