শনিবার

হাতের লেখা সুন্দর করার উপায়

হাতের লেখা ভালো করার সহজ উপায়


  • হাতের লেখা সুন্দর করার সহজ কৌশল 
  • হাতের লেখা স্টাইলিশ করার উপায় 
  • ভালো হাতের লেখার গুরুত্ব
  • হাতের লেখা ঠিক করার সহজ নিয়ম


হাতের লেখা সুন্দর করার উপায়, বাংলা ইংরেজী হাতের লেখা, ভালো আকর্ষণীয় হাতের লেখা
হাতের লেখা



সুন্দর হাতের লেখা সুন্দর মন আর মেধাবী ব্যক্তিত্বের পরিচয়। সকলেই চাই হাতের লেখা সুন্দর করতে। সুন্দর হাতের লেখা শিশু কাল থেকে শুরু করে শৈশব আর কৈশোরে গড়ে তুলতে হয়। শিশু কালে মায়ের হাতেই শুরু হয় হাতের লিখা গড়ে তোলার হাতে খড়ি। পরীক্ষায় ভালো ফলের বা ভালো রেজাল্টের জন্য হাতের লেখা বড় ভূমিকা পালন করে। তাই সকলেরি প্রত্যাশা সুন্দর আর প্রশংসা যোগ্য হাতের লেখার।



হাতের লেখা সুন্দর করার উপায় সমূহঃ

বাংলা বা ইংরেজী, যে কোন হাতের লেখা সুন্দর করতে কিছু নিয়ম মেনে চলা উচিৎ। হাতের লেখা সুন্দর ও প্রশংসা যোগ্য ও আকর্ষণীয়  করে গড়ে তুলতে নিচের নিয়ম গুলো ধাপে ধাপে মেনে চলুন-



১. অক্ষর বা বর্ণ গুলো সঠিক ভাবে লেখা -

ভালো হাতের লেখার প্রথম শর্ত হল অক্ষর বা বর্ণ স্পষ্ট ও পরিষ্কার এবং সঠিক মাত্রা বা মার্জিনে লেখা। বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ সঠিক ভাবে লক্ষ্য করতে হবে। যে সকল বর্ণে মার্জিন বা মাত্রা আছে সে গুলো মার্জিন বা মাত্রা সহ এবং অর্ধ মাত্রা বর্ণ গুলো এবং মাত্রাহীন বর্ণ গুলো মাত্রাহীন ভাবেই লেখার চেষ্টা করতে হবে। বাক্য লিখার সময় যেন একটি বর্ণ বা অক্ষর পাশের বর্ণ বা অক্ষরের সাথে মিশে বা পাশের বর্ণের মাঝে ঢুকে না যায় সে দিকে খেয়াল রাখতে হবে। অন্য দিকে একটি শব্দের পর অন্য শব্দ লেখার সময় খেয়াল রাখতে হবে যেন দূরত্ব ঠিক থাকে। দূরত্ব কম হলে লেখা পড়তে অসুবিধা হবে বা বোঝা যাবে না আবার দূরত্ব বেশি হলে পড়তে অসুবিধা সহ ভালো দেখাবে না। সাধারন্ত দুটি শব্দের মাঝে এক বর্ণ বা অক্ষর পরিমান ফাকা যায়গা রেখে পরের শব্দ লেখা উচিৎ। হাতের লেখা সুন্দর, ভালো আর আকর্ষণীয় করে গড়ে তুলতে এগুলি প্রথম শর্ত। নিচের ছবির উদাহরণ গুলো লক্ষ্য করুন- 
হাতের লেখা ভালো করার উপায়, বাংলা ও ইংরেজী হাতের লেখা, সুন্দর আকর্ষণীয় হাতের লেখার গুরুত্ব, হাতের লেখা ঠিক করার সহজ নিয়ম
হাতের লেখা ভালো করার উপায়


২. বর্ণ বা অক্ষরের সাইজ বা আকার আকৃতি ঠিক রাখা -

বর্ণ বা অক্ষরের আকার আকৃতি সুন্দর হাতের লেখা গড়ে তোলার অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত। একটি বর্ণ বড় অন্যটি ছোট এমন হলে দেখতে বিশ্রী লাগে। এই সমস্যা সমাধানের একটি উপায় রয়েছে। স্কেল বা রুলার দিয়ে মার্জিন টেনে দুটি মার্জিনের মাঝে লিখতে হবে। বার বার লিখতে হবে এবং ধীরে ধীরে লিখতে হবে। এভাবে কিছুদিন অভ্যাস করলে নিশ্চয় বর্ণ ছোট বড় হয়ে যাওয়ার সমস্যা দূর হবে। তবে হ্যা, অনেক সময় আকার(া), রশ্বিকার (ি) ইত্যাদি অনেকে ইচ্ছা করেই অক্ষরের থেকে বড় বা ছোট করে লেখে, সেটা কিন্তু কোন সমস্যা নয় বরং সুন্দর বা স্টাইলিশ করার জন্য এমন করা সৌন্দর্যময় বটে। নিচের ছবির উদাহরণ লক্ষ্য করুন- 

হাতের লেখা ভালো করার উপায়, বাংলা ও ইংরেজী হাতের লেখা, সুন্দর আকর্ষণীয় হাতের লেখার গুরুত্ব, হাতের লেখা ঠিক করার সহজ নিয়ম
হাতের লেখা সুন্দর করার উপায়


৩. বর্ণ বা অক্ষরের প্রতিটি রেখা সমন্তরাল রাখতে চেষ্টা করা -

হাতের লেখা সুন্দর করতে একটি বর্ণের রেখা গুলোর সাথে অন্য বর্ণের একই তলে থাকা অন্য বর্ণ গুলোর রেখা গুলো সমান্তরাল রাখতে চেষ্টা করতে হবে। হাতের লেখা আকর্ষণীয় করতে বর্ণের অক্ষর গুলো সমান্তরাল রাখা অতি আবশ্যক। নিচের ছবিতে থাকা উদাহরণ গুলো লক্ষ্য করুন- 
হাতের লেখা ভালো করার উপায়, বাংলা ও ইংরেজী হাতের লেখা, সুন্দর আকর্ষণীয় হাতের লেখার গুরুত্ব, হাতের লেখা ঠিক করার সহজ নিয়ম
হাতের লেখা ভালো করার উপায়


৪. স্টাইলিশ ভাবে লেখার মানষিকতা তৈরি করা-

সুন্দর আর স্টাইলিশ (Stylish) ভাবে লেখার মানষিকতা না থাকলে হাতের লেখা কখনো সুন্দর হয় না। লেখার প্রতি যত্নবান হলে হাতের লেখা সুন্দর হয়ে ওঠে। এক রকম হলেই হলো এমন মানষিকতা রেখে দ্রুত যাচ্ছে না তাই ভাবে লেখলে হাতের লেখা কখনোই সুন্দর হয় না। এছাড়া অন্যের ভালো কোন হাতের লেখা অনুসরণ করে অন্যের মত করে লেখলেও হাতের লেখা ভালো হয়ে ওঠে। তবে যে কোন এক ধরনের লেখা অনুসরণ করতে হবে, নইলে লেখা ঠিক হতে সময় নেবে। আর হ্যা, লক্ষ্য রাখতে হবে সে কি ভাবে লেখে। মনে রাখতে হবে বার বার প্রাকটিসের মাধ্যমে হাতের লেখা সুন্দর হয়ে ওঠে। 
 

৫. লেখার প্রতি বেশি গুরুত্ব দেওয়া-

লেখার পরেই পড়ার অবস্থান। হাতের লেখা সুন্দর করতে বেশি বেশি লেখার অভ্যাস গড়ে তুলতে হবে। যত বেশি লেখা হবে তত বেশি ভুল সংশোধন হবে। যত বেশি ভুল সংশোধন হবে ততো বেশি লেখা সুন্দর হবে। চেষ্টা থাকতে হবে আর লেখার প্রতি গুরুত্ব সহকারে সময় দিতে হবে। আশা করা যায় খুব দ্রুত হাতের লেখা সুন্দর হয়ে উঠবে। 


৬. কিছু লেখার পদ্ধতি সম্পর্কে ধারনা রাখা-

রচনা লেখার নিয়মাবলী, পত্র লেখার পদ্ধতি, প্যারাগ্রাফ লেখার কোয়ালিটি, কিছু প্যারা প্যারা আকারে লেখার সিস্টেম বা পদ্ধতি লেখার সৌন্দর্য বৃদ্ধি করে। আর লেখা সৌন্দর্যময় হলে হাতের লেখা সুন্দর দেখায়। 


৭. লাইন সোজা রাখা ও নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা-

লাইন সোজা না হলে হাতের লেখা ঠিক থাকলেও লেখা সৌন্দর্যময় হয় না। লাইন সোজা রাখার জন্য একটা কৌশল অনুসরণ করা যেতে পারে, খাতার বাম পাশে ছোট্ট একটি দাগ দিন এবং ঠিক সোজাসুজি খাতার অপার পাশে ডান পাশে আরেকটি দাগ দিন, প্রয়োজনে মাঝামাঝি জায়গাতে আরেকটি চিহ্ন বা দাগ দিন এবং দাগ গুলো বরাবর লেখা শুরু করুন। খেয়াল রাখুন যেন লেখা উপরে বা নিচের দিকে উঠে বা নেমে না যায়। সোজা রাখতে চেষ্টা করুন। নিচের ছবির উদাহরণ লক্ষ্য করুন-
হাতের লেখা ভালো করার উপায়, বাংলা ও ইংরেজী হাতের লেখা, সুন্দর আকর্ষণীয় হাতের লেখার গুরুত্ব, হাতের লেখা ঠিক করার সহজ নিয়ম
হাতের লেখা সোজা করার উপায়



উপরের নিয়ম গুলো অনুসরণ করলে আশাকরি হাতের লেখা ধীরে ধীরে সুন্দর, আকর্ষণীয় ও স্টাইলিশ হয়ে উঠবে। তাহলে আজি শুরু করুন, নিজেকে স্মার্ট আর ব্যক্তিত্ত সম্পন্ন পরিচয় করাতে সুন্দর বা ভালো হাতের লেখার কোন বিকল্প নেই।


আমাদের সাথেই থাকুন। নিচের বক্সে কমেন্ট করুন। ফেসবুক পেজে লাইক দিন।


সকলের শুভকামনায় - 

কে-মাহমুদ 

৬-১১-২০২০

নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।

আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon