মঙ্গলবার

SSC Result 2020

এসএসসি (SSC)  পরীক্ষার্থী বন্ধুরা, চলতি মাসের শেষ নাগাদ এসএসসি রেজাল্ট ২০২০ (SSC Result 2020) প্রকাশিত হতে যাচ্ছে, ১৮-০৫-২০২০ থেকে সরা সরি মোবাইলে ফলাফল পেতে প্রি-রেজিষ্ট্রেশন শুরু হয়েছে। তাহলে আর দেরি নয়। দ্রুত নিজের নম্বরে সবার আগে পরীক্ষার রেজাল্ট বা ফলাফল পেতে যে কোন মোবাইল নম্বর থেকে এখনি রেজিষ্ট্রেশন করে ফেল। 

এসএসসি রেজাল্ট pre-registration


এসএসসি রেজাল্ট pre-registration mobile
ssc result 2020

সবার আগে পরীক্ষার রেজাল্ট জানতে যে নম্বরে ফলাফল পেতে চাও সেটি প্রি-রেজিষ্ট্রেশন করতে হবে। প্রি রেজিষ্ট্রেশন করতে যে কোন মোবাইল থেকে এসএমএস (sms) করতে হবে ১৬২২২ নম্বরে। প্রতিটি বোর্ডের জন্য আলাদা ভাবে ম্যাসেজ করতে হবে। নিজের মোবাইল থেকে বোর্ড অনুযায়ী নিম্নের ধাপ গুলো অনুসরন কর।


মোবাইল ম্যাসেজ অপশনে গিয়ে লিখতে হবে ও পাঠাতে হবেঃ

  • ১. ঢাকা বোর্ডের জন্য প্রি-রেজিষ্ট্রেশনঃ
SSC DHA YourRoll 2020 লিখে পাঠিয়ে দাও 16222 নম্বরে।

  • ২. বরিশাল বোর্ডের জন্য প্রি-রেজিষ্ট্রেশনঃ
SSC BAR YourRoll 2020 লিখে পাঠিয়ে দাও 16222 নম্বরে।

  • ৩. চিটাগাং বোর্ডের জন্য প্রি-রেজিষ্ট্রেশনঃ
SSC CHI YourRoll 2020 লিখে পাঠিয়ে দাও 16222 নম্বরে।

  • ৪. কুমিল্লা বোর্ডের জন্য প্রি-রেজিষ্ট্রেশনঃ
SSC COM YourRoll 2020 লিখে পাঠিয়ে দাও 16222 নম্বরে।

  • ৫. দিনাজপুর বোর্ডের জন্য প্রি-রেজিষ্ট্রেশনঃ
SSC DIN YourRoll 2020 লিখে পাঠিয়ে দাও 16222 নম্বরে।

  • ৬. যশোর বোর্ডের জন্য প্রি-রেজিষ্ট্রেশনঃ
SSC JES YourRoll 2020 লিখে পাঠিয়ে দাও 16222 নম্বরে।

  • ৭. ময়মনসিংহ বোর্ডের জন্য প্রি-রেজিষ্ট্রেশনঃ
SSC MOY YourRoll 2020 লিখে পাঠিয়ে দাও 16222 নম্বরে।

  • ৮. সিলেট বোর্ডের জন্য প্রি-রেজিষ্ট্রেশনঃ
SSC SYL YourRoll 2020 লিখে পাঠিয়ে দাও 16222 নম্বরে।

  • ৯. মাদ্রাসা বোর্ডের জন্য প্রি-রেজিষ্ট্রেশনঃ
DAKHIL MAD YourRoll 2020 লিখে পাঠিয়ে দাও 16222 নম্বরে।

  • ১০. কারিগরি বা ভোকেশনাল বোর্ডের জন্য প্রি-রেজিষ্ট্রেশনঃ
SSC TEC YourRoll 2020 লিখে পাঠিয়ে দাও 16222 নম্বরে।



উদাহরন হিসাবে বলতে গেলে যদি তুমি ঢাকা বোর্ডের ২০২০ সালার এসএসসি পরীক্ষার্থী হও এবং তোমার পরীক্ষা রোল যদি 1234567  হয় তবে নিজের মোবাইলের ম্যাসেজ অপশন থেকে নিউ ম্যাসেজে ক্লিক করে। ম্যাসেজের ঘরে লিখ, SSC DHA 1234567 2020 এবং পাঠিয়ে দাও 16222 নম্বরে। মনে রাখতে হবে প্রতিটি শব্দের মাঝে যেন ফাকা থাকে।


প্রি-রেজিষ্ট্রেশন করা থাকলে ফল প্রকাশের সংগে সংগে সবার আগে নিজের ফলাফল জানতে পারবে। এছাড়া ফলাফল বের হবার দিনো একি নিয়মে রেজিঃ করে রেজাল্ট দেখা যাবে। রেজাল্ট বের হবার ২৪ ঘন্টার মধ্যে ফলা ফল পাওয়া যাবে। তবে অনলাইনের মাধ্যমে ফলাফল দেখলে তা সংগে সংগে দেখা যাবে।


এসএমএস ছাড়াও অনলাইনের মাধ্যমে পরীক্ষার রেজাল্ট জানা যেতে পারে। অনলাইনে পরীক্ষার রেজাল্টের সাথে কোন বিষয়ে কত নম্বর পেয়েছ, কোন বিদ্যালয়ে কে কি ফলাফল করেছে তার পূর্ন রেজাল্ট দেখা যাবে। তাই অনলাইনেও ফলাফল দেখা ভালো।


অনলাইনে ফলাফল দেখতে নিচের লিংকে ক্লিক করঃ


আশাকরি সকলে খুব আশানুরূপ ফলাফল অর্জন করবে, সকলে করোনার সমস্যার কারনে অনেক সমস্যা অনুভব কোরছ।  ভালো ফল করার মাধ্যমে আশা করি কিছুটা আনন্দ অনুভব করবে। 


আমাদের ফ্যান পেজে রোল ও বোর্ডের নাম দিলে আমরাও আপনাকে ম্যাসেজ করে ফলাফল জানাতে পারি। আমাদের ফ্যান পেজে লাইক ও ম্যাসেজ করার জন্য এখানে ক্লিক করুন>>>


আমাদের সাইটে সবার আগে সকল প্রকার রেজাল্টে  প্রকাশ করা হয়। এছাড়া ভর্তি ফল ও ভর্তি আবেদনের সকল প্রকার পদ্ধতি ও ফর্ম আমরা প্রকাশ করে থাকি। যে কোন প্রকার শিক্ষা তথ্য পেতে আমাদের সাথে থেক। আমাদের সাইট টি নিজের মোবাইলের হোম পেজে সেভ করে রাখতে পারো।


কোন প্রকার সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ কোর। আমদের সাথে যোগাযোগের ঠিকানা পেতে এখানে ক্লিক কর>>>


আজ এ পর্যন্তই, সকলের শুভকামনা করছি।



বিঃদ্রঃ রেজাল্ট কার্যক্রমটি টেলিটক কর্পারেশন এবং এডুকেশন বোর্ড এক যোগে পরিচালনা করে থাকে। রেজাল্টের কোন প্রকার অভিযোগ থাকলে তার দায় আমাদের উপর কোন ভাবেই বর্তায় না।



নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।

আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon