শনিবার

Voice Change এর সহজ নিয়ম

Voice change active to passive - Rules Exercise and Answer


Voice Change এর কবিতা ও ছন্দ, assertive, interrogative and imperative sentence এর tense ছাড়া voice.


ছন্দে ও কবিতায় voice change, active to passive voice
Voice Change


Voice কি বা কাকে বলেঃ

Voice  শব্দের বাংলা আভিধানিক অর্থ বাচ্য। আমরা জানি যে একটি বাক্য সফল হতে ৩ টি উপাদান থাকা আবশ্যক, ১. Subject ২. Object ৩. Verb. কোন বাক্য বা Sentence যখন Subject বা  Object কে গুরুত্ব দিয়ে সম্পূর্ণ করা হয় তখন তাকে Voice বা বাচ্য বলে।


Voice এর প্রকারভেদঃ

Voice সাধারন্ত ২ প্রকার, যথা-
  • ১. Active voice (Subject এর প্রাধান্য বা গুরুত্ব)
  • ২. Passive voice (Object এর প্রাধান্য বা গুরুত্ব)
সাধারন্ত কোন বাক্য যখন subject কে বেশি গুরুত্ব দিয়ে সংঘটিত হয় বা বলা হয় তখন তাকে active voice বলে।  রহিম ভাত খায়- বাক্যটিতে রহিম কি খায় সেটার বিবরন দেওয়া হয়েছে বা subject কে প্রাধান্য দেওয়া হয়েছে তাই এটি active voice.


কোন বাক্য যখন object কে গুরুত্ব বা প্রাধান্য দিয়ে সংঘটিত হয় তখন তাকে passive voice বলে। ভাত রহিমের দ্বারা খাওয়া হয়- বাক্যটিতে ভাত কে বা কার দ্বারা খাওয়া হয় সেটা বলা হচ্ছে এবং ভাত হচ্ছে পূর্বের বাক্যের object, সুতারং এটি passive voice.


Active to Passive Voice:

 আজ আমরা tense ছাড়া  কিভাবে voice  করতে হয় সেটা জানবো। Tense ছাড়া voice করতে নিচের অংশটুকু মনোযোগ সহকারে পড়ি-

Voice change এর জন্য  নিচের কবিতা বা ছন্দটি মুখস্থ করি-

"অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে
হি হি করে হাসে,
নমিনেশন লজ্জা পেয়ে
বাই এর পরে বসে।"

Voice change এর জন্য কবিতা বা ছন্দটির যথার্থতা নিচে তুলে ধরা হল-

Active voice কে Passive voice এ পরিবর্তন করতে হলে তিনটি নিয়ম অনুসরন করতে হবে-

  • ১. Subject কে Object এর জায়গায় এবং Object কে Subject এর জায়গায় নিতে হবে এবং person  অনুযায়ী বা নিম্নোক্ত ভাবে এদের রূপের পরিবর্তন ঘটবে এবং Object এর পূর্বে by বসবে-
Subject রূপ
I
We
You
He
She
They
Who
It
নাম
Object রূপ
me
us
you
him
her
them
whom
it
নাম



  • ২. সর্বদা Verb এর ৩য় রূপ বা Past participle ফর্ম  হবে বলে Verb এর ৩য় রূপের পূর্বে নিম্নোক্ত ভাবে ফাইন বা অতিরিক্ত শব্দ ব্যবহার করতে হবেঃ


ক্ষেত্র সমূহ

১. Verb -এর ১ম রূপ থাকলে
২. Verb -এর ২য় রূপ থাকলে
৩. shall, should, will, would, can, could, may, might, need to, ought to, going to, used to, have to, has to, had to এমন মডাল সাহায্য কারী verb থাকলে
৪. Verb+ing থাকলে
৫. have, has, had থাকলে
ফাইন সমূহ

১. am, is, are ফাইন
২. was, were ফাইন
৩. be ফাইন





৪. being ফাইন
৫. been ফাইন


  • ৩. বাক্যে থাকা অতিরিক্ত অংশ verb এর ৩য় রূপ এবং by এর মাঝামাঝি বসবে এবং বাক্যে ২ টি Object থাকলে যে কোন একটিকে Subject করা যাবে তবে বস্তুবাচক Object কে Subject করা ভালো।


বাক্যের ধরন অনুযায়ী  voice change বা পরিবর্তনের নিয়মঃ

Voice change এর নানাবিধ নিয়ম রয়েছে। নিম্নে tense ছাড়াই sentence বা বাক্য অনুযায়ী শর্ট ও সহজ পদ্ধতিতে active voice কে passive voice এ পরিবর্তনের নিয়ম সমূহ তুলেধরা হল-


Assertive Sentence এর ক্ষেত্রেঃ

(Assertive sentence সাধারন্ত subject  দ্বারা শুরু হয় এবং শেষে ফুলস্টপ থাকে)

১. পূর্বের নিয়ম বা voice change এর সাধারণ নিয়ম পূর্নভাবে অনুসরন করতে হবে।


Imperative Sentence এর ক্ষেত্রেঃ

( Imperative sentence মূল verb দ্বারা শুরু হয় এবং শেষে ফুলস্টপ থাকে)

১. Let দ্বারা শুরু করতে হবে এবং এর বন্ধু হিসাবে  কিছুটা দূরে be বসাতে হবে।
২. Let এর পর বাক্যে থাকা Object কে এনে বসাতে হবে তবে রূপের পরিবর্তন করা যাবে না।
৩. be এর পর verb এর ৩য় রূপ বসাতে হবে তবে verb এর পূর্বে কোন ফাইন দেওয়া যাবে না।
৪. বাক্যে যদি কোন Subject থাকে তবে বাক্যের শেষে বসাতে হবে এবং এর পুর্বে by বসবে।
৫. বাক্যে never বা not থাকলে let এর পরে বসাতে হবে।
৬. মূল ভারব এর পর ২ টি object থাকলে, বস্তুবাচক object কে subject এর জায়গায় আনলে ব্যক্তিবাচক object টি বাক্যের শেষে বসবে এবং তার পূর্বে for বসাতে হবে।
৭. নিম্নক্ত ছক অনুসরন করতে হবে,
শুধু verb দিয়ে বাক্য শুরু থাকলেLet...........be
Do notLet not.........be
NeverLet never.........be
AlwaysLet...........be..........always.
PleaseYou are requested to এখানে Let এবং be বসানোর প্রয়োজন নেই।
KindlyYou are requested to এখানে Let এবং be বসানোর প্রয়োজন নেই।
LetLet.............be



Interrogative Sentence এর ক্ষেত্রেঃ

(Interrogative sentence মূলত wh অথবা সাহায্যকারী verb দ্বারা শুরু হয় এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকে)

১. সাহায্যকারী verb দ্বারা শুরু এমন বাক্যের ক্ষেত্রে- মনে মনে সাহায্যকারী verb কে Subject এর পরে ধরতে হবে এর পর Assertive Sentence এর মত করেই চেঞ্জ করতে হবে, চেঞ্জ করার পর যে উত্তর হবে সেই উত্তরের শেষে প্রশ্নবোধক চিহ্ন(?) দিতে হবে বলে বাক্যে থাকা সাহায্যকারী verb কেও তাই প্রথমে দিয়ে দিতে হবে।
২. Who দ্বারা শুরুর বাক্যের ক্ষেত্রে who এর পরিবর্তে by whom বসবে।
৩. Whom দ্বারা শুরুর বাক্যের ক্ষেত্রে whom এর পরিবর্তে who বসবে।
৪. What, when, which, why, how, where এর ক্ষেত্রে এগুলির কোন পরিবর্তন হবে না এবং এর পরের অংশ পূর্বের নিয়ম অনুয়ায়ী চেঞ্জ করতে হবে।
৫. Do, does, did দ্বারা শুরু হলে এগুলি বাদ দিয়ে চেঞ্জ করতে হবে।


ব্যতিক্রমী কিছু নিয়মঃ

১. That বা এমন কোন অব্যয় বাক্যের মাঝে থাকলে that এর আগে পরে আলাদা আলাদা ভাবে voice করতে হবে।
২. বাক্যের শেষে  verb এর সাথে ing থাকলে এবং এর পরে আর কোন শব্দ না থাকলে Subject এবং Object কে স্থান পরীবর্তন না করে পূর্বের নিয়ম মতই voice চেঞ্জ করতে হবে।
৩. বাক্যের মাঝে বা শেষে কোন শব্দের সাথে self অথবা selves যুক্ত থাকলে Subject  এবং Object কে স্থান পরিবর্তন করা যাবে না তবে self বা selves যুক্ত শব্দের পূর্বে by বসাতে হবে এবং পূর্বের নিয়ম মতই voice চেঞ্জ করতে হবে।
৪. বাক্যের অর্থ যদি এমন দাঁড়ায় যে কাজটি সরাসরি না করলে উপলব্ধি করা সম্ভব নয় তবে এমন বাক্যে   Subject বা Object কে স্থান পরিবর্তন না করেই পূর্বের নিয়মে voice চেঞ্জ করতে হবে।
৫. বাক্যের মাঝে পাশা পাশি দুটি মূল verb হলে ভারব দুটির মাঝে to বসাতে হবে।
৬. বাক্যে মূল ভারব হিসাবে নিম্নোক্ত ভারব থাকলে by এর পরিবর্তে নিম্নোক্ত ছক অনুসরন করে শব্দ ব্যবহার করতে হবে(ব্যক্তির ক্ষেত্রে with এবং আচরন, কাজ বা বিষয়ের ক্ষেত্রে  বেশির ভাগ ক্ষেত্রে at বসে)-

Satisfied                With, at
PleasedWith, at
ShockedAt
AnnoyedAt
SurprisedAt
ContainedIn
StunnedAt
FilledWith
KnownTo


নিচের উদাহরন গুলো লক্ষ্য করিঃ

Question-1: Active- Rodela likes Masum
Answer: Passive- Masum is liked by Rodela

Question-1: Active- Rodela liked Masum.
Answer: Passive- Masum was liked by Rodela.

Question-1: Active- Rodela will like Masum.
Answer: Passive- Masum will be liked by Rodela.

Question-1: Active- Rodela has loved Masum.
Answer: Passive- Masum has been loved by Rodela.

Question-1: Active- Rodela will be loving Masum.
Answer: Passive- Masum will be being loved by Rodela.

Question-1: Active- I love him.
Answer: Passive- He is loved by me.


উপরের উদাহরনে বিশেষ করে শেষের উদাহরনটি তে দেখা যাই যে active voice কে passive voice এ রূপান্তর করতে গেলে subject এর জায়গায় object চলে যাই এবং object এর স্থানে subject চলে আসে এবং রূপের পরিবর্তন ঘটে ফলে by ব্যবহার করা হয়। অন্য দিকে verb এর ৩য় রূপ বসে বলে ফাইন বা অতিরিক্ত শব্দ ব্যবহার করতে হয়।


ব্যপারটি বোঝার সুবিধার জন্য আরো সহজ করা হল-
Active: He loves me.
Passive বা উত্তর কররে হলে বাক্যটির নিম্নোক্ত ধাপ গুল অনুসরণ করতে হবে-
ধাপ-১. I -------------- by him.
ধাপ-২. I ----- loved by him.
ধাপ-৩. I am loved by him.

১ম ধাপে he শেষে গিয়ে him এবং me প্রথমে এসে I হয়েছে ফলে by বসানো হয়েছে। ২য় ধাপে love  একটি verb ফলে এর ৩য় রূপ loved বসানো হয়েছে। ৩য় ধাপে love হল verb এর ১ম রূপ কিন্তু ৩য় রূপ করায় am ফাইন বা অতিরিক্ত শব্দ ব্যবহার করা হয়েছে।


নিচে Interrogative ও Imperative sentence এর কয়েকটি উদাহরন তুলে ধরে ব্যাখ্যা করা হল-

Imperative Sentence এর ক্ষেত্রে-
Question-1: Active- Love me.
Answer: Passive- Let me be loved.
ধাপ-১. Let ----- be --------.
ধাপ-২. Let ----- be loved.
ধাপ-৩. Let me be loved.


Interrogative Sentence এর ক্ষেত্রে-
Question-1: Active- Does he love me?
Answer: Passive- Am I loved by him?
 ধাপ-১. ----- I --------- by him?
 ধাপ-২. ----- I loved by him?
 ধাপ-৩. Am I loved by him?
 (Interrogative sentence  এ do, does, did দ্বারা শুরু হলে এগুলো বাদ দিয়ে voice করতে হয় এবং সাহায্যকারী verb সবসময় বাক্যের প্রথমে বসাতে হয়।)


Exercises: (নিজে কর)

১. I like it.
২. He finishes the work.
৩. We shall love him.
৪. Open the book.
৫. Does he open it?




আজ এ পর্যন্তই। খুব সহজেই tense ছাড়া voice করার ণিয়ম গুলো শিখে ফেললাম, তাই তো! আশাকরি আরো বিস্তারিত ভাবে প্রতিটি বাক্য সহজ ও আলাদা ভাবে voice change করার পদ্ধতির বিস্তারিত সব নিয়ম নিয়ে হাজির হব অন্য কোন দিন অন্য কোন পাঠে।



সকলের শুভকামনা করে বিদায়।
কে-মাহমুদ
১১-০৯-২০২০


4 comments

মন্তব্যের জন্য ধন্যবাদ।

1timeschool.com এর পক্ষে,
রোদেলা

এটার পরবর্তী পার্ট চাই

আপনার মতামত আমাদের টিমের কাছে জানানো হবে, আমাদের সাথেই থাকুন।

1timeschool.com এর পক্ষে,
রোদেলা

নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।

আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon