Sentence এর ভাবগত ও গঠনগত প্রকারভেদ
- Sentence কি বা কাকে বলে?
Sentence অর্থ বাক্য। সাধারন্ত কয়েকটি শব্দ বা Word পাশা পাশি বসে মনের ভাব প্রকাশ করলে তাকে Sentence বা বাক্য বলে।
- Sentence এর প্রকারভেদঃ
ভাবগত বা বাক্যের অর্থগত দিক দিয়ে Sentence বা বাক্যকে সাধারন্ত ৫ টি ভাগে ভাগ করা হয়ে থাকে, যথা-
- Assertive Sentence বা বর্ননা মূলক বাক্য।
- Interrogative Sentence বা প্রশ্নবোধক বাক্য।
- Imperative Sentence বা আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, পরামর্শ ও নিয়ন্ত্রন মূলক বাক্য।
- Optative Sentence বা প্রার্থনা ও আশীর্বাদ সূচক বাক্য।
- Exclamatory Sentence বা বিস্ময়বোধক বাক্য।
গঠন গত দিক দিয়ে Sentence বা বাক্য কে সাধারন্ত ৩ টি ভাগে ভাগ করা হয়ে থাকে, যথা-
- Simple Sentence বা সরল বাক্য।
- Complex Sentence বা জটিল বাক্য।
- Compound Sentence বা যৌগিক বাক্য।
নিম্নে এগুলির সঙ্গা, উদাহরন ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হল।
- Assertive Sentence বা বর্ননা মূলক বাক্যঃ
সাধারন্ত যে সকল Sentence বা বাক্য দ্বারা কোন ব্যক্তি বা বস্তুর বর্ননা প্রদান করা হয় তাকে Assertive Sentence বা বর্ননা মূলক বাক্য বলে।
- Interrogative Sentence বা প্রশ্নবোধক বাক্যঃ
সাধারন্ত যে সকল Sentence বা বাক্য দ্বারা কোন কিছুর প্রশ্ন বা জিজ্ঞাসা করা হয় তাকে Interrogative Sentence বা প্রশ্নবোধক বাক্য বলা হয়ে থাকে।
- Imperative Sentence বা আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, পরামর্শ ও নিয়ন্ত্রন মূলক বাক্যঃ
সাধারন্ত যে সকল বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, পরামর্শ ও নিয়ন্ত্রন প্রকাশ পায় সে সকল বাক্যকে Imperative Sentence বলে।
- Optative Sentence বা প্রার্থনা ও আশীর্বাদ সূচক বাক্যঃ
সাধারন্ত যে সকল বাক্য দ্বারা আশীর্বাদ ও প্রার্থনা প্রকাশ পায় তাকে Optative Sentence বা আশীর্বাদ ও প্রার্থনা মূলক বাক্য বলে।
- Exclamatory Sentence বা বিস্ময় সূচক বাক্যঃ
সাধারন্ত যে সকল বাক্য দ্বারা বিস্ময় প্রকাশ পায় তাকে Exclamatory Sentence বা বিস্ময়কর বাক্য বলে।
এবার আমরা জেনে নি গঠনগত দিক দিয়ে বাক্যের প্রকার সমূহের খুটি নাটি।
- Simple Sentence বা সরল বাক্যঃ
সাধারন্ত যে সকল বাক্যে একটি মাত্র Subject ও একটি মাত্র মূল Verb থাকে তাকে Simple Sentence বা সরল বাক্য বলে।
- Complex Sentence বা জটিল বাক্যঃ
সাধারন্ত যে সকল বাক্যে একাধিক Subject, Object বা এলাধিক মুল Verb থাকে তাকে Complex Sentence বা জটিল বাক্য বলে।
- Compound Sentence বা যৌগিক বাক্যঃ
সাধারন্ত যে সকল বাক্যে Subject বা Object কম তবে মূল Verb বেশি থাকে অর্থাৎ সব কিছু মাঝারি থাকে তাকে Compound Sentence বলে।
উপরের আলোচনার মাধ্যমে আশাকরি সকলে sentence বা বাক্য সম্পর্কে জানতে ও বুঝতে পেরেছি। ইংরেজী গ্রামারে অতি আবশ্যক একটি বিষয় sentence প্রকরণ (classification of sentence). পরীক্ষায় গঠনগত দিক দিয়ে sentence প্রকরণ changing হিসাবে থাকবে। বাক্যের বৈশিষ্ট্য বুঝে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর ঘটাতে হবে। আশাকরি বাক্যের প্রকার ও বৈশিষ্ট্য সম্পর্কে ধারনার্জনের মাধ্যমে বিষয়টি সহজ হবে।
আজ এ এপর্যন্তই।
শুভকামনায়-
নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।
আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon