সহজ পদ্ধতিতে অটো লেটার, অটো ই-মেইল!
একের ভিতর সব লেটার, সহজে শিখুন ই-মেইল! এবার পরীক্ষা হবে খুব সোজা!
|
Auto letter & e-mail |
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছ। আজকের বিষয় অটো লেটার বা একের মাঝে সব লেটার বা পত্র এবং অটো ই-মেইল (e-mail) নিয়ে।
আমরা অনেক সময় ইংরেজি বাক্য মুখস্থ করে থাকি। কিন্তু শব্দার্থ না জানার কারনে এবং বাক্যের অনুবাদ সঠিক ভাবে না পারায় মুখস্থ করতে যেমন শক্ত মনে হয় তেমনি কঠিন কাজ সেটা মনে রাখা। পরীক্ষার খাতায় একটা বাক্য এমনকি একটা শব্দ মনে না পড়লে ভুলে যাই সকল অংশ। তাদের কথা বিবেচনা করেই আজ auro letter নিয়ে একটি ব্যক্তি গত letter এবং ই-মেইল (e-mail) নিয়ে হাজির হলাম। আশা করি এটি সহজে সকলে আয়ত্তে আনতে পারবে। সহজ শব্দ ব্যবহার করা হয়েছে দূর্বল ছাত্র-ছাত্রী দের কথা মাথায় রেখে। আশা ও বিশ্বাস সকলে এটি লাইক করবে।
তাহলে আর নয় অপেক্ষা। নিয়ে নিন অটো লেটার ও অটো ইমেইল।
Date: 8 March, 2020
Dhaka, Bangladesh.
Dear,
At first take my love. How are you? Hope you are well. I am fine now. Yesterday I received your letter. In your letter you wanted to know about my present condition. You will be glad to know that I am enjoying my study life very much. Now you must hear carefully, ....... .......... .......এখানে যে প্রসঙ্গ নিয়ে পত্রটি লিখতে বলা হয়েছে, সেই প্রসঙ্গে কয়েকটি বাক্য লিখবে...... .......... .......... ........... ............ .......... ............ I am missing you very much. I want to see you and want to talk with you soon. So I hope, You must meet on next Sunday then I will discuss about it.
No more now, may god bless you. At last you will convey my Salam and love to our elder and younger.
Your loving person,
K-Mahmud.
From,
K-Mahmud,
Mirpur, Dhaka. | | | To,
Masum,
Gazipur, Dhaka. |
|
Stamp |
From: support@1timeschool.com
To: your-name@gmail.com
subject: My important Letter
Date: 8 March, 2020
Dear,
At first take my love. How are you? Hope you are well. I am fine now. Yesterday I received your letter. In your letter you wanted to know about my present condition. You will be glad to know that I am enjoying my study life very much. Now you must hear carefully, ....... .......... .......এখানে যে প্রসঙ্গ নিয়ে পত্রটি লিখতে বলা হয়েছে, সেই প্রসঙ্গে কয়েকটি বাক্য লিখবে...... .......... .......... ........... ............ .......... ............ I am missing you very much. I want to see you and want to talk with you soon. So I hope, You must meet on next Sunday then I will discuss about it.
No more now, may god bless you. At last you will convey my Salam and love to our elder and younger.
Your loving person,
K-Mahmud.
আশা করি উপরের Auto Letter এবং Auto E-Mail আয়ত্তে আনার মাধ্যমে সকল প্রকার ব্যক্তিগত পত্র বা লেটার এবং ইমেইল সহজেই লিখতে পারবে।
বিঃদ্রঃ উপরে শুন্য স্থানের জায়গা গুলোতে বিষয় সম্পর্কিত নিজের মত জরে কয়েকটি বাক্য বসাতে হবে। সহজ ভাবে বাক্য গুলো বসালেই হয়ে যাবে একের ভিতর সব লেটার, একের ভিতর সব ই-মেইল।
পরবর্তী পাঠে আশা করি অন্য কোন বিষয় নিয়ে হাজির হব। আরো অটো সব থিওরি নিয়ে দ্রুত একটি আর্টিকেল লিখার ইচ্ছা পোষন করছি।
সকলের শুভ কামনা করে বিদায়।
কে-মাহমুদ
৮ মার্চ, ২০২০
নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।
আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon