শুক্রবার

ড. মুহাম্মদ ইউনূসঃ ক্ষুদ্রঋণের জনক ও নোবেল বিজয়ী বাংলাদেশি

ড. মুহাম্মদ ইউনূস এক নোবেল বিজয়ী বাংলাদেশি কিংবদন্তি


(আর্টিকেলটি AI এর সহায়তায় K-Mahmud লিখেছেন)


ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার, গ্রামীণ ব্যাংকের গঠন, নোবেল পুরস্কার, উপদেষ্টা হিসেবে ভূমিকা ও তার বৈশ্বিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা।

ড. মুহাম্মদ ইউনূসের জীবনী, নোবেল পুরস্কার, গ্রামীণ ব্যাংক, সামাজিক ব্যবসা এবং উপদেষ্টা হিসেবে তার অবদানসহ বিস্তারিত মানবিক বিশ্লেষণ
Dr. Muhammad Yunus


ড. মুহাম্মদ ইউনূস এমন একজন কিংবদন্তি, যিনি বিশ্বকে দেখিয়েছেন দারিদ্র্য বিমোচনের একটি নতুন পথ। ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক এবং গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের দরিদ্র মানুষের জীবনে হয়ে উঠেছেন আশার আলো।



ছোটবেলা ও শিক্ষা জীবন

ড. মুহাম্মদ ইউনূস ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা নিজ জেলায় সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।



ক্যারিয়ার জীবনের সূচনা

১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা পালন করেন। বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনসম্মতি গঠনে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশে ফিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের প্রধান হিসেবে যোগদান করেন। ১৯৭৪ সালে বাংলাদেশের দুর্ভিক্ষ তার মনোজগতে পরিবর্তন আনে। তিনি উপলব্ধি করেন, প্রচলিত আর্থিক ব্যবস্থা গরীব মানুষের দরজায় পৌঁছায় না। সে সময়েই ক্ষুদ্রঋণের ধারণা তার মনে গেঁথে যায়।



গ্রামীণ ব্যাংকের গঠন

ড. মুহাম্মদ ইউনূস ১৯৭৬ সালে জোবরা গ্রামের কয়েকজন দরিদ্র মহিলাকে নিজ তহবিল থেকে ঋণ প্রদান করার মাধ্যমে ক্ষুদ্রঋণ কার্যক্রমের সূচনা করেন। এরপর বাংলাদেশ সরকারের সহায়তায় ১৯৮৩ সালে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক যা জামানতবিহীন ক্ষুদ্রঋণের মাধ্যমে দরিদ্র মানুষের অর্থনৈতিক ক্ষমতায়ন ঘটায়।



নোবেল পুরস্কার ও আন্তর্জাতিক স্বীকৃতি

২০০৬ সালে ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি পেয়েছেন র‍্যামন ম্যাগসেসে পুরস্কার, প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম, কংগ্রেশনাল গোল্ড মেডেলসহ বহু আন্তর্জাতিক সম্মাননা সহ অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কার।



নোবেল পুরস্কার পরবর্তী জীবন

নোবেল পুরষ্কার বিজয়ের পর ড. ইউনূসের প্রভাব আন্তর্জাতিক পরিমন্ডলে আরও বিস্তৃত লাভ করে। তিনি “Creating a World Without Poverty” (২০০৮) এবং “A World of Three Zeros” (২০১৭) নামে দুটি প্রভাবশালী বই লেখেন।


২০০৮ সালে “Yunus Centre” প্রতিষ্ঠা করেন, যা সামাজিক ব্যবসা, পরিবেশ ও দারিদ্র্য বিমোচনে কাজ করে।


তিনি ফ্রান্স, ব্রাজিল, জার্মানি, ভারতসহ অনেক দেশে সামাজিক ব্যবসার মডেল বাস্তবায়নে সহায়তা করেন এবং তরুণ উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেন।


২০২১ সালে কোভিড-১৯ পরিস্থিতিতে তিনি “Vaccines as Global Common Good” ক্যাম্পেইনের নেতৃত্ব দেন, যা বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলে।


উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন

ড. ইউনূস বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্বব্যাংকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালে ৫ আগস্ট বাংলাদেশের  সরকার পরিবর্তন হওয়ার পর দেশ অবিভাবক শূন্য হয়ে পাড়লে ছাত্র সমাজ বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তাকে মনোনীত করেন। দ্বায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামোগত সংষ্কারে তিনি প্রশংসনীয় ভূমিকা পালন করেন। (


তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য হিসেবে ক্রীড়া ও সামাজিক উন্নয়ন নিয়ে কাজ করেছেন। এছাড়া বিভিন্ন দেশের সরকার ও উন্নয়ন সংস্থাগুলোর সঙ্গে পরামর্শক হিসেবে যুক্ত থেকেছেন।


বর্তমানে তিনি “Three Zero Club” এবং “Social Business Youth Alliance” এর মাধ্যমে তরুণদের উৎসাহিত করছেন এবং সারা বিশ্বে টেকসই উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের নতুন পথ তৈরি করছেন।



ব্যক্তিগত জীবন

ড. ইউনূসের প্রথম স্ত্রী ছিলেন ভেরা ফরবস। তাদের এক কন্যা মনিকা ইউনূস, যিনি একজন খ্যাতিমান অপেরা শিল্পী এবং নিউ ইয়র্কে থাকেন। পরবর্তীতে তিনি আফরোজী ইউনূসকে বিয়ে করেন, যিনি একজন শিক্ষাবিদ। তাদের কন্যা দিনা আফরোজ ইউনূস ঢাকায় অবস্থান করেন এবং পারিবারিক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকেন।



ড. মুহাম্মদ ইউনূস এক কিংবদন্তি

ড. মুহাম্মদ ইউনূসের জীবন কেবল একজন অর্থনীতিবিদের নয়, বরং একজন চিন্তাবিদ, সমাজ সংস্কারক ও মানবতার পক্ষে নিরলস যোদ্ধার প্রতিচ্ছবি। তার চিন্তা ও কাজ আজো বিশ্বজুড়ে লক্ষ মানুষকে স্বপ্ন দেখায়, সাহস জোগায় এবং সমাজকে বদলে দেওয়ার প্রেরণা জোগায়। বাংলাদেশের তরুন সমাজের তিনি এক আলোক বর্তিকা, বিশ্বের বুকে এক দীপ্তিময় নক্ষত্র।


এখানে আছেঃ ড. মুহাম্মদ ইউনূস এর জীবনী, গ্রামীণ ব্যাংক এর ইতিহাস, নোবেল বিজয়ী বাংলাদেশি, ক্ষুদ্রঋণ পদ্ধতি, Muhammad Yunus adviser, Yunus Centre, Social Business Bangladesh


Credit : K-Mahmud & AI Technology