বুধবার

Verb এর রূপ ও প্রকার

Verb এর রূপ ও প্রকার - Auxiliary ও Main


ইংরেজিতে Verb বা ক্রিয়ার ভুমিকা অপরিসীম।  বাংলা বাক্য গঠনে অনেক সময় বাক্যে ক্রিয়ার উপস্থিতি উহ্য বা গোপন থাকে, কিন্তু ইংরেজি Sentence বা বাক্যে Verb বা ক্রিয়া অবশ্যই অপরিহার্য। Verb সম্পর্কে সঠিক ধারনা না থাকলে সঠিক ভাবে বাক্য বা Sentence গঠন প্রায় অসম্ভব বলা চলে। ক্রিয়া বা Verb হচ্ছে একটি বাক্যের প্রান। প্রান না থাকলে যেমন কোন প্রানী জীবন্ত হয়ে ওঠেনা তেমনি Verb ছাড়া ইংরেজি বাক্য জীবন্ত হয়ে ওঠে না। Tense বা কাল অনুযায়ী ইংরেজি বাক্য গঠন, অর্থ পূর্ণ ভাবে প্রকাশ সহ বাক্যের গঠন প্রনালী ও ভাবের প্রকাশে Verb সম্পর্কে জানা, এর গঠন ও রূপগত পার্থক্য এবং বাক্যে ব্যবহার সম্পর্কিত ধারনা অতিব গুরুত্বপূর্ণ একটি বিষয়।


verb বা ক্রিয়ার রূপ,verb এর প্রকারভেদ,modal ও be verb,Axullery verb
Verb



যে সকল শব্দ দ্বারা কোন কিছু করা হওয়া খাওয়া যাওয়া বা কাজ বোঝায় তাকে Verb বা ক্রিয়া বলে। অন্য ভাবে বলা যায়, কর্তা, কর্মকে নিয়ে অর্থাৎ Subject, Object কে নিয়ে যা করে তাই-ই Verb বা কাজ বা ক্রিয়া।

উদাহরন: খাওয়া, যাওয়া, পড়া, ভালোবাসা, Love, Do, Open, Is, Have, Eat ইত্যাদি।


  • Verb বা ক্রিয়ার রূপঃ


ইংরেজিতে প্রত্যেকটি Verb বা ক্রিয়ার ৩ টি রূপ রয়েছে।

যথা-
১. Verb এর ১ম রূপ বা  Present Form
২. Verb এর ২য় রূপ বা Past Form
৩. Verb এর তৃতীয় রূপ বা Past Participle Form

আলোচনার শেষে Verb এর রূপগুলোর কয়েকটি গুরুত্বপূর্ণ রূপ তুলে ধরা হয়েছে  আশা করি নিচের রূপগুলো আয়ত্তে আনার মাধ্যমে ইংরেজিতে আরো দক্ষ হওয়া সম্ভব হবে।



  • ক্রিয়া বা Verb এর প্রকারভেদঃ


ক্রিয়া, কাজ বা Verb কে নানা ভাবে বিভক্ত বা ভাগ বা শ্রেণী বিন্যাস করা যেতে পারে। Finite verb বা সমাপিকা ক্রিয়া এবং Non-finite বা অসমাপিকা ক্রিয়া, এ দুই ভাগে প্ররধানত verb কে ভাগ করা হয়ে থাকে। Finite verb কে আবার অনেক ভাগে ভাগ করা হয়ে থাকে।বৈশিষ্ট্য গত দিক দিয়ে Finite verb  কে ২ টি ভাগে ভাগ করা যেতে পারে। যথা-

১. Main Verb বা Principle Verb বা মূল Verb
২. Auxiliary Verb বা সাহায্যকারী Verb


  • Principle Verb বা Main Verb:


সাধারন্ত যে সকল Verb বা ক্রিয়া কোন বাক্য বা Sentence এ সক্রিয় হয়ে মূল বা প্রধান কার্যগত ভূমিকা পালন করে তাকে Principle বা Main Verb বলে। অন্য ভাবে বলতে গেলে, বাংলায় কোন বাক্যে যে মূল ক্রিয়া থাকে তার ইংরেজি  Word বা শব্দই হল Principle বা Main Verb. অনেক সময় সাহায্যকারী Verb বাক্যে মূল Verb হিসাবে বসতে পারে।


আমি তোমাকে ভালোবাসি = I love you.
আমি ভাত খাচ্ছি = I am eating rice.

উপরের বাক্য গুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে যে বাংলা বাক্যে ভালোবাসা Verb এর পরিবর্তে ইংরেজি বাক্যে love এবং খাওয়া Verb এর পরিবর্তে eat ব্যবহার করা হয়েছে, সুতারং love এবং eat উভয়ি Main Verb, Principle Verb বা মূল ক্রিয়া।



  • Auxiliary Verb বা সাহায্যকারী Verb:


সাধারন্ত যে সকল Verb অন্য কোন Verb কে বা কোন বাক্যে অপ্রকাশিত বা লুকানো Verb এর অভাব পুরন করতে ব্যবহৃত হয় তাকে Auxiliary Verb বা সাহায্যকারী ক্রিয়া বলে। নিচে কয়েকটি উদাহরনের মাধ্যমে বিষয়টি ভালোভাবে বোঝানো হল।


আমি একজন কবি = I am a poet
আমি ভাত খাচ্ছি = I am eating rice
আমি ভাত খাই না = I do not eate rice

বাক্য গুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায়, প্রথম বাক্যে ইংরেজি অংশে am ব্যবহৃত হয়েছে যদিও বাংলা অংশে এর কোন বাংলা ছিল না। ২য় বাক্যে খাওয়ার পরিবর্তে ইংরেজি অংশে eating ব্যবহৃত হয়েছে এবং eating কে সাহায্য করতে অতিরিক্ত ভাবে am ব্যবহৃত হয়েছে। ৩য় বাক্যে not তার আগে verb ছাড়া  একা একা  বসে না তাই একে সাহায্য করতে Verb হিসাবে do ব্যবহার করা হয়েছে। সুতারং am বা do সাহায্যকারী  ক্রিয়া বা Verb.


সাহায্যকারী ক্রিয়া বা Axullery Verb কে আবার কয়েকটি ভাগে ভাগ করা যেতে পারে যেমন-

Be Verb = Be(Am, Is, Are), Was, Were, Been
Modal Axullery Verb = Shall, Will, Should, Would, Can, Could, May, Might ইত্যাদি
অভাব জ্ঞাপক সাহায্যকারী Verb = Do, Does, Did
Model Axullery Verb = Heve to, Has to, Must, Going to, Need to, Ought to ইত্যাদি
অন্যান্য সাহায্যকারী Verb = Have, Has, Had ইত্যাদি

উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে এবার আমরা অনুশীলন করতে পারি।  প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,  নিচের বাক্য গুলো থেকে Main Verb এবং Axullery Verb খুজে বের করে খাতায় লিখ কেমন।


১. I will go to school for reading the book.
২. I saw a little girl.
৩. She is a beautiful girl.
৪. He does not go to market.
৫. Rahim will be taking food.
৬. I saw a man who was poor.
৭. Everybody likes him.
৮. We have finished our homework.
৯. Do not open your eyes.
১০. You are a good boy.

প্রিয় বন্ধুরা আশা করি Verb সম্পর্কে কিছুটা হলেও জানতে পেরেছ। Verb এর মৌলিক দিক গুলো সম্পর্কে অনেকটা ধারনা অর্জন করার মাধ্যমে আমাদের দূর্বলতা গুলো আশাকরি অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি। নিম্নে কিছু Verb এর রূপ তুলে ধরা হল।

v1(present f.)--v2(past f.)-- v3(p.per.f)
Am------------------was-----------been
Is---------------------was-----------been
Are------------------were----------been
Do--------------------did------------done
Does----------------did-------------done
Must----------------had to--------had to
Have to------------had to--------had to
Has to--------------had to--------had to
Shall-----------------should-------should
Will-------------------would--------would
Can-------------------could--------could
May-------------------might--------might
Love-----------------loved---------loved
Know----------------knew---------known
teach-----------------taught--------taught

আজ এ পর্যন্তই। সকলের শুভকামনা করে আবার অন্য কোন বিষয় নিয়ে হাজির হব। ভালো থেক বন্ধুরা।



কে- মাহমুদ
১৯-০২-২০২০


নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।

আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon