বুধবার

Sentence বা বাক্য প্রকরণ

Sentence এর ভাবগত ও গঠনগত প্রকারভেদ


  • Sentence কি বা কাকে বলে?

Sentence অর্থ বাক্য। সাধারন্ত কয়েকটি শব্দ বা Word পাশা পাশি বসে মনের ভাব প্রকাশ করলে তাকে Sentence বা বাক্য বলে।



sentence এর ভাবগত ও গঠনগত প্রকারভেদ, sentence শেখার সহজ নিয়ম,simple complex compound,assertive interrogative optative imperative exclamatory
Sentence বা বাক্য


  • Sentence এর প্রকারভেদঃ

ভাবগত বা বাক্যের অর্থগত দিক দিয়ে Sentence বা বাক্যকে সাধারন্ত ৫ টি ভাগে ভাগ করা হয়ে থাকে, যথা-

  1.  Assertive Sentence বা বর্ননা মূলক বাক্য।
  2. Interrogative Sentence বা প্রশ্নবোধক বাক্য।
  3. Imperative Sentence বা আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, পরামর্শ ও নিয়ন্ত্রন মূলক বাক্য।
  4. Optative Sentence বা প্রার্থনা ও আশীর্বাদ সূচক বাক্য।
  5. Exclamatory Sentence বা বিস্ময়বোধক বাক্য।

গঠন গত দিক দিয়ে Sentence বা বাক্য কে সাধারন্ত ৩ টি ভাগে ভাগ করা হয়ে থাকে, যথা-

  1.  Simple Sentence বা সরল বাক্য।
  2. Complex Sentence বা জটিল বাক্য।
  3. Compound Sentence বা যৌগিক বাক্য।


নিম্নে এগুলির সঙ্গা, উদাহরন ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হল।



  • Assertive Sentence বা বর্ননা মূলক বাক্যঃ 

সাধারন্ত যে সকল Sentence বা বাক্য দ্বারা কোন ব্যক্তি বা বস্তুর বর্ননা প্রদান করা হয় তাকে Assertive Sentence বা বর্ননা মূলক বাক্য বলে। 

যেমন-  I eat rice. (আমি ভাত খাই।)

বৈশিষ্ট্য সমূহঃ
১. Subject দ্বারা শুরু হয়।
২. বাক্যের শেষে দাড়ি (।) বা ফুলস্টপ (.) চিহ্ন থাকে।
৩. কোন কিছুর বর্ননা সাধারন্ত এ সকল Sentence বা বাক্যে প্রদান করা হয়।


  • Interrogative Sentence বা প্রশ্নবোধক বাক্যঃ 

সাধারন্ত যে সকল Sentence বা বাক্য দ্বারা কোন কিছুর প্রশ্ন বা জিজ্ঞাসা করা হয় তাকে Interrogative Sentence বা প্রশ্নবোধক বাক্য বলা হয়ে থাকে। 

যেমন- What is your name? (তোমার নাম কি?)

বৈশিষ্ট্য সমূহঃ
১. Wh (Who, How, What, When, Where, Whom, Which) অথবা সাহায্যকারী Verb দ্বারা শুরু হয়।
২. বাক্যের শেষে জিজ্ঞাসা বা প্রশ্নবোধক (?) চিহ্ন থাকে।
৩. সাধারন্ত কোনকিছুর জিজ্ঞাসা বা প্রশ্ন Interrogative Sentence বা বাক্যে করা হয়।


  • Imperative Sentence বা আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, পরামর্শ ও নিয়ন্ত্রন মূলক বাক্যঃ

সাধারন্ত যে সকল বাক্য দ্বারা আদেশ, উপদেশ,  অনুরোধ, প্রস্তাব, পরামর্শ ও নিয়ন্ত্রন প্রকাশ পায় সে সকল বাক্যকে Imperative Sentence বলে। 

যেমন- Do the work, please. (দয়াকরে কাজটি কর।) 

বৈশিষ্ট্য সমূহঃ
১. মূল Verb দ্বারা শুরু হয়।
২. বাক্যের শেষে ফুলস্টপ (.) বা দাড়ি (।) চিহ্ন থাকে।
৩. বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, পরামর্শ ও নিয়ন্ত্রন মূলক অর্থ প্রকাশ পায়।


  • Optative Sentence বা প্রার্থনা ও আশীর্বাদ সূচক বাক্যঃ

সাধারন্ত যে সকল বাক্য দ্বারা আশীর্বাদ ও প্রার্থনা প্রকাশ পায় তাকে Optative Sentence বা আশীর্বাদ ও প্রার্থনা মূলক বাক্য বলে।

যেমন- May Allah love you. (আল্লাহ তোমায় ভালো বাসুক।)

বৈশিষ্ট্য সমূহঃ
১. সাহায্যকারী Verb হিসাবে বেশির ভাগ ক্ষেত্রে May, Might, Can, Could বা If দ্বারা শুরু হয়।
২. বাক্যের শেষে ফুলস্টপ (.) বা দাড়ি (।) ব্যবহার করা হয়।
৩. বাক্যের অর্থ আশীর্বাদ, প্রার্থনা বা কল্পনাময় ইচ্ছা যুক্ত হয়।


  • Exclamatory Sentence বা বিস্ময় সূচক বাক্যঃ

সাধারন্ত যে সকল বাক্য দ্বারা বিস্ময় প্রকাশ পায় তাকে Exclamatory Sentence বা বিস্ময়কর বাক্য বলে।

যেমন- Hurrah! I have won the game. (হুররে! আমি গেমে জয়লাভ করেছি।)

বৈশিষ্ট্য সমূহঃ
১. বিস্ময় সূচক অব্যয় অথবা How বা What দ্বারা বাক্য শুরু হয়ে থাকে।
২. বাক্যের শেষে বা বাক্যাংশে বিস্ময় সূচক চিহ্ন (!) থাকে।
৩. বাক্য দ্বারা আনন্দ, বেদনা, লজ্জা, ঘৃনা ইত্যাদি যুক্ত বিস্ময় প্রকাশ পায়।



এবার আমরা জেনে নি গঠনগত দিক দিয়ে বাক্যের প্রকার সমূহের খুটি নাটি।



  • Simple Sentence বা সরল বাক্যঃ 

সাধারন্ত যে সকল বাক্যে একটি মাত্র Subject ও একটি মাত্র মূল Verb থাকে তাকে Simple Sentence বা সরল বাক্য বলে। 

যেমন- I like you.

বৈশিষ্ট্যাবলীঃ
Subject, Object এবং Verb সব কম।


  • Complex Sentence বা জটিল বাক্যঃ 

সাধারন্ত যে সকল বাক্যে একাধিক Subject, Object বা এলাধিক মুল Verb থাকে তাকে Complex Sentence বা জটিল বাক্য বলে। 

যেমন- He is so ill that he can not walk.

বৈশিষ্ট্যাবলীঃ
একাধিক বাক্যাংশ, একাধিক Subject ও Object, একাধিক মূল Verb থাকে অর্থাৎ সব কিছু বেশি থাকে এবং বাক্য নানা রকম অব্যয় দ্বারা যুক্ত থাকে।

  • Compound Sentence বা যৌগিক বাক্যঃ

সাধারন্ত যে সকল বাক্যে Subject বা Object কম তবে  মূল Verb বেশি থাকে অর্থাৎ সব কিছু মাঝারি থাকে তাকে Compound Sentence বলে। 

যেমন- He is ill and can not walk.

বৈশিষ্ট্যাবলীঃ
Subject ও Object কম তবে Verb বেশি থাকে এবং একাধিক বাক্যাংশ And, Or, But দ্বারা যুক্ত থাকে।



উপরের আলোচনার মাধ্যমে আশাকরি সকলে sentence বা বাক্য সম্পর্কে জানতে ও বুঝতে পেরেছি। ইংরেজী গ্রামারে অতি আবশ্যক একটি বিষয় sentence প্রকরণ (classification of sentence). পরীক্ষায় গঠনগত দিক দিয়ে sentence প্রকরণ changing হিসাবে থাকবে। বাক্যের বৈশিষ্ট্য বুঝে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর ঘটাতে হবে। আশাকরি বাক্যের প্রকার ও বৈশিষ্ট্য সম্পর্কে ধারনার্জনের মাধ্যমে বিষয়টি সহজ হবে।



আজ এ এপর্যন্তই।


শুভকামনায়-

কে-মাহমুদ



নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।

আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon