শনিবার

Affirmative থেকে Negative

Affirmative থেকে Negative পরিবর্তনের নিয়ম ও ছন্দ পদ্ধতি


ছন্দে ছন্দে Affirmative থেকে Negative এবং Negative থেকে Affirmative এ পরিবর্তনের নিয়ম।



affirmative negative পরিবর্তনের ছন্দ
Affirnative to Negative


সহজ ও ছন্দে ছন্দে Affirmative বা হ্যা বোধক বাক্য থেকে Negative বা না বোধক বাক্যে রূপান্তরের একটি কৌশল আয়ত্ত করতে পারলে আশা করি সকলে দ্রুত ও সহজে যে কোন Affirmative Sentense  কে Negative Sentense এ রূপান্তর করতে পারবে।


প্রথমে এস ছক আকারে শিখে নি Affirmative কে Negative বা Negative কে Affirmative এ পরিবর্তনের জন্য কি ভাবে পরি বর্তন করতে হয় তার সংক্ষিপ্ত নিয়ম:


  •  Only/Alone = None but(ব্যক্তি)/Nothing but(বস্তু)/Not more than বা Not less than(সংখ্যা)
  •  Must/have to/had to = Can/could not but অথবা Can/could not help + ing
  •  Every = There is no........but
  •  As soon as = No sooner had.......than (have/has/had এর পর সব সময় verb এর ৩য় রূপ বসে)
  •  শুধু  Adjective বা বিশেষন থাকলে = Not +  বিশেষনের বিপরীত শব্দ বসবে।
  •  Always(সবসময়) = Never(কখনো না) + বিশেষনের বিপরীত শব্দ বসবে।
  •  বাক্যে The + Adjective এর ৩য় রূপ = No other.......as.............as. (The এর পর বিশেষন বা Adjective এর ৩য় এবং  as/so এর পর ১ম ও Than এর আগে ২য় রূপ বসে)
  •  Than all other অথবা Than any other = No other.....as...........as
  •  As/so(মত/এত).........as = Not(না).....than অথবা Not less
  •  Than =  Not as/so......as
  •  Less(কম)....than (থেকে)= not as(মত)........as
  •  Too.......to(এত যে) = So.......that....can/could not (to এর পর subject বসে না তবে That এর পর subject বসে)
  •  Sometimes(মাঝে মাঝে)= No always( সব সময় না)
  •  শুধু verb + adjective = not + do/does/did + adjective এর বিপরীত রূপ(v1=do, v1+s/es=does, v2=did)
  •  Both(সাথে)......and = Not only but also(এক মাত্র এ নয় ঔ)
  •  A few(কম) = Not many(অনেক)
  •  Many = Not a few
  •  A little(অল্প) = Not much(বেশি)
  •  Much = Not a little

এবার ছন্দের পালা। তার আগে ছন্দটি শিখে নি-



"লাইক যদি নট কে নিয়ে বাপের বাড়ি যাই নট তখন ডু কে নিয়ে ডিসলাইক হয়।"

মানে কোন বাক্য কে Affirmative থেকে Negative এ চেঞ্জ করতে হয় তবে নিম্নক্ত ভাবে চেঞ্জ করতে হয়:

Affirmative= I like you. (আমি তোমাকে পছন্দ করি)
Negative= I do not dislike you. ( আমি তোমাকে অপছন্দ করি না)

উপরের বাক্য দুটি থেকে এটাই বুঝি যে চেঞ্জিং হল অর্থ চেঞ্জ না করে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর। এই জন্যে, আমি তোমাকে পছন্দ করি এর নেগেটিভ রূপ, আমি তোমাকে অপছন্দ করি না তার মানে পছন্দ-ই করি।


ইংরেজী কোন বাক্য চেঞ্জ করতে হলে আমরা যদি বাক্যের মানে ভালো করে বুঝি তো সহজেই সেটা রুপান্তর ঘটাতে পারি। তাই বাক্যের বাংলা মানে বোঝা খুবি গুরুত্ব পূর্ন। মূলত আমরা বাংলা ভালো বুঝিনা বলেই ইংরেজী কে কঠিন মনে করি। শিক্ষকরা গ্রামার (grammar) সহজে ভোলেন না কেন! বা কেন সব মনে করতে পারেন সহজে বা দ্রুত মুখস্ত করতে পারেন! এমন ভাবনা আমরা অনেকেই ভেবে বিষ্মিত হই। আসলে তারা ইংরেজীর মানে বোঝেন বলেই এমন পারেন। তাই বাক্যের মানে জানা খুবি গুরুত্বের।


যাই হোক নিম্নে কিছু বাংলা বাক্যের হ্যা বোধক (Affirmative) রূপ থেকে না বোধক (Negative) রূপে রূপান্তর দেখানো হল:

১.  একমাত্র আল্লাহই মহান = কেউ মহান নয় আল্লাহ ছাড়া বা আল্লা ছাড়া কেউ মহান নন।

২. আমার কাছে মাত্র দশ টাকা আছে = আমার কাছে দশ টাকার কম নেই বা আমার কাছে দশ টাকার বেশি নেই।

৩. কখন মিথ্যা বলবে না = সবসময় সত্য বলবে।

৪. খুব দূর্বল হওয়াই সে অচল = সে দূর্বলতার কারনে হাটতে পারে না।

৫. সকল মা তার সন্তানকে ভালো বাসেন = এ মন কোন মা নেই যে তার সন্তান কে ভালো বাসেন না।


উপরের বাক্য গুলো থেকে স্পষ্ট যে Affirmative থেকে কোন বাক্য কে Negative করতে হলে বাক্যে অবশ্যই নেগেটিভ শব্দ (not/no/never) থাকতে হবে এবং অর্থ যাতে ঠিক থাকে সেই জন্যে বাক্যের কিছু শব্দের বীপরিত অর্থের শব্দ লিখতে হতে পারে।



প্রয়োজনীয় কিছু বিপরীত শব্দঃ

Love-Hate, Always-Never, Dependent(নির্ভরশীল)-Independent(অনির্ভরশীল), Sometimes-Not always, Liable(বন্দী)-free(মুক্ত), Very-At all, Quickly-Slowly, Like-Dislike, Mortal(মরনশীল)-Immortal(অমরনশীল), Kind-Unkind, First-Slow, Lazy-Active, Reguller-Irreguller, New-Old, Favorable-Unfavorable, Polite-impolite, Good-bad, Worst(খারাপ)-Best, Clean-Dirty, Correctly-Incorrectly, Wise(জ্ঞানী)-Unwise(অজ্ঞ), Remember-Forget, Rich-Poor, Early-Late


এবার এস কিছু উদাহরন দেখি :

1. Everybody loves flower = There is nobody but loves flower.

2. He is too weak to walk = He is so weak that he can not walk.

3. The sum was too difficult for me to work out = The sum was so difficult for me that I could not work out.

4. You are less good than he said = You are not as good as he said.

5. Rahim is as good as you = You are not better than Rahim.

6. Karim is less good than Rahim = Karim is not as good as Rahim.

7. He is better than any other boy in the class = No other boy in the class is as good as him.

8. I always tell truth = I never tell lie.

9. He is a bad boy = He is not a good boy.

10. As soon as he saw the Lion he ran away = No sooner had he seen the Lion than he ran away.


এস এবার নিজে নিজে চেষ্টা করি:

1. Only the science students can apply for the post. (neg)

2. He can play good. (neg)

3. None but they can do the work.(aff)

4. He is not more than four. (aff)

5. We must obey our parents. (neg)

6. He was always punctual. (neg)

7. Karim and Rahim were not less bad than Jabbar.(aff)

8. The boy is too ill to eat.(neg)

9. Sometimes he come here.(neg)

10. Never tell a lie. (aff)


কি এবার পারবে তো যে কোন Affirmative Sentense কে Negative Sentence এ বা কোন Negative Sentence কে Affirmative Sentense এ পরিবর্তন করতে? আশা করি পারবে, তবে এই পদ্ধতি তে দ্রুত শিখতে হলে কারো সামান্য হেল্প নিলে খুবি ভালো হবে। তবে মনে রাখার জন্যে এই সহজ পদ্ধতি বা Short System খুবি কার্যকর।


 এছাড়াও কোন সমস্যা হলে কমেন্ট করে জানাতে পার। আশাকরি লিখাটি দ্রুত আপডেট (Update) করে আরো সহজ ও উন্নত বা আধুনিক করতে পারব।


আশা করি সকলে ভালো থাকবে।

কে-মাহমুদ
৩০-১১-২০১৯ 



আপনার মতামত জানাতে নিচে কমেন্ট করতে পারেন। আপনার সম্পর্কে আমাদের কিছু বলতে অথবা কোন তথ্য জানতে বা শেয়ার করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক ফ্যান পেজে যেতে এখানে ক্লিক করুন>>>আমাদের সম্পর্কে জানতে এখানে ক্লিক করতে পারেন এছাড়া আমাদের গোপনীয়তা ও নীতি সমূহ সম্পর্কে অবগত হতে এখানে ক্লিক করতে পারেন। এছাড়া অন্যান্য তথ্যের জন্য শিক্ষা অপশন সমূহে ক্লিক করতে পারেন। লাইক, শেয়ার ও উৎসাহ দিয়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

নিচের বক্সে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের নিকট খুবি গুরুত্বপূর্ণ।

আপনার কমেন্টের উত্তর আমরা যতো তাড়াতাড়ি সম্ভব দিতে চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।
1timeschool.com
EmoticonEmoticon