Positive Comparative and Superlative Degree
Degree Change, একি সাথে Positive, Comparative এবং Superlative Degree Change এর সহজ নিয়ম ও ছক।
সহজ পদ্ধতিতে Degree পরিবর্তনের জন্যে আমাদের এর কাঠামোগত কিছু বৈশিষ্ট্য জানা প্রয়োজন। Degree কি বা কত প্রকার এসব জানার মাধ্যমেই Degree পরিবর্তন,Changing বা Transformation of Sentence সঠিক ভাবে আয়ত্তে আনা সম্ভব।
Degree কিঃ
Verb বা ক্রিয়ের মত Adjective বা বিশেষনের ৩ টি রূপ রয়েছে। Adjective বা বিশেষনের এই রূপ কে Degree বলে।
Degree এর প্রকারভেদঃ
- Positive Degree ( কার সাথে তুলনা না হলে)
- Comparative Degree ( দুই এর মাঝে তুলনা হলে)
- Superlative Degree ( দুই এর বেশির মাঝে তুলনা হলে)
উপরের ভাগগুলো মনে রাখার জন্যে আমরা নিচের ছন্দটি মুখস্থ করতে পারিঃ
Positive Degree:
কার সাথে তুলনা না করে কোন ব্যক্তি বা বস্তুর দোষ গুন, অবস্থা, সংখ্যা বা পরিমান প্রকাশ করলে সে ক্ষেত্রে Adjective এর Positive বা ১ম রূপ বসবে।
Comparative Degree:
দুই এর মাঝে তুলনা করে কোন ব্যক্তি বা বস্তুর দোষ গুন, অবস্থা, সংখ্যা বা পরিমান প্রকাশ করলে সে ক্ষেত্রে Adjective এর Comparative বা ২য় রূপ বসবে।
Superlative Degree:
দুই এর বেশি সংখ্যাক ব্যক্তি বা বস্তুর মাঝে তুলনা করে কোন ব্যক্তি বা বস্তুর দোষ গুন, অবস্থা, সংখ্যা বা পরিমান প্রকাশ করলে সে ক্ষেত্রে Adjective এর Superlative বা ৩য় রূপ বসবে।
উদাহরনঃ
Positive Degree: আমি একটি ভালো ছেলে।
Comparative Degree: আমি রোদেলার থেকে ভালো।
Superlative Degree: আমি গ্রামের সকলের চেয়ে ভালো।
মনে রাখতে হবেঃ
বাক্য এক রূপ থেকে অন্য রূপে চেঞ্জ করতে হলে মনে রাখতে হবে Positive Degree তে বেশির ভাগ ক্ষেত্রে বাক্যের মাঝে as....as বা so....as থাকবে এবং এদের মাঝে ১ম রূপ বসবে, Comparative Degree তে বাক্যের মাঝে থেকে/চেয়ে বা than শব্দটি থাকতেই হবে এবং than এর আগে ২য় রূপ বসবে, Superlative Degree তে বাক্যের মাঝে The শব্দটি থাকতেই হবে এবং the এর পরে ৩য় রূপ বসবে।
- As....as বা So.....as এর মাঝে Degree এর ১ম রূপ বসে।
- Than এর আগে Degree এর ২য় রূপ বসে।
- The এর পর Degree এর ৩য় রূপ বসে।
ছক আকারে Degree change এ ব্যবহৃত ফাইন সমূহঃ
এবার এস এক রূপ থেকে অন্য রূপে চেঞ্জ বা পরিবর্তন করতে যে সকল অতিরিক্ত শব্দ ব্যবহার করতে হবে ফাইন বা জরিমানা হিসাবে তা ছক আকারে জেনে নি-
No Positive Degree Comparative Degree Superlative Degree
Degree Change এ বিবেচ্য বিষয়ঃ
মনে রাখতে হবে যে Positive Degree এর কোন বন্ধু নেই এবং Comparative Degree ও Superlative Degree একে অপরের বন্ধু।
মানে, Positive থেকে Comparative বা Superlative এ রুপান্তর অথবা Comparative বা Superlative থেকে Positive এ রুপান্তর করতে গেলে বাক্যের আগের অংশ পরে ও পরের অংশ আগে লিখতে হবে কিন্তু Comparative কে Superlative বা Superlative কে Comparative এ রুপান্তর করতে গেলে বাক্যের আগের অংশ আগে আর পরের অংশ পরেই থাকবে।
উদাহরনঃ
প্রদত্ত ছক দেখে এটা বোঝা যায় যে, বেশির ভাগ ক্ষেত্রে Adjective এর ২য় রূপ করতে শব্দের শেষে r বা er বসাতে হয় এবং ৩য় রূপ করতে শব্দের শেষে st বা est বসাতে হয়। আর শব্দ চেঞ্জ করা না গেলে শব্দের আগে More বসিয়ে ২য় রূপ আর Most বসিয়ে ৩য় রূপ করতে হয়।
এবার এস নিজে নিজে চেষ্টা করিঃ
(যে রূপে আছে সেটি বাদে অন্য দুই রূপে চেঞ্জ কর)
- She is better than you
- Dhaka is on of the biggest city of Bangladesh
- Sorna is so thin as Soni that she can not walk
- My mother is not as bad as your mother
- It is the most wonderful place in China
- Very few country in the world is as rich as it
- She is more popular than most other girl in the village
- My father is as smart as the president
- I am not more beautiful than she
- Dhaka is bigger than Khulna
- She is the sweetest girl in the school
- No other girl in the room is as lovely as she
- Srimangol is one of the largest place in Bangladesh
- Kuakata is longer than most other place in Bangladesh
- He is the oldest man in the village
- I am not as little as your son
- He was not quicker than you
- I am the most nervous boy in the world
- Very few people in the place is as happy as I
- No other Mother in the world is as lovely as my mother
- She is the worst girl in the town
- I am on of the brightest man in your mind
- Himaloy is newer than Mohaloy
- The place is as dark as Narail
- Very few city in the town is as far as it
- No other child in the room is so small as you
- She is the angriest woman
- Sarna is one of the most perfect student in the teaching center
- He is the richest man
- I am not more evil than he
- Karim and Rahim are worse than most other boy in the town
- We are blacker than any other man in this peace place
- He is on of the hardest boy of class six
- He, you and I are not as close as they
- Rahim and Rahaman were not happier than I
- No other boy in the world will be as simple as this simple man
- It is true that she is as beautiful as your beautiful mother.
- He said that Mis. Ant was one of the loveliest girl in the society of Ant
- The sum is easier than this sum
- No other Mangoph forest in the world is as long as Sundarban
- The answer is the shortest answer in the page.
আপনার মতামত জানাতে নিচে কমেন্ট করতে পারেন। আপনার সম্পর্কে আমাদের কিছু বলতে অথবা কোন তথ্য জানতে বা শেয়ার করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক ফ্যান পেজে যেতে এখানে ক্লিক করুন>>>আমাদের সম্পর্কে জানতে এখানে ক্লিক করতে পারেন এছাড়া আমাদের গোপনীয়তা ও নীতি সমূহ সম্পর্কে অবগত হতে এখানে ক্লিক করতে পারেন। এছাড়া অন্যান্য তথ্যের জন্য শিক্ষা অপশন সমূহে ক্লিক করতে পারেন। লাইক, শেয়ার ও উৎসাহ দিয়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
2 comments
ভাল লাগলো। ধন্যবাদ 💖
কমেন্ট করার জন্য আপনাকেও ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com এর পক্ষে,
রোদেলা
নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।
আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon