শনিবার

ইউটিউব থেকে আয় বন্ধ হওয়ার কারণ সমূহ

ইউটিউব থেকে অর্থ আয়ের সুযোগ যেসব কারণে বন্ধ হতে পারে


এখানে যা থাকছে---

  • কতদিন ভিডিও আপলোড না দিলে মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে
  • youtube earning reduce reason
  • Youtube channel monetization Disable
  • copyright strike on youtube


কতদিন ভিডিও আপলোড না দিলে মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে,youtube earning reduce reason,Youtube channel monetization Disable,copyright strike on youtube,
যে ভুলে মনিটাইজেশন বন্ধ হতে পারে

ইউটিউব চ্যানেল থেকে অর্থ আয় করতে হলে আপনাকে অবশ্যই ইউটিউব মনিটাইজেশন চালু করতে হবে। ইউটিউব চ্যানেলের মাধ্যমে বর্তমানে অনেক ইউটিউবার মাসে লক্ষ লক্ষ টাকা আয় করে থাকে। আপনি যদি ইউটিউব থেকে আয় করতে চান তবে আপনাকে ইউটিব মনিটাইজেশন এর নিয়ম নীতি মেনে চলতে হবে। যারা এখনো মনিটাইজেশন চালু করতে পারেন নাই বা যারা মনিটাইজেশন পেয়েছেন উভয়ের জন্য আজকের আর্টিকেলটি খুবি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মনিটাইজেশন পাওয়া চ্যানেল থেকে অর্থ আয়ের সুযোগ হঠাৎ বন্ধ হওয়া থেকে রক্ষা করতে বা নতুন চ্যানেলে মনিটাইজেশন পেতে এই আর্টিকেলটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন। আপনার সাধের ইউটিউব চ্যানেল থেকে আয় করতে বা মনিটাইজেশন পাওয়া চ্যানেলের আয় বন্ধ হওয়া থেকে চ্যানেল কে রক্ষা করতে আর্টিকেলটি খুবি গুরুত্বপূর্ণ। 


এই আর্টিকেলটি ভিডিও আকারে পেতে নিচের ভিডিও আইকনে ক্লিক করুনঃ

ইউটিউব মনিটাইজেশন চালু করার উপায়ঃ

মূল বিষয়ে যাওয়ার আগে ছোট করে জেনে নেওয়া যাক ইউটিউব মনিটাইজেশন চালু করার উপায় নিয়ে।



ইউটিউব থেকে আয় করতে সর্ব প্রথম ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব পার্টনার প্রোগ্রামের সদস্য হতে হয়। চ্যানেলে ৫০০ থেকে ১০০০ সাবস্ক্রাইব হওয়ার সাথে সাথে শেষ ৩৬৫ দিনে  ৩০০০ ঘন্টা ভিডিওর ওয়াচ টাইম  অথবা শেষ ৯০ দিনে ইউটিউব শর্টস ভিডিওতে ৩০০০০০০ ভিউ হলেই চ্যানেলে মনিটাইজেশন পেতে ইউটিউব পার্টনার প্রোগ্রামে আবেদন করা যায়। এছাড়া ইউটিউবের নিয়ম নীতি মেনে চলার সাথে প্রতি ৩ মাসে কমপক্ষে ৩ টি ভিডিও অবশ্যই প্রকাশ করতে হবে নইলে মনিটাইজেশন পাওয়া সম্ভব হবে না। এই শর্ত গুলো ইউটিউব মাঝে মাঝে পরিবর্তন করে। এছাড়া সকল দেশ থেকে মনিটাইজেশন পাওয়া যায় না। বর্তমানে ইউটিউব প্রোগ্রামের সদস্য হওয়ার শর্ত এবং পৃথিবীর কোনকোন দেশে ইউটিউব মনিটাইজেশন চালু আছে সেটা দেখতে উপরের ভিডিওর ডিস্ক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে দেখে নিবেন। অথবা এখানে ক্লিক করুন>>>>



এছাড়া ভিডিওর ডিস্ক্রিপশনে গুগোল এডসেন্স পলিসি, কপিরাইট গাইডলাইন্স, ইউটিব মনিটাইজেশন শর্তাবলী সহ গুরুত্বপূর্ণ কিছু লিংক দেওয়া আছে দেখে নিবেন। লিংক গুলো এখানেও দিয়ে দেওয়া হলঃ




যে সকল কারণে চ্যানেল থেকে আয়ের সুযোগ বন্ধ হতে পারে:

এবার আসুন জেনে নিই  ইউটিউব চ্যানেল থেকে অর্থ আয়ের সুযোগ কিভাবে বন্ধ হয়ে যেতে পারে, সে সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিষয়-

  • প্রথমত- ইউটিউব মনিটাইজেশন নীতিমালা অনুসরণ না করলে আপনার চ্যানেল কখনোই মনিটাইজেশন পাবে না বা আপনার চ্যানেল অর্থ আয়ের সুযোগ হারিয়ে ফেলতে পারে। নগ্নতা বা যৌন উদ্দীপনাময় কোনো ভিডিও ইউটিউব চ্যানেলে প্রকাশ করা যাবে না। স্প্যাম বা জন নিরাপত্তার জন্য হুমকি, শিশুদের নিরাপত্তা হুমকি বা সমাজের জন্য ক্ষতিকর এমন কোনো ভিডিও ইউটিউবে প্রকাশ করলে আপনার চ্যানেল কখনোই মনিটাইজেশন পাবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওর ডিস্ক্রিপশনে থাকা ইউটিউব মনিটাইজেশন পলেসি লিংকে ক্লিক করে দেখে নিবেন।


  • দ্বিতীয়ত - অশ্লীল বা অশালীন কোনো শব্দ ব্যবহার করলে আপনার সাধের ইউটিউব চ্যানেল কখনোই মনিটাইজেশন পাবে না। ভিডিওতে ভয়েস দেওয়ার সময় এমন কোনো শব্দ উচ্চারণ করা যাবে না যা স্বাভাবিক পরিবেশে অনুপযুক্ত। আপনার কথা গ্রাম্য বা গাইয়া হলে সমস্যা নেই কিন্তু কথা গুলো যেন অসভ্য না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।


  • তৃতীয়ত - আপনার ভিডিওতে মহামারি সম্পর্কিত কোনো বিষয় যেমন- রক্তপাত, সহিংসতা বা রোগ বা আঘাত বা কারো মনে দুঃখের কারন হতে পারে এমন ছবি, ভিডিও বা তথ্য থাকলে আপনার চ্যানেল মনিটাইজেশন নাও পেতে পারে। সুতারং ভিডিওর কন্টেন্ট এমন ভাবে নির্বাচন করতে হবে যেন তা অন্যের মনে খারাপ প্রভাব না ফেলে বা অন্যের কষ্টের কারন না হয়।


  • চতুর্থত - আপনার ভিডিওতে মাদক সম্পর্কিত কোনো তথ্য থাকলে মনিটাইজেশন বা ইউটিব চ্যানেল থেকে অর্থ আয়ের সুযোগ বন্ধ হয়ে যেতে পারে। তাই, ড্রাগ, তামাক বা ক্ষতিকর কোনো তথ্য, ছবি বা ভিডিও ইউটিবে প্রকাশ করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে।


  • পঞ্চমত - আপনার ভিডিওতে এমন কোনো কন্টেন্ট ব্যবহার করা যাবে না যা সমরাস্ত্র বা আগ্নেয়াস্ত্র সম্পর্কিত। যুদ্ধ সম্পর্কিত কোনো তথ্য, ছবি বা ভিডিও কন্টেন্ট হিসেবে নিলে আপনার চ্যানেল অর্থ আয়ের সুযোগ হারাতে পারে বা আপনার চ্যানেলের মনিটাইজেশন বাতিল হয়ে যেতে পারে।


  • ষষ্ঠত -  ভিডিও কপিরাইট মুক্ত না হলে আপনার ইউটিউব চ্যানেলে অর্থ আয়ের সুযোগ বন্ধ হতে পারে।  অন্যের অডিও বা ভিডিও ব্যবহারে তাই সতর্ক থাকতে হবে। অন্যের অনুমতি ছাড়া এমন কোনো কন্টেন্ট ব্যবহার করা যাবে না যা কপিরাইট আইন লংঘন করে। কপিরাইট মুক্ত ফ্রি ছবি, ভিডিও বা অডিও পেতে আপনি অনলাইনে অসংখ্য সাইট পেয়ে যাবেন সেখান থেকে ব্যবহার করতে পারবেন তবে কখনোই এমন কোনো ভিডিও কাট পেস্ট করে ব্যবহার করবেন না যা অন্যের মেধা সত্ব লংঘন করে। এ সম্পর্কিত আমাদের চ্যানেলে ভিডিও আছে আশাকরি দেখে নিবেন। 


  • সপ্তমত - লাইক ফর লাইক, সাবস্ক্রাইব ফর সাবস্ক্রাইব বা নানারকম এপ বা সাইটের মাধ্যমে আপনার চ্যানেলের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও ভিডিও ভিউ বাড়ালে আপনি ইউটিউব থেকে অর্থ আয়ের সুযোগ হারাবেন। বন্ধু বান্ধবকে দিয়ে তাই কখনোই ভিডিওর ওয়াচ টাইম ইচ্ছাকৃত ভাবে বাড়াতে যাবেন না। ইউটিউবের এলগরিদম খুবি বুদ্ধিমান। আপনার লুকোচুরি ইউটিউব মনিটাইজেশন টিম ধরে ফেলবে। সুতারং কৃত্তিম ভাবে অসৎ উপায় অবলম্বন করলে আপনার চ্যানেল থেকে আয়ের সুযোগ বন্ধ হয়ে যেতে পারে।


উপরের কোনো একটি বিষয় আপনার চ্যানেলে থাকলে আপনি কখনোই ইউটিব মনিটাইজেশন সুবিধা পাবেন না। আর মনিটাইজেশন পাওয়ার পর এমন সব নীতিবহির্ভূত ভিডিও বানালে আপনার চ্যানেলের মনিটাইজেশন যে কোনো সময় হঠাৎ বন্ধ বা বাতিল হয়ে যেতে পারে। এছাড়া রিমিক্স ভিডিও চ্যানেল, ছবি বা স্লাইড শো দিয়ে ভিডিও চ্যানেল, ছবি বা ভয়েস ছাড়া গেমিং চ্যানেল, কন্ঠ ছাড়া বিভিন্ন পন্যের রিভিউ ও খেলার চ্যানেল বা ভয়েসলেস ও ফেসলেস রান্নার চ্যানেল ইউটিউব সাধারণত মনিটাইজেশন দেয় না। সুতারং ফেসলেস ও ভয়েসলেস চ্যানেল না গড়ে ১০০% ইউনিক ভিডিও দিয়ে চ্যানেল তৈরি করুন। ইউটিবের এসকল শর্ত যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। বর্তমানের ইউটিউব মনিটাইজেশন পলেসি দেখতে ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে এই আর্টিকেলে থাকা লিংক গুলো অথবা উপরের ভিডিওর ডিস্ক্রিপশনে থাকা লিংক গুলোতে ক্লিক করে এক বার অবশ্যই দেখে নিবেন।



আমাদের চ্যানেলে এমন সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নিবেন। বেল আইকনে ক্লিক করবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।


ভিডিওঃ যে ভুলে মনিটাইজেশন বন্ধ হতে পারে