সোমবার

সহজে চিনুন Subject ও Object

Sentence বা বাক্য গঠনে subject ও object এর ভূমিকা অপরিসীম। Subject ও Object কাকে বলে, এদের প্রকারভেদ, ছন্দে ছন্দে কবিতা ও ছড়ায় subject ও object এবং শর্ট পদ্ধতিতে এদের চেনার উপায় ও subject বা object এর রূপ নিয়ে আজকের আলোচনা।


ছন্দে Subject ও Object চেনা, রূপ ও প্রকার


Subject ও Object কাকে বলে, Subject ও Object কত প্রকার ও চেনার উপায়, ছন্দে ও ছড়ায় Subject Object, Subjective Objective possessive রূপ
Subject & Object

Subject ও object কি বা কাকে বলেঃ

বাক্য গঠনে Subject ও Object এর ভূমিকা অপরিসীম। Subject অর্থ কর্তা এবং Object অর্থ  কর্ম । সাধারন্ত একটি সফল ও পরিপূর্ণ বাক্যে তিনটি উপাদান বিদ্যামান থাকে। এক Subject বা কর্তা, দুই Verb বা ক্রিয়া এবং তিন Object বা কর্ম। কোন বর্ননামূলক একটি বাক্য গঠনে শুরুতেই Subject এর অবস্থান এর পর থাকে Verb এবং তার পর Object. মূলত পক্ষে কোন কাজ যে করে তাকে Subject বা কর্তা বলে এবং কর্তা বা Subject যাকে নিয়ে কাজটি করে তাকে বলে Object বা কর্ম। নিচের বাক্যটি লক্ষ্য করলে ব্যপারটি আরো সহজ হবে-

I eat rice. (আমি ভাত খাই)


বাক্যটির দিকে লক্ষ্য করলে আমরা দেখি Eat বা খাওয়া হল বাক্যে ক্রিয়া বা কাজ (verb) এই কাজটি I বা আমি করি তাই আমি বা I হচ্ছে বাক্যটিতে Subject বা কর্তা। অন্যদিকে I বা আমি অর্থাৎ subject যাকে নিয়ে কাজটি করছে সেটি হল Object বা কর্ম। বাক্যটিতে তাই Rice বা ভাত হল একটি Object বা কর্ম, কারন কর্তা বা Subject ভাত বা Rice নিয়েই কাজটি করছে বা খাচ্ছে।


সুতারং যে কিছু করে তাকে Subject বা কর্তা বলে এবং যাকে নিয়ে কাজটি করা হয় তাকে বলে Object বা কর্ম।


Subject ও Object এর সম্পর্কঃ

Subject এবং Object এর মাঝে ব্যপক সম্পর্ক বিদ্যামান। কোন বাক্যে যে প্রধান ভূমিকা পালন করে তাকে Subject বলে এবং Subject  মূলত Object কে নিয়েই কাজটি করে থাকে। অন্য দিকে এক বাক্যে যে Subject হিসাবে কাজ করে সে অন্য বাক্যে Object হিসাবেও বসতে পারে আবার কোন বাক্যে যে Object হিসাবে বসেছে সে অন্য বাক্যে Subject হিসাবেও কাজটি করতে পারে। নিচের উদাহরন গুলো লক্ষ্য করলে বিষয়টি সহজ হবে-
  • ১. Rahim loves Karim. (রহিম করিম কে ভালোবাসে)
  • ২. Karim loves Rahim. (করিম রহিম কে ভালোবাসে)
  • ৩. Rahim and Karim love Jabbar. (রহিম এবং করিম যব্বার কে ভালোবাসে)

উপরের ১নং বাক্যে রহিম ভালোবাসে করিম কে তাই রহিম এখানে Subject. কিন্তু ২ নং বাক্যে রহিম কাওকে ভালোবাসে না তাই রহিম subject নয়, তবে রহিম কে যেহেতু অন্য কেও ভালোবাসছে সেহেতু রহিম ২নং বাক্যে object.


অপার দিকে, ১নং বাক্যে করিম object কারন করিম কাওকে ভালোবাসে না বরং তাকে কেও ভালোবাসে। সুতারং ১ নং বাক্যে করিম হল object. ২ নং বাক্যের দিকে লক্ষ্য করলে দেখা যায় করিম রহিমকে ভালোবাসছে তাই করিম ২ নং বাক্যে করিম subject.


আবার ৩নং বাক্যের দিকে লক্ষ্য করলে দেখা যাবে রহিম এবং করিম উভয়ি অন্য একজন কে অর্থাৎ যব্বার কে ভালোবাসে তাই ৩নং বাক্যে রহিম ও করিম উভয়ি subject এবং যব্বার এখানে object.


সুতারং এটা বোঝা যায় যে এক বাক্যে যে subject সে অন্য বাক্যে object ও হতে পারে। তেমনি এক বাক্যের object অন্য বাক্যে subject হতে পারে।


পদ বা শব্দ গত দিক দিয়ে প্রকারভেদঃ

পদ বা শব্দ গত দিক দিয়ে Subject ও Object সাধারন্ত বিশেষ্য বা Noun এবং সর্বনাম বা Pronoun. সুতারং Subject ও Object মূলত Noun গত Subject/Object এবং Pronoun গত Subject/Object. এখানে Noun বা বিশেষ্য হল কোন ব্যক্তি বা বস্তুর নাম অর্থাৎ রহিম, করিম, যব্বার ইত্যাদি। অন্য দিকে Pronoun বা সর্বনাম হল নামের পরিবর্তে ব্যবহৃত শব্দ যেমন, সে, আমি, তুমি ইত্যাদি।


Subject বা Object এর রূপঃ

Subject বা Object এর ৩ টি রূপ রয়েছে যথা-


রূপ গুলো বর্ননা করতে নিচের কবিতা বা ছন্দ বা ছড়া টি মুখস্থ করে নি-

"আমি ঘাস কাটি
তাই, আমাকে দিয়ে ঘাস কাটায়
কারন, আমার কাটার মেশিন আছে।"

ছন্দটি মুখস্থ হলে Subject/Object এর রূপ ৮০% হয়ে যাই। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে বুঝিয়ে দি কেমন? আমি ঘাস কাটি - বাক্যে 'আমি' হল Subjective রূপ। তাই আমাকে দিয়ে ঘাস কাটায়- বাক্যে 'আমাকে' Objective রূপ। কারন আমার ঘাস কাটার মেশিন আছে- বাক্যে 'আমার' Possessive রূপ।


সুতারং
১ম বাক্যে, আমি(I)=Subjective রূপ
২য় বাক্যে, আমাকে(Me)=Objective রূপ
৩য় বাক্যে, আমার(My)=Possessive রূপ

বোঝার সুবিধার্থে নিচে কিছু বাক্য চ্ছন্দের সাথে তাল মিলিয়ে Subjective, Objective এবং Possessive রূপ বের করা হল-

১. Noun বা নামের ক্ষেত্রে-

"রহিম ঘাস কাটে
তাই, রহিম কে দিয়ে ঘাস কাটায়
কারন, রহিমের কাটার মেশিন আছে।"
Subjective=Rahim(রহিম)
Objective=Rahim(রহিম)
Possessive=Rahim's(রহিমের)


২. I বা আমি এর ক্ষেত্রে-

"আমি ঘাস কাটি
তাই, আমাকে কে দিয়ে ঘাস কাটায়
কারন, আমার কাটার মেশিন আছে।"
Subjective=I(আমি)
Objective=Me(আমাকে)
Possessive=My(আমার)


৩. He/She বা সে এর ক্ষেত্রে-

"সে ঘাস কাটে
তাই, তাকে দিয়ে ঘাস কাটায়
কারন, তাহার কাটার মেশিন আছে।"
Subjective=He/She(সে)
Objective=Him/Her(তাকে)
Possessive=His/Her(তাহার)


৪. You বা তুমি এর ক্ষেত্রে-

"তুমি ঘাস কাটো
তাই, তোমাকে দিয়ে ঘাস কাটায়
কারন, তোমার কাটার মেশিন আছে।"
Subjective=You(তুমি)
Objective=You(তোমাকে)
Possessive=Your(তোমার)


৫. They বা তাহারা এর ক্ষেত্রে-

"তাহারা ঘাস কাটে
তাই, তাহাদের কে দিয়ে ঘাস কাটায়
কারন, তাহাদের কাটার মেশিন আছে।"
Subjective=They(তাহারা)
Objective=Them(তাহাদের কে)
Possessive=Their(তাহাদের)


৬. We বা আমরা এর ক্ষেত্রে-

"আমরা ঘাস কাটি
তাই, আমাদের কে দিয়ে ঘাস কাটায়
কারন, আমাদের কাটার মেশিন আছে।"
Subjective=We(আমরা)
Objective=Us(আমাদের কে)
Possessive=Our(আমাদের)


৭. It বা ইহা এর ক্ষেত্রে-

"ইহা ঘাস কাটে
তাই, ইহা কে দিয়ে ঘাস কাটায়
কারন, ইহার কাটার মেশিন আছে।"
Subjective=It(ইহা)
Objective=It(ইহা)
Possessive=It's(ইহার)


ব্যাস! এভাবে সকল Noun বা Pronoun এর ৩ টি রূপি ছন্দে ছন্দে কবিতায় আর ছড়ায় বের করা সম্ভব! আর এটিই রূপ গুলো বের করার শর্ট আর সহজ পদ্ধতি।




সকলের শুভ কামনা করে আজ বিদায়--
কে-মাহমুদ
৬-৯-২০২০

নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।

আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon