Narration Direct to Indirect - Simple and Passage
এবার সহজ, শর্ট, আধুনিক, আর ছন্দে ছন্দে narration শিখি!
Narration |
Persons এর রূপ সমুহঃ
I-me-my, we-us-our, You-you-your, He-him-his, She-her-her, They-them-their
Narration এ নিম্নোক্ত ভাবে কিছু শব্দের স্থলে কিছু শব্দ বসবেঃ
যেমনঃThis-that, these-those, here-there, come-go, now-then, next-the following, to-that, tomorrow-the next day, yesterday-the previous day, last-previous বসাতে হবে।
Narration সম্পর্কে কিছু কথাঃ
Narration ২ প্রকার Direct এবং Indirect, আর এটা মনে রাখতে হবে যে Dirrect Narration এর ২ টি অংশ থাকে, Inverted কমা এর আগের অংশ এবং পরের অংশ। অন্য দিকে Indirect Narration সব সময় Assertive Sentence বা বর্ননা মূলক বাক্যে হয়।
ইনভার্টেড কমার ভিতরে পরিবর্তনের নিয়মঃ
- ★ I, me, my, we, us, our এর জায়গাতে Said to এর আগের অংশ গিয়ে নিজের রূপ বদল করে বসবে
- ★ You, your এর জায়গাতে said to এর পরের অংশ গিয়ে নিজের রূপ বদল করে বসবে।
- ★ verb এর ১ম রূপ থাকলে verb এর ২য় রূপ হবে এবং verb এর ২য় রূপ থাকলে had + verb এর ৩য় রূপ হবে।
Assertive sentence:
(subject দিয়ে শুরু শেষে ফুলস্টপ)
said to= told এবং ইনভার্টেড কমা উঠিয়ে that
একের বেশি assertive sentence থাকলে দুই বাক্যের মাঝে and added that ৩য় বাক্যের মাঝে and also added that ৪র্থ বাক্যের মাঝে and farther added that এসব বসিয়ে বাক্যগুলো যুক্ত করতে হবে।
Interrogative sentence:
(Wh/ সাহায্যকারী verb দিয়ে শুরু শেষে জিজ্ঞাসা চিহ্ন)said to= asked এবং ইনভার্টেড কমা উঠিয়ে wh/if এবং subject থেকে প্রথমে উত্তর করা শুরু করতে হবে।
একের বেশি interrogative sentence থাকলে দুই বাক্যের মাঝে and also asked ৩য় বাক্যের মাঝে and again asked এসব বসিয়ে বাক্যগুলো যুক্ত করতে হবে।
Imperative sentence:
(মূল verb দিয়ে শুরু শেষে ফুলস্টপ)said to= requested, ordered, proposed, advised, commanded এবং ইনভার্টেড কমা উঠিয়ে to, বাক্যে not থাকলে তা to এর আগে বসবে।
Optative sentence:
(May,might,can,could দিয়ে শুরু শেষে ফুলস্টপ)said to= prayed,wished ইনভার্টেড কমা উঠিয়ে that এবং subject থেকে প্রথমে উত্তর করা শুরু করতে হবে।
Exclamatory sentence:
(How,what, if বা বিষ্ময়সূচক অব্যয় দিয়ে শুরু এবং শেষে বিষ্ময় বোধক চিহ্ন)said to= exclaimed with sorrow, exclaimed with joy, exclaimed with wonder, exclaimed with shame এবং ইনভার্টেড কমা উঠিয়ে that.
- ★ Interrogative sentence এ প্রশ্ন করার পর assertive Sentence এ উত্তর দিতে হলে said to এর পরি বর্তে told না বসিয়ে replied বসাতে হবে।
- ★ sir, my friend, my dear, my sister বা এমন সম্বোধন বুঝালে Addressing as......... অথবা.... addressed....as.......
- ★ No = replied in the negative, yes= replied in the affirmative
- ★ অভিনন্দন জানালে said to এর স্থলে wished এবং বিদায়ের ক্ষেত্রে said to এর স্থলে bade বসাতে হবে।
- ★ চিরন্তন সত্য বাক্য অথবা প্রথম অংশে say to, says to থাকলে ২য় অংশে verb এর কোন পরিবর্তন করা যাবে না।
Narration চর্চার উপর নির্ভর শীল। যে যত বেশি চর্চা করবে সে তত বেশি শিখতে পারবে। এছাড়া ন্যারেশনের রয়েছে নানা পদ্ধতি। অর্থ বোধক বাক্য হলেই ন্যারেশন হয়ে যাবে। অর্থাৎ Direct থেকে Indirect করতে গেলে অর্থ ঠিক থাকলে ভিন্ন ভিন্ন নিয়মে পরিবর্তন করা সম্ভব।
একটা জিনিস মনে রাখা ভালো, optative sentence এ said to এর পরে যে object থাকে সেটা উত্তর করার সময় না দেওয়াই ভালো। অনেক সময় object দিলে অর্থের বিকৃতি ঘটে ফলে বাক্য সঠিক বলে ধরা যায় না। said to না থেকে শুধু said থাকলে উত্তরে assertive sentence এ told না বসিয়ে said রাখলেও হবে। অন্য দিকে কেও প্রশ্ন করার পর উত্তর দিলে told না বসিয়ে replied বসানো উত্তম।
passage narration এ অনেক সময় ইনভার্টেড কমা দিয়ে শুরু করার পর said to এর অংশ থাকে, সে ক্ষেত্রে আগে said to এর অংশ বা ইনভার্টেট কমার বাইরের অংশ করে নিতে হবে।
Narration মূলত একধরনের Report, তাই Narration ভালো ভাবে করতে পারলে পরীক্ষায় Report পড়লে তা নিজের মত করে দ্রুত বানিয়ে লিখা সম্ভব।
7 comments
ভালো সাইট
dhonnobad.....
Good
ধন্যবাদ #Sarker
গুড
সত্যিই অসাধারন
ধন্যবাদ সকলকে----
1timeschool.com এর পক্ষে,
রোদেলা
নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।
আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon